কলকাতা, 1 অক্টোবর : টালা ব্রিজে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ । কিন্তু সেতুর কাজের দিকে নজর দিচ্ছে না রেল ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালা ব্রিজ নিয়ে দুষলেন রেলকেই । রবিবার থেকে টালা ব্রিজে বাস এবং ভারী যানবাহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন ৷ সেজন্য বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচটি সরকারি রুটের বাস । সংক্ষিপ্ত করা হয়েছে পাঁচটি সরকারি এবং চারটি বেসরকারি বাসের রুট ৷ ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা ৷ কিন্তু যাত্রীদের দুর্ভোগের জন্য রেলের গাফিলতিকেই দায়ি করলেন মুখ্যমন্ত্রী ৷
আজ মমতা সাংবাদিক বৈঠকে বলেন, '' রেলকে বলা হয়েছে টালা ব্রিজের সমস্যা নিয়ে ৷ মেরামত ও রক্ষণাবেক্ষণের কথাও বলা হয়েছে ৷'' মুখ্যমন্ত্রীর কথায়, ''এদিকে গাড়ি চালানো যাবে না বলা হয়েছে ৷ তবে সেতু তো রেলের ৷ রাস্তাটা PWD ৷ রেল পারছে না কিছু করতে ৷ কিন্তু রেলকে বিষয়টা দেখতে হবে ৷''
এ প্রসঙ্গে মাঝেরহাটে সমস্যার কথাও উল্লেখ করেন মমতা ৷ তাঁর কথায়, ''রেল ও রাজ্য MoU স্বাক্ষর করুক আমি এটা চাই ৷ যেটা যার মেরামতের দরকার, সে সময়মতো সেটাই করলে দুর্ঘটনা ঘটবে না৷''
বাংলা নদীমাতৃক দেশ ৷ পশ্চিমবঙ্গে অসংখ্য সেতু রয়েছে ৷ রেলের উচিত এ বিষয়গুলিতে বিশেষভাবে নজর দেওয়া, এমনটাও আজ বলেন মুখ্যমন্ত্রী৷ সেতুর প্রসঙ্গে বন্যা পরিস্থিতির দিকে নজর রাখার কথাও উল্লেখ করেন মমতা ৷
বিশেষ এই বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ পূর্ত ও পরিবহন দপ্তরের আধিকারিকরা ।