ETV Bharat / state

টালা ব্রিজ পরিদর্শনে ADG এবং CP, নজরদারিতে বসছে অতিরিক্ত CCTV - There will be more CCTVs in Tala Bridge, informed by Kolkata Police Commissioner.

টালা ব্রিজে নিরাপত্তা বজায় রাখার জন্য বসানো হবে অতিরিক্ত CCTV, জানালেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা

police commissioner
author img

By

Published : Sep 28, 2019, 5:32 PM IST

কলকাতা , 28 সেপ্টেম্বর : টালা ব্রিজে নিরাপত্তা বজায় রাখতে হবে ৷ পুজোর সময় সচল রাখতে হবে শহরের সব রাস্তাও ৷ বিকল্প রাস্তা কম থাকায় কলকাতা পুলিশকে সাহায্য নিতে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের । ওই পথে উত্তর শহরতলির বাসরুট রয়েছে । তাই পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে সামাল দিচ্ছে পরিস্থিতি । আজ রাজ্য পুলিশের ADG ট্রাফিক বিবেক সহায় এবং কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা টালা ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখতে যান । সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিজ দিয়ে ছোট গাড়ি চললেও তা নিয়ন্ত্রণ করা হবে । নজরদারি জোরদার করতে বসানো হচ্ছে অতিরিক্ত CCTV ।

উত্তর কলকাতার একটা বড় অংশ এবং শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু । এই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের জেরে যান চলাচলের বিকল্প রুটের জন্য পুলিশ এবং পরিবহন বিভাগকে তৈরি করতে হয়েছে বিশেষ পরিকল্পনা । বাসগুলিকে পাইকপাড়া থেকে রাজা মণীন্দ্র রোড দিয়ে বেলগাছিয়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিছু বাসকে চিৎপুর রোড দিয়ে বাগবাজার হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে এবং কিছু বাসকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । ব্যবহার করা হচ্ছে বালি ব্রিজ । এছাড়া কিছু বাসকে বালি ব্রিজ হয়ে GT রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন : টালা ব্রিজ : বন্ধ হল পাঁচ সরকারি বাসের রুট, বাকিদের গতিপথ ঘোষণা

আজ কলকাতা পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার টালা ব্রিজ পরিদর্শন করেন । সিদ্ধান্ত হয়েছে নির্দিষ্ট একটি চ্যানেল করে পারাপার করা হবে ছোট গাড়ি । বিকল্প রুটে যাতায়াত নিয়ন্ত্রণে সক্রিয় থাকবে ট্রাফিক বিভাগের কর্মীরা । টালা ব্রিজ-এর দুই পাশে আরও 100 মিটার পর্যন্ত রাস্তায় বসানো হবে অতিরিক্ত CCTV । এ প্রসঙ্গে অনুজ শর্মা বলেন, “ টালা ব্রিজে নজরদারি জোরদার করার জন্য বসানো হবে আরও কিছু CCTV ৷ "

আরও পড়ুন : পুজোর আগে টালা ব্রিজে বন্ধ ভারী যান চলাচল, কাল বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতা , 28 সেপ্টেম্বর : টালা ব্রিজে নিরাপত্তা বজায় রাখতে হবে ৷ পুজোর সময় সচল রাখতে হবে শহরের সব রাস্তাও ৷ বিকল্প রাস্তা কম থাকায় কলকাতা পুলিশকে সাহায্য নিতে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের । ওই পথে উত্তর শহরতলির বাসরুট রয়েছে । তাই পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে সামাল দিচ্ছে পরিস্থিতি । আজ রাজ্য পুলিশের ADG ট্রাফিক বিবেক সহায় এবং কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা টালা ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখতে যান । সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিজ দিয়ে ছোট গাড়ি চললেও তা নিয়ন্ত্রণ করা হবে । নজরদারি জোরদার করতে বসানো হচ্ছে অতিরিক্ত CCTV ।

