ETV Bharat / state

CPIM State Committee Meeting: সিপিআইএম রাজ্য কমিটিতে আমন্ত্রিত নতুন মুখ 3, সম্পাদক পরিবর্তন হচ্ছে মুখপত্রের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 3:02 PM IST

Three Invitee Members in CPIM State Committee: সিপিআইএম রাজ্য কমিটির তিনদিনের অধিবেশনে নতুন তিনজন সদস্যকে সামিল করা হল ৷ বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ ওই তিনজন আমন্ত্রিত সদস্য় ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 5 নভেম্বর: সিপিআইএম রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে এবার জায়গা পাচ্ছেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ জায়গা পাচ্ছেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ ও কলকাতা জেলা পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য ফাইয়াজ আহমেদ খান এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য ৷ এই তিনজন সিপিআইএম রাজ্য কমিটির নতুন সদস্য হতে চলেছেন ৷ তবে, তাঁরা সকলেই আমন্ত্রিত বলেই সূত্রের খবর ৷

সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র গণশক্তির সম্পাদক পদেও রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সম্পাদক দেবাশিস চক্রবর্তীকে সরিয়ে সেই পদের দায়িত্ব দেওয়া হচ্ছে শমীক লাহিড়ীকে ৷ হাওড়া জেলা সিপিআইএময়ের সদর কার্যালয়ে গত শুক্রবার থেকে তিনদিনের সিপিআইএম রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন শুরু হয়েছে ৷ আজ তার শেষ দিন ৷ এই অধিবেশনে রাজ্য কমিটির সদস্য ছাড়াও, জেলা কমিটিগুলির সদস্য ও গণ সংগঠনের সদস্য মিলিয়ে কম বেশি 4000 জন অংশ নিয়েছে ৷

আগামী বছর লোকসভা ভোট ৷ তার আগে এই বৈঠকে সিপিআইএময়ের সংগঠন আরও মজবুত করতে ও বিভিন্ন সিদ্ধান্তে রাজ্যে কমিটির অবস্থান নিচুতলা পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ৷ লোকসভায় বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোটে রাজ্যের দুই যুজুধান দল তৃণমূল ও সিপিআইএময়ের থাকা নিয়ে সমর্থকের মধ্যে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না ৷ সমর্থকদের পাশাপাশি কাস্তে-হাতুড়ি শিবিরের কর্মী ও নেতৃত্বের মধ্যেও হাজার প্রশ্ন রয়েছে ৷ তাই দলের ভিতরে অভিযোগ উঠেছে, এ নিয়ে নিয়ে আমজনতার মধ্যে বিজেপি জোটের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালাচ্ছে ৷

আরও পড়ুন: আদমশুমারি ছাড়াই কীভাবে মহিলা সংরক্ষণ বিল কার্যকর ? মোদিকে নিশানা লিবারেশনের

একদিকে যেমন নিজেদের অবস্থান স্পষ্ট করে ভোট ময়দানে নামার ছক সাজিয়েছে সিপিআইএম ৷ তেমনই সংগঠন আরও স্বচ্ছ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সিপিআইএময়ের ছাত্র সংগঠন এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি ময়ূখ বিশ্বাসকে ইতিমধ্যেই রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করেছে শীর্য নেতৃত্ব ৷ এবার ডিওয়াইএফআইয়ের সর্বভারতী সাধারণ সম্পাদক পদে থাকা হিমগ্নরাজ ভট্টাচার্যকেও রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে আনা হচ্ছে ৷ পাশাপশি বহুদিনের সংখ্যালঘু মুখ কলকাতা জেলার নেতা ও পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ ফইয়োজ আহমেদ খানকেও আমন্ত্রিত সদস্য করছে সিপিআইএম ৷

আরও পড়ুন: আরএসএস ও বিজেপির হিন্দুত্বকরণের প্রচেষ্টা, পাঠ্যপুস্তকে ‘ভারত’ সংক্রান্ত নির্দেশিকায় মত সেলিমের

প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ইতিমধ্যেই রাজ্যসভায় পাঠানো হয়েছে ৷ সিপিআইএময়ের মুখপত্র গণশক্তির ট্রাস্টেরও সদস্য তিনি ৷ এবার সরাসরি দলের রাজ্য কমিটিতে আমন্ত্রিত হিসেবে জায়গা পাচ্ছেন বরিষ্ঠ এই আইনজীবী ৷ অন্যদিকে, অভিযোগ উঠেছিল সিপিআইএময়ের মুখপত্র গণশক্তিতে দীর্ঘদিন ধরে এক অচলাবস্থা চলে আসছে ৷ সেই পরিস্থিতি ঠিক করতে ও সাংগঠনিকভাবে আরও মজবুত করতে এবার সম্পাদক পদে রদবদল পথে হাঁটবে নেতৃত্ব ৷ সেখানে নতুন সম্পাদক হতে চলেছেন প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী ৷

