ETV Bharat / state

বাস স্ট্যান্ড থেকে 6 লাখ টাকার মোবাইল চুরি, ধৃত 3 - ধর্মতলা থেকে 6 কার্টন মোবাইল চুরি

পুলিশ সূত্রে জানা গেছে, ছ'টি কার্টনে 52 টি ফোন ছিল । সেগুলির মোট দাম 5 লাখ 92 হাজার 500 টাকা । লালবাজার সূত্রে খবর, 31 ডিসেম্বর রাত 10 টা থেকে 1 জানুয়ারি ভোর 5 টার মধ্যে ফোনগুলি চুরি হয় । কুরিয়ার সংস্থার মালিক দিলীপ দেবনাথ থানায় অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

arrested
গ্রেপ্তার
author img

By

Published : Jan 14, 2020, 10:49 AM IST

কলকাতা, 14 জানুয়ারি : কলকাতায় মোবাইল ফোন চুরির ঘটনার তদন্তে নেমে এক সংগঠিত অপরাধ চক্রের সন্ধান পেল পুলিশ । এক কুরিয়ার সংস্থার মাধ্যমে গত বছরের ডিসেম্বরে 6 কার্টন মোবাইল ফোন পাঠানো হচ্ছিল পুরুলিয়ায় । কিন্তু তার আগেই ধর্মতলায় SBSTC বাস স্ট্যান্ড থেকে সেগুলি চুরি হয়ে যায় । এই ঘটনায় গতকাল তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্তরা চুরির কথা স্বীকার করেছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, ছ'টি কার্টনে 52 টি ফোন ছিল । সেগুলির মোট দাম 5 লাখ 92 হাজার 500 টাকা । লালবাজার সূত্রে খবর, 31 ডিসেম্বর রাত 10 টা থেকে 1 জানুয়ারি ভোর 5 টার মধ্যে ফোনগুলি চুরি হয় । কুরিয়ার সংস্থার মালিক দিলীপ দেবনাথ থানায় অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধর্মতলায় SBSTC বাস স্ট্যান্ড চত্বরের সবকটি CCTV ফুটেজ খতিয়ে দেখা হয় । পাশাপাশি চুরি হওয়া মোবাইলগুলির উপর IMEI নম্বরের মাধ্য়মে নজরদারি চালাচ্ছিল পুলিশ । বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে পুলিশ এই ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে । তারপর গার্ডেনরিচ, একবালপুর ও ওয়াটগঞ্জ এলাকায় অভিযান চালায় । অভিযানে ধরা পড়ে রামনগর লেনের 55 বছরের আবদুল কাশেম । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় খিদিরপুরের ভূকৈলাস রোডের 52 বছরের সুরেশ সাউ এবং একবালপুরের 26 বছরের মান্তু সাউ এই ঘটনায় জড়িত ।

arrested
উদ্ধার হওয়া মোবাইল ফোন ।

তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের কাছ থেকে 42 টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । এ প্রসঙ্গে যুগ্ম-কমিশনার (অপরাধ) মুরলিধর শর্মা বলেন, "এটা একটা সংগঠিত অপরাধ চক্রের কাজ । ধৃতরা স্বীকার করেছে সে কথা । এই চক্রে জড়িত আছে আরও কিছু লোকজন । তাদের খোঁজ চলছে । উদ্ধার না হওয়া দশটি মোবাইলের খোঁজে তল্লাশি চলছে ।"

কলকাতা, 14 জানুয়ারি : কলকাতায় মোবাইল ফোন চুরির ঘটনার তদন্তে নেমে এক সংগঠিত অপরাধ চক্রের সন্ধান পেল পুলিশ । এক কুরিয়ার সংস্থার মাধ্যমে গত বছরের ডিসেম্বরে 6 কার্টন মোবাইল ফোন পাঠানো হচ্ছিল পুরুলিয়ায় । কিন্তু তার আগেই ধর্মতলায় SBSTC বাস স্ট্যান্ড থেকে সেগুলি চুরি হয়ে যায় । এই ঘটনায় গতকাল তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্তরা চুরির কথা স্বীকার করেছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, ছ'টি কার্টনে 52 টি ফোন ছিল । সেগুলির মোট দাম 5 লাখ 92 হাজার 500 টাকা । লালবাজার সূত্রে খবর, 31 ডিসেম্বর রাত 10 টা থেকে 1 জানুয়ারি ভোর 5 টার মধ্যে ফোনগুলি চুরি হয় । কুরিয়ার সংস্থার মালিক দিলীপ দেবনাথ থানায় অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধর্মতলায় SBSTC বাস স্ট্যান্ড চত্বরের সবকটি CCTV ফুটেজ খতিয়ে দেখা হয় । পাশাপাশি চুরি হওয়া মোবাইলগুলির উপর IMEI নম্বরের মাধ্য়মে নজরদারি চালাচ্ছিল পুলিশ । বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে পুলিশ এই ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে । তারপর গার্ডেনরিচ, একবালপুর ও ওয়াটগঞ্জ এলাকায় অভিযান চালায় । অভিযানে ধরা পড়ে রামনগর লেনের 55 বছরের আবদুল কাশেম । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় খিদিরপুরের ভূকৈলাস রোডের 52 বছরের সুরেশ সাউ এবং একবালপুরের 26 বছরের মান্তু সাউ এই ঘটনায় জড়িত ।

