ETV Bharat / state

বাস চলবে না টালা ব্রিজে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

টালা ব্রিজে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বাস চলাচল ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 1, 2019, 3:03 PM IST

Updated : Oct 1, 2019, 5:52 PM IST

কলকাতা, 1 অক্টোবর : টালা ব্রিজে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ । কিন্তু সেতুর কাজের দিকে নজর দিচ্ছে না রেল ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালা ব্রিজ নিয়ে দুষলেন রেলকেই । রবিবার থেকে টালা ব্রিজে বাস এবং ভারী যানবাহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন ৷ সেজন্য বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচটি সরকারি রুটের বাস । সংক্ষিপ্ত করা হয়েছে পাঁচটি সরকারি এবং চারটি বেসরকারি বাসের রুট ৷ ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা ৷ কিন্তু যাত্রীদের দুর্ভোগের জন্য রেলের গাফিলতিকেই দায়ি করলেন মুখ্যমন্ত্রী ৷

আজ মমতা সাংবাদিক বৈঠকে বলেন, '' রেলকে বলা হয়েছে টালা ব্রিজের সমস্যা নিয়ে ৷ মেরামত ও রক্ষণাবেক্ষণের কথাও বলা হয়েছে ৷'' মুখ্যমন্ত্রীর কথায়, ''এদিকে গাড়ি চালানো যাবে না বলা হয়েছে ৷ তবে সেতু তো রেলের ৷ রাস্তাটা PWD ৷ রেল পারছে না কিছু করতে ৷ কিন্তু রেলকে বিষয়টা দেখতে হবে ৷''

এ প্রসঙ্গে মাঝেরহাটে সমস্যার কথাও উল্লেখ করেন মমতা ৷ তাঁর কথায়, ''রেল ও রাজ্য MoU স্বাক্ষর করুক আমি এটা চাই ৷ যেটা যার মেরামতের দরকার, সে সময়মতো সেটাই করলে দুর্ঘটনা ঘটবে না৷''

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালা ব্রিজ নিয়ে দুষলেন রেলকেই ।

বাংলা নদীমাতৃক দেশ ৷ পশ্চিমবঙ্গে অসংখ্য সেতু রয়েছে ৷ রেলের উচিত এ বিষয়গুলিতে বিশেষভাবে নজর দেওয়া, এমনটাও আজ বলেন মুখ্যমন্ত্রী৷ সেতুর প্রসঙ্গে বন্যা পরিস্থিতির দিকে নজর রাখার কথাও উল্লেখ করেন মমতা ৷

বিশেষ এই বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ পূর্ত ও পরিবহন দপ্তরের আধিকারিকরা ।

কলকাতা, 1 অক্টোবর : টালা ব্রিজে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ । কিন্তু সেতুর কাজের দিকে নজর দিচ্ছে না রেল ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালা ব্রিজ নিয়ে দুষলেন রেলকেই । রবিবার থেকে টালা ব্রিজে বাস এবং ভারী যানবাহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন ৷ সেজন্য বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচটি সরকারি রুটের বাস । সংক্ষিপ্ত করা হয়েছে পাঁচটি সরকারি এবং চারটি বেসরকারি বাসের রুট ৷ ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা ৷ কিন্তু যাত্রীদের দুর্ভোগের জন্য রেলের গাফিলতিকেই দায়ি করলেন মুখ্যমন্ত্রী ৷

আজ মমতা সাংবাদিক বৈঠকে বলেন, '' রেলকে বলা হয়েছে টালা ব্রিজের সমস্যা নিয়ে ৷ মেরামত ও রক্ষণাবেক্ষণের কথাও বলা হয়েছে ৷'' মুখ্যমন্ত্রীর কথায়, ''এদিকে গাড়ি চালানো যাবে না বলা হয়েছে ৷ তবে সেতু তো রেলের ৷ রাস্তাটা PWD ৷ রেল পারছে না কিছু করতে ৷ কিন্তু রেলকে বিষয়টা দেখতে হবে ৷''

এ প্রসঙ্গে মাঝেরহাটে সমস্যার কথাও উল্লেখ করেন মমতা ৷ তাঁর কথায়, ''রেল ও রাজ্য MoU স্বাক্ষর করুক আমি এটা চাই ৷ যেটা যার মেরামতের দরকার, সে সময়মতো সেটাই করলে দুর্ঘটনা ঘটবে না৷''

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালা ব্রিজ নিয়ে দুষলেন রেলকেই ।

বাংলা নদীমাতৃক দেশ ৷ পশ্চিমবঙ্গে অসংখ্য সেতু রয়েছে ৷ রেলের উচিত এ বিষয়গুলিতে বিশেষভাবে নজর দেওয়া, এমনটাও আজ বলেন মুখ্যমন্ত্রী৷ সেতুর প্রসঙ্গে বন্যা পরিস্থিতির দিকে নজর রাখার কথাও উল্লেখ করেন মমতা ৷

বিশেষ এই বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ পূর্ত ও পরিবহন দপ্তরের আধিকারিকরা ।

Intro:কলকাতা , ১ অক্টোবর: টালা সহ একাধিক ব্রিজের খারাপ অবস্থা নিয়ে রেলকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও জায়গায় ঠিক ঠাক ভাবে রক্ষণাবক্ষেণ করতে পারছে না রেল। বার বার চিঠি দেওয়া সত্তেও কোনও মনিটরিং করে না। রেলের সঙ্গে রাজ্যের একটি মউ চুক্তি হওয়া প্রয়োজন। রেল এবং রাজ্য একে অপরের সঙ্গে সহযোগিতা করবে। যেখানে যখন দরকার সেখানে মেরামতি করবে। রক্ষণাবক্ষেণ করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়ে দেন আগামী ১২ অক্টোবর পর্যন্ত টালা ব্রিজে বাস চলবে না। ছোট গাড়ি চলবে।
1.


Body:প্রাথমিক কপি ইন্ট্রোতে


Conclusion:উঊঊ
Last Updated : Oct 1, 2019, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.