ETV Bharat / state

রাজ্যে কোরোনায় আরও 3 চিকিৎসকের মৃত্যু - corona virus news

এর আগে তিন চিকিৎসকের মৃত্যু হয়েছিল কোরোনায় ৷ এবার আরও তিনজনের মৃত্যু হল ৷

কোরোনা
corona
author img

By

Published : Jul 20, 2020, 4:50 AM IST

কলকাতা, 20 জুলাই : কোরোনায় আক্রান্ত আরও তিন প্রবীণ চিকিৎসকের মৃত্যু হল কলকাতায় । এর আগে কলকাতা ও হাওড়া মিলিয়ে তিন চিকিৎসকের মৃত্যু হয়েছিল । তাঁদের মধ্যে একজন ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক । তবে, শুধুমাত্র চিকিৎসকরা নন, এ রাজ্যে COVID-19-এ আক্রান্ত নার্স এবং স্বাস্থ্যকর্মীরও মৃত্যু হয়েছে ।

সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে রবিবার সন্ধেয় COVID-19-এ আক্রান্ত প্রবীণ এক চিকিৎসকের মৃত্যু হয় । সত্তরোর্ধ্ব এই চিকিৎসক কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGME&R)-এর ফিজ়িক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। এই চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল । রবিবার সন্ধেয় তাঁর মৃত্যু হয় ।

গতকাল সত্তরোর্ধ্ব আরও এক চিকিৎসকের কোরোনায় মৃত্যু হয় পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । তিনি RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন ।

কোরোনায় আক্রান্ত আরও এক প্রবীণ চিকিৎসকের চিকিৎসা চলছিল ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে । বছর 70-এর এই চিকিৎসক কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন। শুক্রবার বেলেঘাটার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

কলকাতা, 20 জুলাই : কোরোনায় আক্রান্ত আরও তিন প্রবীণ চিকিৎসকের মৃত্যু হল কলকাতায় । এর আগে কলকাতা ও হাওড়া মিলিয়ে তিন চিকিৎসকের মৃত্যু হয়েছিল । তাঁদের মধ্যে একজন ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক । তবে, শুধুমাত্র চিকিৎসকরা নন, এ রাজ্যে COVID-19-এ আক্রান্ত নার্স এবং স্বাস্থ্যকর্মীরও মৃত্যু হয়েছে ।

সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে রবিবার সন্ধেয় COVID-19-এ আক্রান্ত প্রবীণ এক চিকিৎসকের মৃত্যু হয় । সত্তরোর্ধ্ব এই চিকিৎসক কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGME&R)-এর ফিজ়িক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। এই চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল । রবিবার সন্ধেয় তাঁর মৃত্যু হয় ।

গতকাল সত্তরোর্ধ্ব আরও এক চিকিৎসকের কোরোনায় মৃত্যু হয় পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । তিনি RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন ।

কোরোনায় আক্রান্ত আরও এক প্রবীণ চিকিৎসকের চিকিৎসা চলছিল ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে । বছর 70-এর এই চিকিৎসক কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন। শুক্রবার বেলেঘাটার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.