ETV Bharat / state

বাংলায় কোনও স্পর্শকাতর বুথ নেই : ফিরহাদ হাকিম - undefined

নির্বাচন কমিশনের কাছে রাজ্যের ভোটকেন্দ্রগুলিকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করার আবেদন জানিয়েছে BJP।

ফিরহাদ হাকিম
author img

By

Published : Mar 14, 2019, 2:05 AM IST

কলকাতা, ১৪ মার্চ : নির্বাচন কমিশনের কাছে রাজ্যের ভোটকেন্দ্রগুলিকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করার আবেদন জানিয়েছে BJP। তবে রাজ্যে স্পর্শকাতর বুথ নেই বলে দাবি করলেন ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশনের কাছে BJP-র এই দাবি নিয়ে ফিরহাদের কাছে জানতে চান সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ফিরহাদ বলেন, "রাজ্যের কোথাও কোনও স্পর্শকাতর বুথ নেই। নাচতে না জানলে উঠোন বাঁকা। আসলে BJP-র পায়ের তলায় মাটি নেই। বাংলায় ওদের কোনও ক্ষমতা নেই। নির্বাচন কমিশনের কাছে বাংলাকে স্পর্শকাতর বলে পশ্চিমবঙ্গের মানুষকে বারবার অপমান করছে BJP।"

তাঁর আরও সংযোজন "চোরের মায়ের বড় গলা। মিডিয়ার উপর নিয়ন্ত্রণ করছে নরেন্দ্র মোদি। বাংলায় এভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হয় না। কেন্দ্রীয় সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে দিয়ে কিছু মিডিয়া হাউজ় কিনিয়ে পরোক্ষভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে।"

নির্বাচন কমিশনকে নিয়ে ফিরহাদ বলেন, "BJP-র কথায় যদি নির্বাচন কমিশন চলে তাহলে বোঝা যাবে কমিশন নিরপেক্ষ নয়। তবে নির্বাচন কমিশন দায়িত্বশীল। তারা ঠিক ভূমিকায় পালন করবে বলে আমাদের বিশ্বাস।"

কলকাতা, ১৪ মার্চ : নির্বাচন কমিশনের কাছে রাজ্যের ভোটকেন্দ্রগুলিকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করার আবেদন জানিয়েছে BJP। তবে রাজ্যে স্পর্শকাতর বুথ নেই বলে দাবি করলেন ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশনের কাছে BJP-র এই দাবি নিয়ে ফিরহাদের কাছে জানতে চান সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ফিরহাদ বলেন, "রাজ্যের কোথাও কোনও স্পর্শকাতর বুথ নেই। নাচতে না জানলে উঠোন বাঁকা। আসলে BJP-র পায়ের তলায় মাটি নেই। বাংলায় ওদের কোনও ক্ষমতা নেই। নির্বাচন কমিশনের কাছে বাংলাকে স্পর্শকাতর বলে পশ্চিমবঙ্গের মানুষকে বারবার অপমান করছে BJP।"

তাঁর আরও সংযোজন "চোরের মায়ের বড় গলা। মিডিয়ার উপর নিয়ন্ত্রণ করছে নরেন্দ্র মোদি। বাংলায় এভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হয় না। কেন্দ্রীয় সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে দিয়ে কিছু মিডিয়া হাউজ় কিনিয়ে পরোক্ষভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে।"

নির্বাচন কমিশনকে নিয়ে ফিরহাদ বলেন, "BJP-র কথায় যদি নির্বাচন কমিশন চলে তাহলে বোঝা যাবে কমিশন নিরপেক্ষ নয়। তবে নির্বাচন কমিশন দায়িত্বশীল। তারা ঠিক ভূমিকায় পালন করবে বলে আমাদের বিশ্বাস।"

Intro:বিজেপিতে যোগদান নিয়ে সব জল্পনা কে শেষ করে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কোন রাজনৈতিক দলে এই মুহূর্তে তিনি যোগদান করছেন না। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 2 মার্চ বিজেপি থেকে তার কাছে ফোন এসেছিল। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি বিজেপি কে জানিয়েছিলেন ভেবে উত্তর জানাবেন। এরপর বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিকে জানিয়ে দিয়েন যে তিনি এই মুহূর্তে বিজেপিতে যোগদান করছেন না। এদিন সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট জানালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।


Body:বৈশাখী বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন রায়চক পাওয়ার ওপর যে দুষ্কৃতী হামলা হয়েছিল তাতে তিনি মর্মাহত। তিনি জানিয়েছেন বিজেপি থেকে ডায়মন হারবার কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন এই খবর রটে গিয়েই এই বিপত্তি ঘটে । এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ওনার মনে হয়েছে সাংবাদিক বৈঠক করে এই মুহূর্তে তার অবস্থান স্পষ্ট পড়া প্রয়োজনীয় তাই আজ তিনি সাংবাদিক বৈঠক করেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 42 টি আসনেই এখন তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। একটি আসনে টিকিট পেলে একটি আসনে শুধু লড়তে পারতেন। এখন ব্লগ লিখে ,সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার পড়তে পারবেন বলেও জানিয়েছেন তিনি। কোন দলের হয়ে প্রচার করবেন সেই নিয়ে প্রশ্ন করলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখনই কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করবেন তা সিদ্ধান্ত নেন নি। বারে বারে বিজেপির কথা বলা হলেও তিনি সিপিআইএমের হয়েও প্রচার করতে পারেন সাংবাদিকদের এমনটাই বললেন প্রাক্তন মেয়র এর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।


Conclusion:এদিন সাংবাদিকদের বলেন আমরা যা করব একসঙ্গে করব। তাই এক্ষূনি বিজেপিতে যোগদান করার কোনো সিদ্ধান্ত হয়নি। সিপিআইএম নেতা সূর্য কান্ত মিশ্র যেভাবে সেদিন রায়চক এর ঘটনায় পাশে এসে দাঁড়িয়েছেন তার কৃতজ্ঞতা স্বীকার করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিনের সাংবাদিক বৈঠকে।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.