উত্তর কলকাতার একটা বড় অংশ এবং শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু । এই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের জেরে যান চলাচলের বিকল্প রুটের জন্য পুলিশ এবং পরিবহন বিভাগকে তৈরি করতে হয়েছে বিশেষ পরিকল্পনা । বাসগুলিকে পাইকপাড়া থেকে রাজা মণীন্দ্র রোড দিয়ে বেলগাছিয়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিছু বাসকে চিৎপুর রোড দিয়ে বাগবাজার হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে এবং কিছু বাসকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । ব্যবহার করা হচ্ছে বালি ব্রিজ । এছাড়া কিছু বাসকে বালি ব্রিজ হয়ে GT রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন : টালা ব্রিজ : বন্ধ হল পাঁচ সরকারি বাসের রুট, বাকিদের গতিপথ ঘোষণা

আজ কলকাতা পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার টালা ব্রিজ পরিদর্শন করেন । সিদ্ধান্ত হয়েছে নির্দিষ্ট একটি চ্যানেল করে পারাপার করা হবে ছোট গাড়ি । বিকল্প রুটে যাতায়াত নিয়ন্ত্রণে সক্রিয় থাকবে ট্রাফিক বিভাগের কর্মীরা । টালা ব্রিজ-এর দুই পাশে আরও 100 মিটার পর্যন্ত রাস্তায় বসানো হবে অতিরিক্ত CCTV । এ প্রসঙ্গে অনুজ শর্মা বলেন, “ টালা ব্রিজে নজরদারি জোরদার করার জন্য বসানো হবে আরও কিছু CCTV ৷ "

আরও পড়ুন : পুজোর আগে টালা ব্রিজে বন্ধ ভারী যান চলাচল, কাল বৈঠকে মুখ্যমন্ত্রী

Intro:কলকাতা, 28 সেপ্টেম্বর: টালা ব্রিজে নিয়ন্ত্রণের জেরে পুজোর কলকাতা সচল রাখা নিয়ে রীতিমতো চিন্তায় কলকাতা পুলিশ। বিকল্প রাস্তা কম থাকায় কলকাতা পুলিশকে সাহায্য নিতে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের। ওই পথ দিয়ে উত্তর শহরতলীর বহু বাসরুট রয়েছে। তাই পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সমন্বয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। সেই সূত্রে আজ রাজ্য পুলিশের ADG ট্রাফিক বিবেক সহায় এবং কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা গেলেন টালা ব্রিজের বাস্তব অবস্থা দেখতে। ঠিক হয়েছে ব্রিজ দিয়ে ছোট গাড়ি চললেও তা নিয়ন্ত্রণ করা হবে। একইসঙ্গে নজরদারি চালানোর জন্য বসানো হচ্ছে অতিরিক্ত বেশকিছু সিসিটিভি।Body:উত্তর কলকাতার একটা বড় অংশ এবং শহরতলীর সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু। সেই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের জেরে পুলিশ এবং পরিবহন বিভাগকে তৈরি করতে হয়েছে বড়সড় পরিকল্পনা। সেক্ষেত্রে বাস পাইকপাড়া থেকে রাজা মনীন্দ্র রোড দিয়ে বেলগাছিয়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কিছু অংশ চিৎপুর রোড দিয়ে বাগবাজার হয়ে সেন্টাল এভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কিন্তু সেই রাস্তা সংকীর্ণ হওয়ায় বেশ কিছু বাস বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার করা হচ্ছে বালি ব্রিজ। বালি ব্রিজ দিয়ে জি টি রোড হয়ে ঘোরানো হচ্ছে বেশ কয়েকটি বাস রুট। Conclusion:আজ কলকাতা পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনাররা টালা ব্রিজ পরিদর্শনের পর সিদ্ধান্ত নিয়েছেন, নির্দিষ্ট একটি চ্যানেল করে পারাপার করা হবে ছোট গাড়ি। গাড়ি চলাচলের প্রত্যেকটি পদক্ষেপ লালবাজার থেকে কন্ট্রোল করা হবে। সঙ্গে তালা ব্রিজ ও সক্রিয় থাকবে ট্রাফিক বিভাগের কর্মীরাও। টালা ব্রিজ এর দুই পাশে আরো 100 মিটার পর্যন্ত বসানো হবে অতিরিক্ত সিসিটিভি। এ প্রসঙ্গে অনুজ শর্মা বলেন, “ আমরা নির্দিষ্ট ঠিকানায় তৈরি করে দেবো। আশা করছে পুজোতে নির্বিঘ্নেই আনন্দ করতে পারবেন মানুষ। অতিরিক্ত নজরদারির জন্য বসানো হবে বেশ কিছু সিসিটিভি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.