ETV Bharat / state

কয়লা পাচার কাণ্ডে এবার সিবিআইয়ের তলব ইসিএলের শীর্ষ অধিকারিককে - সিবিআইয়ের তলব ইসিএলের শীর্ষ অধিকারীকে

তথাগত বসু এখন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার । এর আগে তিনি ছিলেন এর আগে ছিলেন হুগলি জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট । এই মাসের 5 তারিখেই ইটিভি ভারতে প্রকাশিত খবর অনুযায়ী গোরু এবং কয়লা পাচার তন্দন্তে তথাগত বসু ছাড়াও আরও দুই এবং মোট তিনজন আইপিএস অফিসার সহ পশ্চিমবঙ্গের মোট ছয়জন পুলিশ অধিকারকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের অফিসে তলব করে সিবিআই ।

সিবিআইয়ের তলব ইসিএলের শীর্ষ অধিকারীকে
সিবিআইয়ের তলব ইসিএলের শীর্ষ অধিকারীকে
author img

By

Published : Jan 20, 2021, 1:45 PM IST

কলকাতা, 20 জানুয়ারি : রাজ্যে কয়লা পাচার কাণ্ডে এবার ইসিএলের শীর্ষ আধিকারিককে আগামী বৃহস্পতিবার তলব করল সিবিআই । সূত্রের খবর, ইসিএলের সেই শীর্ষ আধিকারিকের নাম- এন কে সাহা । সিবিআই সূত্রের খবর, তাঁকে এর আগেও জেরা করা হয়েছিল । সেবার তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় কীভাবে ইসিএলের শীর্ষ আধিকারিকের নজর এড়িয়ে কয়লা পাচার হচ্ছিল? তাহলে কি কয়লা পাচার কাণ্ডে ইসিএলের শীর্ষ আধিকারিকরাই যুক্ত রয়েছেন ?

সিবিআই সূত্রের খবর, তাঁকে দীর্ঘক্ষণ ধরে জেরা করার পরও সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ফলে, আগামী বৃহস্পতিবার ইসিএলের শীর্ষ আধিকারিক এন কে সাহাকে ফের একবার তলব করল সিবিআই । ইতিমধ্যেই গত সোমবার সকালে কলকাতার নিজ়াম প্যালেসের সিবিআই অফিসে হাজিরা দেন আইপিএস অফিসার তথাগত বসু এবং কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কেন্দ্রীয় তদন্ত সংস্থার । কয়লা পাচার কাণ্ডে এই প্রথম রাজ্যের কোনও আইপিএস অফিসার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ।

তথাগত বসু এখন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার । এর আগে তিনি ছিলেন হুগলি জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট । এই মাসের 5 তারিখেই ইটিভি ভারতে প্রকাশিত খবর অনুযায়ী গোরু এবং কয়লা পাচার তদন্তে তথাগত বসু ছাড়াও আরও দুই এবং মোট তিনজন আইপিএস অফিসারসহ পশ্চিমবঙ্গের মোট ছয়জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের অফিসে তলব করে সিবিআই । তথাগত বসু ছাড়া অপর দুই আইপিএস অফিসারদের একজন হলেন কল্লোল গনাই ৷ যিনি এখন রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ইন্সপেক্টর জেনেরাল পদে কর্মরত । গনাই এর আগে ছিলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল । দ্বিতীয়জন হলেন আসানসোল- দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সদর), অংশুমান সাহা ৷ যিনি এর আগে ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট ।

কলকাতা, 20 জানুয়ারি : রাজ্যে কয়লা পাচার কাণ্ডে এবার ইসিএলের শীর্ষ আধিকারিককে আগামী বৃহস্পতিবার তলব করল সিবিআই । সূত্রের খবর, ইসিএলের সেই শীর্ষ আধিকারিকের নাম- এন কে সাহা । সিবিআই সূত্রের খবর, তাঁকে এর আগেও জেরা করা হয়েছিল । সেবার তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় কীভাবে ইসিএলের শীর্ষ আধিকারিকের নজর এড়িয়ে কয়লা পাচার হচ্ছিল? তাহলে কি কয়লা পাচার কাণ্ডে ইসিএলের শীর্ষ আধিকারিকরাই যুক্ত রয়েছেন ?

সিবিআই সূত্রের খবর, তাঁকে দীর্ঘক্ষণ ধরে জেরা করার পরও সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ফলে, আগামী বৃহস্পতিবার ইসিএলের শীর্ষ আধিকারিক এন কে সাহাকে ফের একবার তলব করল সিবিআই । ইতিমধ্যেই গত সোমবার সকালে কলকাতার নিজ়াম প্যালেসের সিবিআই অফিসে হাজিরা দেন আইপিএস অফিসার তথাগত বসু এবং কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কেন্দ্রীয় তদন্ত সংস্থার । কয়লা পাচার কাণ্ডে এই প্রথম রাজ্যের কোনও আইপিএস অফিসার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ।

তথাগত বসু এখন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার । এর আগে তিনি ছিলেন হুগলি জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট । এই মাসের 5 তারিখেই ইটিভি ভারতে প্রকাশিত খবর অনুযায়ী গোরু এবং কয়লা পাচার তদন্তে তথাগত বসু ছাড়াও আরও দুই এবং মোট তিনজন আইপিএস অফিসারসহ পশ্চিমবঙ্গের মোট ছয়জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের অফিসে তলব করে সিবিআই । তথাগত বসু ছাড়া অপর দুই আইপিএস অফিসারদের একজন হলেন কল্লোল গনাই ৷ যিনি এখন রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ইন্সপেক্টর জেনেরাল পদে কর্মরত । গনাই এর আগে ছিলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল । দ্বিতীয়জন হলেন আসানসোল- দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সদর), অংশুমান সাহা ৷ যিনি এর আগে ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.