ETV Bharat / state

82 তম বছরে দেশপ্রিয় পার্কের ভাবনা চালচিত্র - durga puja 2019

তিন মাস ধরে চলছে মণ্ডপসজ্জার কাজ । নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে এসেছেন শিল্পীরা । শিল্পী প্রশান্ত পালের নেতৃত্বে রাতদিন চলছে মণ্ডপসজ্জার কাজ । 82 তম বছরে দেশপ্রিয় সর্বজনীনের ভাবনা চালচিত্র ৷ পটশিল্পের মাধ্যমে শোলার দ্বারা সজ্জিত হবে পুরো মণ্ডপ ৷

ছবি
author img

By

Published : Sep 28, 2019, 7:38 PM IST

Updated : Sep 29, 2019, 12:16 AM IST

কলকাতা : বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বা হাজার হাতের চমক নেই ৷ নতুন কোনও পরীক্ষা-নিরীক্ষা নয় ৷ নেই থিমের আতিশয্যও ৷ এবার বর্তমান সময় থেকে একটু পিছিয়ে গেছে দেশপ্রিয় পার্ক ৷ 82 তম বছরে দেশপ্রিয় পার্কের ভাবনা চালচিত্র ৷ পটশিল্পের মাধ্যমে শোলার দ্বারা সজ্জিত হবে পুরো মণ্ডপ ৷ দেওয়ালে দেওয়ালে তুলে ধরা হবে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গলের চরিত্রগুলি ৷

গত তিন মাস ধরে চলছে মণ্ডপসজ্জার কাজ । নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে এসেছেন শিল্পীরা । শিল্পী প্রশান্ত পালের নেতৃত্বে রাতদিন চলছে মণ্ডপসজ্জার কাজ । মণ্ডপের একদিকে তৈরি হচ্ছে প্রতিমা । প্রতিমা নির্মাণ করছেন কুমোরটুলির প্রদীপ রুদ্র পাল ৷ বলা বাহুল্য, প্রতিমার মধ্যেও রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া । মণ্ডপসজ্জা প্রসঙ্গে পুজোর অন্যতম উদ্যোক্তা অভিষেক দে বিশ্বাস বলেন, "এবার আমরা সময়কে একটু পিছিয়ে নিয়ে গেছি ৷ ফিরে গেছি চালচিত্রের কাজে ৷ বাংলায় নানা সময়ে যে বারোয়াড়ি পুজো হয়েছে, তার নানা চালচিত্র পুরো মণ্ডপজুড়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ৷ পাশাপাশি লোকশিল্পের নানা চিত্রও তুলে ধরা হয়েছে৷ তৎকালীন সময়ের পুজোর দেব-দেবীদের ছবিও আঁকা হয়েছে ৷

image
পটশিল্পের মাধ্যমে শোলার দ্বারা সজ্জিত হবে পুরো মণ্ডপ

এর আগে নিত্যনতুন থিমে বারবার শহরবাসীর মন ভরিয়েছে দেশপ্রিয় পার্ক ৷ এবার হঠাৎ থিম থেকে সাবেকিয়ানায় ফিরে গেলেন তারা ৷ এপ্রসঙ্গে অভিষেক বলেন, "না এরকম কিছু না ৷ একদিক দিয়ে দেখতে গেলে যেটা আমরা করছি, সেটাও একধরনের থিম ৷ আসলে আমাদের দাদু ঠাকুমার সময়ে কীভাবে পুজো হত, আজকের প্রজন্ম সেভাবে তা জানেই না ৷ এবার আমরা সেই সময়ের পুজো ফিরিয়ে এনেছি৷ দেখানোর চেষ্টা করছি,তখন কীভাবে পুজো হত ? কেমন হত মণ্ডপসজ্জা ?"

image
তিন মাস ধরে চলছে মণ্ডপসজ্জার কাজ

চতুর্থীতেই প্রতিমা দর্শনের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে । প্রতিবছর দর্শকদের ঢল নামে দেশপ্রিয়তে৷ অনিবার্য পরিস্থিতিতে 2015 সালে পঞ্চমীর দিনই সাধারণের জন্য বন্ধ করতে হয়েছিল প্রতিমা দর্শন ৷ তাই এবার পুজোয় প্রতিমা দর্শনের ক্ষেত্রে আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছে পুজো কর্তৃপক্ষ ৷ অভিষেক জানান, কলকাতা পুলিশের অফিসাররা নিয়মিত আসছেন ৷ মণ্ডপ পরিদর্শন করছেন ৷ আমরাও আমাদের দিক থেকে সহযোগিতা করছি৷ তাদের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি৷ তাঁদের অশেষ পরিশ্রম রয়েছে ৷ প্রতিবছর আমাদের খুব সাহায্য করেন তাঁরা ৷ এজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ ৷"

কলকাতা : বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বা হাজার হাতের চমক নেই ৷ নতুন কোনও পরীক্ষা-নিরীক্ষা নয় ৷ নেই থিমের আতিশয্যও ৷ এবার বর্তমান সময় থেকে একটু পিছিয়ে গেছে দেশপ্রিয় পার্ক ৷ 82 তম বছরে দেশপ্রিয় পার্কের ভাবনা চালচিত্র ৷ পটশিল্পের মাধ্যমে শোলার দ্বারা সজ্জিত হবে পুরো মণ্ডপ ৷ দেওয়ালে দেওয়ালে তুলে ধরা হবে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গলের চরিত্রগুলি ৷

