ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত বেলেঘাটা ID হাসপাতালের নার্সসহ 3, কোয়ারানটিনে 12

author img

By

Published : May 14, 2020, 7:47 AM IST

বেলেঘাটা ID হাসপাতালের এক নার্স কোরোনায় আক্রান্ত হলেন । তিনি কোরোনা ওয়ার্ড কর্মরত ছিলেন । ওই ওয়ার্ডে কর্মরত চতুর্থ শ্রেণির আরও দুই কর্মীর রিপোর্টেও কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ।

Beleghata ID & BG Hospital
বেলেঘাটা আইডি ও বিজি হাসপাতাল

কলকাতা, 14 মে : স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল । কিন্তু তারপরও বেলেঘাটা ID হাসপাতালের এক নার্স কোরোনায় আক্রান্ত হলেন । তিনি কোরোনা ওয়ার্ড কর্মরত ছিলেন । ওই ওয়ার্ডে কর্মরত চতুর্থ শ্রেণির আরও দুই কর্মীর রিপোর্টেও কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ।

বেলেঘাটা ID হাসপাতাল সূত্রে খবর, সংক্রমিত ওই নার্স খিদিরপুরের বাসিন্দা । তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসার পর আরও সতর্ক হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ । কারণ তাঁদের মতে, প্রোটোকল অনুযায়ী সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল । কিন্তু তারপরও ওই নার্স ও চতুর্থ শ্রেণির দুই কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাই এবার কোনওরকম ঝুঁকি না নিয়ে কোরোনা ওয়ার্ডে কর্মরত এমন 11 জন নার্স ও চতুর্থ শ্রেণির এক কর্মীকে কোয়ারানটিনে রাখা হয়েছে । ইতিমধ্যে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত তাঁদের রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ পাননি । কীভাবে ওই নার্স ও দুই কর্মী সংক্রমিত হলেন তা এখনও জানা যায়নি । তবে, সংক্রমণের উৎস খোঁজার কাজ চলছে ।

অন্যদিকে, মঙ্গলবার SSKM হাসপাতালের এক সিনিয়র চিকিৎসকের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে । হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি SSKM-এ চিকিৎসাধীন ছিলেন । পরে রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়ার পর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা SSKM হাসপাতালের 10 চিকিৎসককে কোয়ারানটিনে রাখা হয়েছে ।

কলকাতা, 14 মে : স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল । কিন্তু তারপরও বেলেঘাটা ID হাসপাতালের এক নার্স কোরোনায় আক্রান্ত হলেন । তিনি কোরোনা ওয়ার্ড কর্মরত ছিলেন । ওই ওয়ার্ডে কর্মরত চতুর্থ শ্রেণির আরও দুই কর্মীর রিপোর্টেও কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ।

বেলেঘাটা ID হাসপাতাল সূত্রে খবর, সংক্রমিত ওই নার্স খিদিরপুরের বাসিন্দা । তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসার পর আরও সতর্ক হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ । কারণ তাঁদের মতে, প্রোটোকল অনুযায়ী সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল । কিন্তু তারপরও ওই নার্স ও চতুর্থ শ্রেণির দুই কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাই এবার কোনওরকম ঝুঁকি না নিয়ে কোরোনা ওয়ার্ডে কর্মরত এমন 11 জন নার্স ও চতুর্থ শ্রেণির এক কর্মীকে কোয়ারানটিনে রাখা হয়েছে । ইতিমধ্যে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত তাঁদের রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ পাননি । কীভাবে ওই নার্স ও দুই কর্মী সংক্রমিত হলেন তা এখনও জানা যায়নি । তবে, সংক্রমণের উৎস খোঁজার কাজ চলছে ।

অন্যদিকে, মঙ্গলবার SSKM হাসপাতালের এক সিনিয়র চিকিৎসকের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে । হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি SSKM-এ চিকিৎসাধীন ছিলেন । পরে রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়ার পর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা SSKM হাসপাতালের 10 চিকিৎসককে কোয়ারানটিনে রাখা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.