arrested
উদ্ধার হওয়া মোবাইল ফোন ।

তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের কাছ থেকে 42 টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । এ প্রসঙ্গে যুগ্ম-কমিশনার (অপরাধ) মুরলিধর শর্মা বলেন, "এটা একটা সংগঠিত অপরাধ চক্রের কাজ । ধৃতরা স্বীকার করেছে সে কথা । এই চক্রে জড়িত আছে আরও কিছু লোকজন । তাদের খোঁজ চলছে । উদ্ধার না হওয়া দশটি মোবাইলের খোঁজে তল্লাশি চলছে ।"

Intro:কলকাতা, 13 জানুয়ারি: কুরিয়ারে পুরুলিয়া পাঠানো হচ্ছিল 6 কার্টুন মোবাইল ফোন। ধর্মতলা সিবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে পাঠানো হচ্ছিল তা। পুরুলিয়া গামী বাসে পাঠানোর কথা ছিল ওই মোবাইল ফোন। কিন্তু ধর্মতলা বাস স্ট্যান্ড চুরি যায় মোবাইলের কার্টুন। মাথায় হাত পড়ে যায় কুরিয়ার সংস্থার। ইস্টার্ন এক্সপ্রেস কুরিয়ার এন্ড কার্গো নামে ওই সংস্থার মালিক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তারা স্বীকার করে নিয়েছে এটা একটা অরগানাইজড। চক্রটা অনেক বড়।


Body:লালবাজার সূত্রে জানা গেছে, গত 31 ডিসেম্বর রাত 10 টা থেকে 1 জানুয়ারি ভোর পাঁচটার মধ্যে ধর্মতলা বাস স্ট্যান্ডে ঘটে ঘটনা। অপো মোবাইলের ডিস্ট্রিবিউটর ইস্টার্ন এক্সপ্রেস কুরিয়ার এন্ড কার্গোর মাধ্যমে পাঠাচ্ছিল ওই মোবাইল ফোন। ছটি কার্টুনের ছিল মোট 52 টি মোবাইল ফোন। যার বাজার দর 5 লাখ 92 হাজার 500 টাকা। ঘটনায় ওই কুরিয়ার সংস্থার মালিক দিলীপ দেবনাথ দায়ের করেন অভিযোগ। তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধর্মতলা সিবিএসটিসি বাস স্ট্যান্ড চত্বরের সবকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সঙ্গে চুড়ি যাওয়া মোবাইল গুলির আইএমইআই নম্বরে রাখা হচ্ছিল নজরদারি। টেকনলজি, সিসিটিভি ফুটেজ, আগে হিউম্যান সোর্সকে কাজে লাগিয়ে রেড চালানো হয় গার্ডেনরিচ, একবালপুর, ওয়াটগঞ্জ এলাকায়। আর তাতে ধরা পড়ে রামনগর লেনের 55 বছরের আবদুল কাশেম। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় খিদিরপুরের ভূকৈলাশ রোডের 52 বছরের সুরেশ সাউ এবং একবালপুরের 26 বছরের মান্তু সাউয়ের কথা। তাদের কাছে উদ্ধার হয় চুরি যাওয়া 42 টি মোবাইল ফোন।


Conclusion:
এ প্রসঙ্গে যুগ্ম-কমিশনার অপরাধ মুরলিধর শর্মা বলেন, “ এটা একটা অরগানাইজড অপরাধ চক্রের কাজ। ধৃতরা স্বীকার করেছে সে কথা। এই চক্রে জড়িত আছে আরও বেশ কিছু লোকজন। তাদের খোঁজ চলছে। উদ্ধার না হওয়া দশটি মোবাইলেরও খোঁজ চালানো হচ্ছে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.