গত তিন মাস ধরে চলছে মণ্ডপসজ্জার কাজ । নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে এসেছেন শিল্পীরা । শিল্পী প্রশান্ত পালের নেতৃত্বে রাতদিন চলছে মণ্ডপসজ্জার কাজ । মণ্ডপের একদিকে তৈরি হচ্ছে প্রতিমা । প্রতিমা নির্মাণ করছেন কুমোরটুলির প্রদীপ রুদ্র পাল ৷ বলা বাহুল্য, প্রতিমার মধ্যেও রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া । মণ্ডপসজ্জা প্রসঙ্গে পুজোর অন্যতম উদ্যোক্তা অভিষেক দে বিশ্বাস বলেন, "এবার আমরা সময়কে একটু পিছিয়ে নিয়ে গেছি ৷ ফিরে গেছি চালচিত্রের কাজে ৷ বাংলায় নানা সময়ে যে বারোয়াড়ি পুজো হয়েছে, তার নানা চালচিত্র পুরো মণ্ডপজুড়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ৷ পাশাপাশি লোকশিল্পের নানা চিত্রও তুলে ধরা হয়েছে৷ তৎকালীন সময়ের পুজোর দেব-দেবীদের ছবিও আঁকা হয়েছে ৷

image
পটশিল্পের মাধ্যমে শোলার দ্বারা সজ্জিত হবে পুরো মণ্ডপ

এর আগে নিত্যনতুন থিমে বারবার শহরবাসীর মন ভরিয়েছে দেশপ্রিয় পার্ক ৷ এবার হঠাৎ থিম থেকে সাবেকিয়ানায় ফিরে গেলেন তারা ৷ এপ্রসঙ্গে অভিষেক বলেন, "না এরকম কিছু না ৷ একদিক দিয়ে দেখতে গেলে যেটা আমরা করছি, সেটাও একধরনের থিম ৷ আসলে আমাদের দাদু ঠাকুমার সময়ে কীভাবে পুজো হত, আজকের প্রজন্ম সেভাবে তা জানেই না ৷ এবার আমরা সেই সময়ের পুজো ফিরিয়ে এনেছি৷ দেখানোর চেষ্টা করছি,তখন কীভাবে পুজো হত ? কেমন হত মণ্ডপসজ্জা ?"

image
তিন মাস ধরে চলছে মণ্ডপসজ্জার কাজ

চতুর্থীতেই প্রতিমা দর্শনের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে । প্রতিবছর দর্শকদের ঢল নামে দেশপ্রিয়তে৷ অনিবার্য পরিস্থিতিতে 2015 সালে পঞ্চমীর দিনই সাধারণের জন্য বন্ধ করতে হয়েছিল প্রতিমা দর্শন ৷ তাই এবার পুজোয় প্রতিমা দর্শনের ক্ষেত্রে আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছে পুজো কর্তৃপক্ষ ৷ অভিষেক জানান, কলকাতা পুলিশের অফিসাররা নিয়মিত আসছেন ৷ মণ্ডপ পরিদর্শন করছেন ৷ আমরাও আমাদের দিক থেকে সহযোগিতা করছি৷ তাদের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি৷ তাঁদের অশেষ পরিশ্রম রয়েছে ৷ প্রতিবছর আমাদের খুব সাহায্য করেন তাঁরা ৷ এজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ ৷"

Intro:হাজার হাত নয়। এবার সাবেকি পুজো দেশপ্রিয় পার্কের।মঙ্গল কাব‍্যের চরিত্ররা মন্ডপের গায়ে জায়গা করে নিয়েছে। এ বছরই এটাই তাদের অভিনবত্ব। প্রতিমার মধ্যেও থাকছে সাবেকিয়ানার ছোঁয়া।


Body:মনসামঙ্গল চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র গুলি পটশিল্পের মাধ্যমে শোলার দ্বারা সজ্জিত হবে মন্ডপের সর্বত্র। গত তিন মাস ধরে চলছে মণ্ডপসজ্জার কাজ। সুদূর সিঙ্গুর থেকে এসেছেন শিল্পীরা। রাতদিন এক করে চলছে মণ্ডপসজ্জার কাজ। মন্ডপের মধ্যেই তৈরি হচ্ছে প্রতিমা। প্রতিমার মধ্যেও সাবেকিয়ানার ছোঁয়া।
অভিনব শিল্পের নকশায় চতুর্থীতেই খুলে দেওয়া হবে প্রতিমা দর্শনের জন্য মন্ডপ। কলকাতা পুলিশের সহযোগিতায় দর্শনার্থীদের দ্রুত ঠাকুর দেখার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বাংলার লোকশিল্প চিত্রে্র দ্বারা বর্ণিত হয়েছে, কারণ এটাই বাংলার সংস্কৃতি বলে জানালেন অভিষেক দে বিশ্বাস। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী মণ্ডপে প্রবেশ এবং নির্গমনের পথ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


Conclusion:
Last Updated : Sep 29, 2019, 12:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.