ETV Bharat / state

No Bar on Abhishek Interrogation: অভিষেককে জিজ্ঞাসাবাদের উপর আপাতত কোনও স্থগিতাদেশ নয় - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের নির্দেশের উপর আপাতত কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট ৷ তবে অভিষেককে এই মামলায় যুক্ত হওয়ার সময় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ।

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট
author img

By

Published : May 8, 2023, 1:08 PM IST

কলকাতা, 8 মে: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশে আপাতত কোনও স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত হতে সময় দিলেন বিচারপতি । আগামী 12 মে এই মামলার শুনানি হবে । তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য জানাতে মামলায় যুক্ত হতে পারবেন ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ দেওয়ার পর, সেই মামলা দুটির বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি চলছে । তাতেই বিচারপতি সোমবার এই নির্দেশ দেন । চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এ দিন বলেন, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শেষ নির্দেশে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তারপরেও সিবিআই কেন অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে না সেই প্রশ্ন তোলেন তিনি ৷

অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, "কুন্তল ঘোষের চিঠি সামনে আসে । তারপরেই একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে দেওয়া হল । মামলাকারীরা আবেদন করছেন, কেন ডাকা হচ্ছে না । কিন্তু আমাদের মামলার কোনও নোটিশ দেওয়া হচ্ছে না ।"

বিচারপতি অমৃতা সিনহা বলেন, "কোনও দোষ না থাকলে তদন্তে সমস্যা কোথায় ? কেউ আইনের ঊর্ধ্বে নন । এই মামলা এবং তদন্তে অনেকের নাম উঠে আসছে, নোটিশ কি সকলে পাচ্ছেন ? নিজের বক্তব্য এসে বলতে হবে । একটা স্পিচ নিয়ে প্রশ্ন উঠছে, সেটায় কোনও সমস্যা না থাকলে সহযোগিতা করতে সমস্যা কোথায় ? আবারও বলছি, কেউ আইনের ঊর্ধ্বে নন ৷"

মামলায় যুক্ত হতে দুটো দিন সময় দেওয়ার জন্য বিচারপতির কাছে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ৷ বিচারপতি তাতে সম্মতি দিয়েছেন । পাশাপাশি সিবিআইয়ের তরফে আবেদন জানানো হয়, সিবিআইয়ের সিট-এর সদস্য ধরমবীর সিং অবসর নিয়েছেন । তাই ওই জায়গায় কল্যাণ ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হোক । অভিজ্ঞতার পাশাপাশি তিনি বাংলা ভাষায় দক্ষ ৷ ফলে জিজ্ঞাসাবাদেও তদন্তে সুবিধা হবে । এই পরিবর্তন আদালতের নির্দেশ ছাড়া সম্ভব না । আদালত নির্দেশ দিয়েছে, ধরমবীরের জায়গায় কল্যাণ ভট্টাচার্য এখন থেকে দায়িত্ব গ্রহণ করবেন ।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, সাময়িক স্বস্তি অভিষেকের

কলকাতা, 8 মে: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশে আপাতত কোনও স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত হতে সময় দিলেন বিচারপতি । আগামী 12 মে এই মামলার শুনানি হবে । তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য জানাতে মামলায় যুক্ত হতে পারবেন ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ দেওয়ার পর, সেই মামলা দুটির বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি চলছে । তাতেই বিচারপতি সোমবার এই নির্দেশ দেন । চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এ দিন বলেন, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শেষ নির্দেশে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তারপরেও সিবিআই কেন অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে না সেই প্রশ্ন তোলেন তিনি ৷

অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, "কুন্তল ঘোষের চিঠি সামনে আসে । তারপরেই একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে দেওয়া হল । মামলাকারীরা আবেদন করছেন, কেন ডাকা হচ্ছে না । কিন্তু আমাদের মামলার কোনও নোটিশ দেওয়া হচ্ছে না ।"

বিচারপতি অমৃতা সিনহা বলেন, "কোনও দোষ না থাকলে তদন্তে সমস্যা কোথায় ? কেউ আইনের ঊর্ধ্বে নন । এই মামলা এবং তদন্তে অনেকের নাম উঠে আসছে, নোটিশ কি সকলে পাচ্ছেন ? নিজের বক্তব্য এসে বলতে হবে । একটা স্পিচ নিয়ে প্রশ্ন উঠছে, সেটায় কোনও সমস্যা না থাকলে সহযোগিতা করতে সমস্যা কোথায় ? আবারও বলছি, কেউ আইনের ঊর্ধ্বে নন ৷"

মামলায় যুক্ত হতে দুটো দিন সময় দেওয়ার জন্য বিচারপতির কাছে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ৷ বিচারপতি তাতে সম্মতি দিয়েছেন । পাশাপাশি সিবিআইয়ের তরফে আবেদন জানানো হয়, সিবিআইয়ের সিট-এর সদস্য ধরমবীর সিং অবসর নিয়েছেন । তাই ওই জায়গায় কল্যাণ ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হোক । অভিজ্ঞতার পাশাপাশি তিনি বাংলা ভাষায় দক্ষ ৷ ফলে জিজ্ঞাসাবাদেও তদন্তে সুবিধা হবে । এই পরিবর্তন আদালতের নির্দেশ ছাড়া সম্ভব না । আদালত নির্দেশ দিয়েছে, ধরমবীরের জায়গায় কল্যাণ ভট্টাচার্য এখন থেকে দায়িত্ব গ্রহণ করবেন ।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, সাময়িক স্বস্তি অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.