কলকাতা, 12 মার্চ : ভেঙে পড়ল সল্টলেকের PNT কোয়ার্টারের জলের ট্যাঙ্ক । 1980 সালে এই ট্যাঙ্কটি তৈরি হয় । রক্ষণাবেক্ষণের অভাবে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন কোয়ার্টারের বাসিন্দারা । কোনও হতাহতের খবর নেই ।
আজ সকালে সল্টলেকে CC ব্লকের PNT কোয়ার্টারে রিজ়ার্ভয়ারে জল ভরা হচ্ছিল । সেই সময়ই ওভারহেড জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । বিকট শব্দে সবাই কোয়ার্টার থেকে বেরিয়ে পড়েন । দুটি ট্যাঙ্কের মধ্যে একটি ট্যাঙ্ক ততক্ষণে ধূলিসাৎ । ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন ও বিধাননগর উত্তর থানার পুলিশ আসে ।
স্থানীয়দের দাবি, এই জলের ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে BSNL ও পোস্টাল ডিপার্টমেন্ট । তারা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করত না । যার ফলে এই বিপত্তি । TNT কোয়ার্টারের ট্যাঙ্ক ভেঙে পড়ায় বাসিন্দাদের জল সংকট বাড়ল ।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর তুলসী সিনহা রায় বলেন, "যে মুহূর্তে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, আমায় স্থানীয়রা জানিয়েছেন । আমি বিধায়ক সুজিত বসুকে জানিয়েছি । তিনি সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন । যদি কোনও মানুষ চাপা পড়েন, সেক্ষেত্রে তাঁকে উদ্ধার করতে হবে । আমরা চেষ্টা করব স্থানীয়দের পাশে থাকার । যদি জল সমস্যা তৈরি হয় সেক্ষেত্রেও আমরা জলের ব্যবস্থা করব । স্থায়ী সমাধান যদিও এটা নয় । রক্ষণাবেক্ষণের গাফিলতি হচ্ছে, যারা দায়িত্বে আছে তাদের বারবার বলছি নজর দিন । "