কলকাতা, 12 মে : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনায় আক্রান্ত আরও এক নার্স । তিনি হাসপাতালের SNCU ( সিক নিউবর্ন কেয়ার ইউনিট) বিভাগে ডিউটিতে ছিলেন। এর পাশাপাশি এই হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর শরীরেও কোরোনার সংক্রমণ মিলেছে । অন্যদিকে গতকাল কোরোনামুক্ত হয়ে কলকাতার দুই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 20 জন চিকিৎসক ও নার্স ।
এর আগেও NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের বেশ কয়েকজন নার্স COVID-19 এ আক্রান্ত হয়েছেন । হাসপাতালের CCU-তে ডিউটি করেছেন, এমন নার্সরাও এই তালিকায় রয়েছেন । এবার SNCU বিভাগ । যা নিয়ে উদ্বেগে চিকিৎসকরা । তিনি কীভাবে সংক্রমিত হলেন, তাঁর সংস্পর্শে কতজন এসেছেন, তাঁদের মধ্যে কতজনের ক্ষেত্রে সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে, তাঁর থেকে SNCU-তে চিকিৎসাধীন কোনও শিশুরোগী সংক্রমিত হল কি না, সবটাই খতিয়ে দেখা হচ্ছে । এই নার্সের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন গায়নোকোলজি বিভাগের এক রোগী ও সার্জারি বিভাগের ফিমেল ওয়ার্ডের একজন রোগীর শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে ।
তবে এই উদ্বেগের মধ্যেও স্বস্তির খবর, COVID-19-এ আক্রান্ত 20 জন চিকিৎসক ও নার্স সুস্থ হয়েছেন । তাঁদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছিল কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে ও কয়েকজনের সল্টলেকে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে । গতকালই তাঁদের সকলকে ছুটি দেওয়া হয়েছে ।