ETV Bharat / state

দুর্গা যেন শ্রীরাধিকা, সৃষ্টি সুরের রূপকথায় উলটোডাঙা সংগ্রামী - Ultodanga sangrami club

রাধারমণ দত্তর "ভ্রমর কইও গিয়া" গানের দ্বিতীয় অংশ "নাইয়ারে"-র বিষয়বস্তু নিয়ে এবারের ভাবনা উলটোডাঙা সংগ্রামী ক্লাবের ৷ রাধার আদলে তৈরি হয়েছে দেবী মূর্তি ৷

সৃষ্টি সুরের রূপকথায় উলটোডাঙা সংগ্রামী
author img

By

Published : Oct 2, 2019, 11:07 PM IST

কলকাতা : 2017 সালে গীতিকার রাধারমণ দত্তর "ভ্রমর কইও গিয়া" গানের বিষয়বস্তু নিয়ে পুজো মণ্ডপ তৈরি করেছিল উলটোডাঙা সংগ্রামী ক্লাব ৷ ওই গানের দ্বিতীয় অংশ "নাইয়ারে"-র বিষয়বস্তু নিয়ে তাদের এবারের ভাবনা ৷

মণ্ডপজুড়ে এই ভাবনার রূপদান করেছেন শিল্পী ৷ দেবীমূর্তি এখানে রাধার আদলে তৈরি করা হয়েছে ৷ শ্রীকৃষ্ণ সমুদ্র তরঙ্গের মধ্য দিয়ে এসে পৌঁছাচ্ছেন রাধার কাছে ৷ মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয়েছে মশারির জাল, প্লাস্টিক বোতল, কোথাও বা কাঠের নৌকা ৷

ক্লাব কমিটির জয়েন্ট সেক্রেটারি তুষার সাহা বলেন, "মণ্ডপের মধ্যে মশারির নেট ব্যবহার করা হয়েছে সমুদ্র তরঙ্গ বোঝাতে ৷ শ্রীকৃষ্ণ যখন আসছেন রাধার সঙ্গে দেখা করতে । সমুদ্রে আসার সময় মাঝিকে তাঁদের বিরহের গল্প বলতে বলতে আসছেন । সেই জন্য মণ্ডপে নৌকার ব্যবহার করা হয়েছে । মা দুর্গার রূপ এখানে শ্রীরাধিকার মতো ।"

দেখুন ভিডিয়ো

তিনি আরও বলেন, "সঙ্গীতশিল্পী সুরজিৎ চ্যাটার্জী রাধারমণ দত্তের নাইয়ারে গানটি গেয়েছেন ৷ এই গানটি আমাদের থিম সংগীতও । শিল্পী অভিজিৎ ঘটক এই গানটিকেই মণ্ডপের মাধ্যমে রূপদান করেছেন ।"

কলকাতা : 2017 সালে গীতিকার রাধারমণ দত্তর "ভ্রমর কইও গিয়া" গানের বিষয়বস্তু নিয়ে পুজো মণ্ডপ তৈরি করেছিল উলটোডাঙা সংগ্রামী ক্লাব ৷ ওই গানের দ্বিতীয় অংশ "নাইয়ারে"-র বিষয়বস্তু নিয়ে তাদের এবারের ভাবনা ৷

মণ্ডপজুড়ে এই ভাবনার রূপদান করেছেন শিল্পী ৷ দেবীমূর্তি এখানে রাধার আদলে তৈরি করা হয়েছে ৷ শ্রীকৃষ্ণ সমুদ্র তরঙ্গের মধ্য দিয়ে এসে পৌঁছাচ্ছেন রাধার কাছে ৷ মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয়েছে মশারির জাল, প্লাস্টিক বোতল, কোথাও বা কাঠের নৌকা ৷

ক্লাব কমিটির জয়েন্ট সেক্রেটারি তুষার সাহা বলেন, "মণ্ডপের মধ্যে মশারির নেট ব্যবহার করা হয়েছে সমুদ্র তরঙ্গ বোঝাতে ৷ শ্রীকৃষ্ণ যখন আসছেন রাধার সঙ্গে দেখা করতে । সমুদ্রে আসার সময় মাঝিকে তাঁদের বিরহের গল্প বলতে বলতে আসছেন । সেই জন্য মণ্ডপে নৌকার ব্যবহার করা হয়েছে । মা দুর্গার রূপ এখানে শ্রীরাধিকার মতো ।"

দেখুন ভিডিয়ো

তিনি আরও বলেন, "সঙ্গীতশিল্পী সুরজিৎ চ্যাটার্জী রাধারমণ দত্তের নাইয়ারে গানটি গেয়েছেন ৷ এই গানটি আমাদের থিম সংগীতও । শিল্পী অভিজিৎ ঘটক এই গানটিকেই মণ্ডপের মাধ্যমে রূপদান করেছেন ।"

Intro:উল্টোডাঙ্গা সংগ্রামীর এ বছরের ভাবনা সৃষ্টি সুরের রূপকথায়।


Body:প্রখ্যাত গীতিকার রাধারমণ দত্তের" ভ্রমর কইয়ো গিয়া" গানের দ্বিতীয় অধ্যায় হিসাবে নাইয়ারে বলে একটি গান রয়েছে। সেই গানের যে বিষয়বস্তু পুরো মণ্ডপ জুড়ে সেই ভাবনার রূপদান করেছেন শিল্পী। মোদ্দাকথা দেবীমূর্তি এখানে রাধার আদলে গড়া। শ্রীকৃষ্ণ সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে এসে পৌঁছাচ্ছে রাধার কাছে। এই ভাবনাকে রূপায়ণ করতে শিল্পী ব্যবহার করেছেন, মশারির নেট, প্লাস্টিক বোতল ,কোথাও কাঠের নৌকা।

মণ্ডপের ব্যাপারে সংগ্রামী ক্লাবের সেক্রেটারি তুষার সাহা জানালেন," মন্ডপ এর মধ্যে মশারির নেট ব্যবহার করা হয়েছে সমুদ্র তরঙ্গ কে বোঝাতে। শ্রীকৃষ্ণ যখন আসছে রাধার সঙ্গে দেখা করতে। সমুদ্রে আসার সময় মাঝি কে তাদের বিরহের গল্প বলতে বলতে আসছে। সেই জন্য মন্ডপে নৌকার ব্যবহার করা হয়েছে। মা দুর্গার রূপ এখানে শ্রীরাধিকার মত।"

তুষার বাবু আরো জানালেন ,সঙ্গীতশিল্পী সুরজিৎ চ্যাটার্জী রাধারমণ দত্তের নাইয়ারে বলে যে গানটি রয়েছে সেটি গিয়েছেন এবং এই গানটি আমাদের থিম সঙ্গীত। শিল্পী অভিজিৎ ঘটক এই গানটিকেই মন্ডপ এর মাধ্যমে রূপদান করেছেন। এটা কলকাতায় শুধুমাত্র গতবছর হয়েছিল।
চলতি বছর আবার আমরা সেই চেষ্টা করেছি।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.