কলকাতা, 3 অগস্ট: রাজ্য বিজেপি-র 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার এসপ্ল্যানেডে বিক্ষোভ অবস্থানে বসে বিজেপি মহিলা মোর্চা (BJP Protests at Esplanade)। মহিলা মোর্চার সদস্যরা 'চোর ধরো, জেল ভরো' স্লোগান দিয়ে শুরু করে তাঁদের কর্মসূচি । এদিন এই বিক্ষোভ মঞ্চে রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা অ্যাডভোকেট তিয়াশা বিশ্বাস বলেন, "যে ব্যাপক দুর্নীতির ছবি উঠে আসছে তা দেখে আমরা অবাক হচ্ছি । একদিকে নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি না পেয়ে আন্দোলন করছে ।"
এদিন মহিলা মোর্চার পাশে থেকে আন্দোলনকে আরও চাঙ্গা করতে মঞ্চে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "অনেকেই এবারে দুর্গাপুজো দেখতে পাবেন না । ভেতরে থাকতে হবে । জেলের ভেতরে পুজোর আয়োজন হয়, সেখানে দেখবেন অনেককে আবার ভুবনেশ্বরেও যেতে হবে ।"
আরও পড়ুন: অনেক প্রশ্নের উত্তর জানা বাকি ! আবারও ইডি হেফাজতে পার্থ-অর্পিতা জুটি
তিনি আরও বলেন, "এই কর্মসূচির মূল লক্ষ্য এবং দাবি হল এই যে রাজ্যের শিক্ষক-শিক্ষা কর্মী এবং অন্যান্য স্তরে নিয়োগ দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমাদের স্লোগান চোরেদের ধরো জেলে ভরো এবং চোরেদের রানি তুমি গদি ছাড়ো । এ তো সবে সকাল একেবারে নিচ থেকে তোলা হবে দুর্নীতি । যেখানেই টাকা ঢুকিয়েছেন সব জায়গার থেকে পাতাল খুঁজে বের করব আমরা । আপনাদের সবার অবস্থাই অপার মত হবে । আবারও বলি 24-এ এই বিসর্জন হবে ।"
শুধু শহরেই নয়, বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আগেই যেরকম জানিয়েছিলেন যে যতদিন না পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে ততদিন লাগাতার চলবে তাদের এই কর্মসূচি ।