কলকাতা, 5 নভেম্বর: সিপিআইএম রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে এবার জায়গা পাচ্ছেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ জায়গা পাচ্ছেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ ও কলকাতা জেলা পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য ফাইয়াজ আহমেদ খান এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য ৷ এই তিনজন সিপিআইএম রাজ্য কমিটির নতুন সদস্য হতে চলেছেন ৷ তবে, তাঁরা সকলেই আমন্ত্রিত বলেই সূত্রের খবর ৷

সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র গণশক্তির সম্পাদক পদেও রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সম্পাদক দেবাশিস চক্রবর্তীকে সরিয়ে সেই পদের দায়িত্ব দেওয়া হচ্ছে শমীক লাহিড়ীকে ৷ হাওড়া জেলা সিপিআইএময়ের সদর কার্যালয়ে গত শুক্রবার থেকে তিনদিনের সিপিআইএম রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন শুরু হয়েছে ৷ আজ তার শেষ দিন ৷ এই অধিবেশনে রাজ্য কমিটির সদস্য ছাড়াও, জেলা কমিটিগুলির সদস্য ও গণ সংগঠনের সদস্য মিলিয়ে কম বেশি 4000 জন অংশ নিয়েছে ৷

আগামী বছর লোকসভা ভোট ৷ তার আগে এই বৈঠকে সিপিআইএময়ের সংগঠন আরও মজবুত করতে ও বিভিন্ন সিদ্ধান্তে রাজ্যে কমিটির অবস্থান নিচুতলা পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ৷ লোকসভায় বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোটে রাজ্যের দুই যুজুধান দল তৃণমূল ও সিপিআইএময়ের থাকা নিয়ে সমর্থকের মধ্যে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না ৷ সমর্থকদের পাশাপাশি কাস্তে-হাতুড়ি শিবিরের কর্মী ও নেতৃত্বের মধ্যেও হাজার প্রশ্ন রয়েছে ৷ তাই দলের ভিতরে অভিযোগ উঠেছে, এ নিয়ে নিয়ে আমজনতার মধ্যে বিজেপি জোটের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালাচ্ছে ৷

আরও পড়ুন: আদমশুমারি ছাড়াই কীভাবে মহিলা সংরক্ষণ বিল কার্যকর ? মোদিকে নিশানা লিবারেশনের

একদিকে যেমন নিজেদের অবস্থান স্পষ্ট করে ভোট ময়দানে নামার ছক সাজিয়েছে সিপিআইএম ৷ তেমনই সংগঠন আরও স্বচ্ছ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সিপিআইএময়ের ছাত্র সংগঠন এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি ময়ূখ বিশ্বাসকে ইতিমধ্যেই রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করেছে শীর্য নেতৃত্ব ৷ এবার ডিওয়াইএফআইয়ের সর্বভারতী সাধারণ সম্পাদক পদে থাকা হিমগ্নরাজ ভট্টাচার্যকেও রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে আনা হচ্ছে ৷ পাশাপশি বহুদিনের সংখ্যালঘু মুখ কলকাতা জেলার নেতা ও পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ ফইয়োজ আহমেদ খানকেও আমন্ত্রিত সদস্য করছে সিপিআইএম ৷

আরও পড়ুন: আরএসএস ও বিজেপির হিন্দুত্বকরণের প্রচেষ্টা, পাঠ্যপুস্তকে ‘ভারত’ সংক্রান্ত নির্দেশিকায় মত সেলিমের

প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ইতিমধ্যেই রাজ্যসভায় পাঠানো হয়েছে ৷ সিপিআইএময়ের মুখপত্র গণশক্তির ট্রাস্টেরও সদস্য তিনি ৷ এবার সরাসরি দলের রাজ্য কমিটিতে আমন্ত্রিত হিসেবে জায়গা পাচ্ছেন বরিষ্ঠ এই আইনজীবী ৷ অন্যদিকে, অভিযোগ উঠেছিল সিপিআইএময়ের মুখপত্র গণশক্তিতে দীর্ঘদিন ধরে এক অচলাবস্থা চলে আসছে ৷ সেই পরিস্থিতি ঠিক করতে ও সাংগঠনিকভাবে আরও মজবুত করতে এবার সম্পাদক পদে রদবদল পথে হাঁটবে নেতৃত্ব ৷ সেখানে নতুন সম্পাদক হতে চলেছেন প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.