ETV Bharat / state

Adhir on Law and Order Situation : হাথরস ও হাঁসখালিতে পার্থক্য নেই, আইনশৃঙ্খলা প্রসঙ্গে মমতাকে একহাত অধীরের

পশ্চিমবঙ্গে এবং উত্তরপ্রদেশের মধ্যে কোনও ফারাক নেই, বিশেষ করে আইনশৃঙ্খলার প্রসঙ্গে (Adhir on Law and Order Situation) ৷ এমনটাই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ৷ তাঁর অভিযোগ হাথরসে যে ঘটনা নাবালিকার সঙ্গে ঘটেছিল ৷ হাঁসখালির ঘটনার ক্ষেত্রে কোনও ফারাক তিনি খুঁজে পাননি বলে জানান বহরমপুরের সাংসদ (Adhir Chowdhury on Hathras and Hanskhali incident) ৷

No Deference Between Hathras and Hanskhali Incident Says Adhir Chowdhury
No Deference Between Hathras and Hanskhali Incident Says Adhir Chowdhury
author img

By

Published : Apr 30, 2022, 9:43 AM IST

কলকাতা, 30 এপ্রিল : হাসরথ এবং হাঁসখালির ঘটনায় কোনও ফারাক নেই ৷ এমনটাই মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury on Hathras and Hanskhali incident) ৷ একইভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যেও কোনও পার্থক্য নেই বলে দাবি অধীরের ৷ শুক্রবার বিধানভবনে সাংবাদিক বৈঠকে এ কথা বলেন তিনি ৷ কারণ, দুই ক্ষেত্রেই রাজ্যের প্রশাসনির প্রধানদের ভূমিকা এক বলে অভিযোগ করেছেন অধীর ৷

রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশকে একসারিতে রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, হাথরসে ধর্ষণের পর নির্যাতিতাকে পুড়িয়ে মারা হয়েছিল ৷ আর হাঁসখালির ঘটনায় তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অধীর ৷ তিনি এও অভিযোগ করেছেন বাংলার মানুষের পুলিশ প্রশাসনের উপর আর ভরসা নেই ৷ তাই সবক্ষেত্রেই সিবিআই এর দ্বারস্থ হতে হচ্ছে ৷ এ দিন বিধানভবনে রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ সেখানে বিজেপি ও তৃণমূলকে একসারির রেখে সমালোটনা করেন অধীর ৷

বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপন সখ্যতা রয়েছে বলে দাবি অধীরের ৷ তাঁর মতে, মমতা এবং মোদির পুরনো সখ্যতাই তৃণমূল ও বিজেপি গোপন আঁতাতের কারণ ৷ আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষে কংগ্রেসমুক্ত ভারত গড়তে মোদিকে সাহায্য করছেন বলে অভিযোগ করেন অধীর চৌধুরী ৷ সেই কারণেই বাংলার বাইরে সংগঠন না থাকলেও, টাকা দিয়ে তৃণমূলের সংগঠন তৈরি করছে এবং ভোটে দাঁড়াচ্ছে ৷ আর এভাবেই কংগ্রেসের ভোট ভাগ করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ গোয়া তার প্রত্যক্ষ উদাহরণ বলে দাবি তাঁর ৷

আরও পড়ুন : Hanskhali Gang Rape: হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের জামিন নাকচ

অধীর এ দিন অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর না সামলে অন্য রাজ্যে নাক গলাচ্ছেন ৷ আর তারই ফল, রাজ্যের প্রাথমিক, উচ্চ-প্রাথমিক, মাদ্রাসার চাকরিপ্রার্থীরা অনশন আন্দোলন শুরু করেছেন ৷ রাজ্যে কর্মসংস্থান না হওয়ার কারণে, সিন্ডিকেট ও তোলাবাজদের দাপট বাড়ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে, কংগ্রেস এ বার পথে নেমে আন্দোলন করবে বলে জানান অধীর ৷ তাই ঈদের পর কংগ্রেস রাজ্যের বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷

কলকাতা, 30 এপ্রিল : হাসরথ এবং হাঁসখালির ঘটনায় কোনও ফারাক নেই ৷ এমনটাই মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury on Hathras and Hanskhali incident) ৷ একইভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যেও কোনও পার্থক্য নেই বলে দাবি অধীরের ৷ শুক্রবার বিধানভবনে সাংবাদিক বৈঠকে এ কথা বলেন তিনি ৷ কারণ, দুই ক্ষেত্রেই রাজ্যের প্রশাসনির প্রধানদের ভূমিকা এক বলে অভিযোগ করেছেন অধীর ৷

রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশকে একসারিতে রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, হাথরসে ধর্ষণের পর নির্যাতিতাকে পুড়িয়ে মারা হয়েছিল ৷ আর হাঁসখালির ঘটনায় তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অধীর ৷ তিনি এও অভিযোগ করেছেন বাংলার মানুষের পুলিশ প্রশাসনের উপর আর ভরসা নেই ৷ তাই সবক্ষেত্রেই সিবিআই এর দ্বারস্থ হতে হচ্ছে ৷ এ দিন বিধানভবনে রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ সেখানে বিজেপি ও তৃণমূলকে একসারির রেখে সমালোটনা করেন অধীর ৷

বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপন সখ্যতা রয়েছে বলে দাবি অধীরের ৷ তাঁর মতে, মমতা এবং মোদির পুরনো সখ্যতাই তৃণমূল ও বিজেপি গোপন আঁতাতের কারণ ৷ আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষে কংগ্রেসমুক্ত ভারত গড়তে মোদিকে সাহায্য করছেন বলে অভিযোগ করেন অধীর চৌধুরী ৷ সেই কারণেই বাংলার বাইরে সংগঠন না থাকলেও, টাকা দিয়ে তৃণমূলের সংগঠন তৈরি করছে এবং ভোটে দাঁড়াচ্ছে ৷ আর এভাবেই কংগ্রেসের ভোট ভাগ করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ গোয়া তার প্রত্যক্ষ উদাহরণ বলে দাবি তাঁর ৷

আরও পড়ুন : Hanskhali Gang Rape: হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের জামিন নাকচ

অধীর এ দিন অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর না সামলে অন্য রাজ্যে নাক গলাচ্ছেন ৷ আর তারই ফল, রাজ্যের প্রাথমিক, উচ্চ-প্রাথমিক, মাদ্রাসার চাকরিপ্রার্থীরা অনশন আন্দোলন শুরু করেছেন ৷ রাজ্যে কর্মসংস্থান না হওয়ার কারণে, সিন্ডিকেট ও তোলাবাজদের দাপট বাড়ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে, কংগ্রেস এ বার পথে নেমে আন্দোলন করবে বলে জানান অধীর ৷ তাই ঈদের পর কংগ্রেস রাজ্যের বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.