ETV Bharat / state

কাটমানি নেওয়ার অভিযোগ, পদ হারালেন সোনারপুরের ভাইস চেয়ারপার্সন - municipality

কাটমানি নেওয়ার অভিযোগে পদ হারালেন রাজপুর সোনারপুর পৌরসভার ভাইস চেয়ারপার্সন শান্তা সরকার। আজ এক সার্কুলার জারি করে তাঁকে সরিয়ে দেন চেয়ারম্যান পল্লবকান্তি দাস । উল্লেখ্য, শান্তা সরকার কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চ্যাটার্জির ঘনিষ্ঠ ।

শান্তা সরকার
author img

By

Published : Jun 22, 2019, 8:18 PM IST

Updated : Jun 22, 2019, 11:19 PM IST

সোনারপুর, 22 জুন : সরকারি প্রকল্পের কাটমানি ইশুতে এখন রাজ্যজুড়ে শাসক দলের নেতাদের ঘিরে ক্ষোভ বিক্ষোভ চলছে । কাটমানি ফেরৎ পেতে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা সামনে আসছে । এই পরিস্থিতিতে কাটমানি নেওয়ার অভিযোগে পদ হারালেন রাজপুর সোনারপুর পৌরসভার ভাইস চেয়ারপার্সন । আজ এক সার্কুলার জারি করে ভাইস চেয়ারপার্সন শান্তা সরকারকে সরিয়ে দেন চেয়ারম্যান পল্লবকান্তি দাস ।

তৃণমূল সূত্রে খবর, শান্তা সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়া থেকে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা সহ একাধিক অভিযোগ উঠেছিল । লোকসভা নির্বাচনের আগেই তাঁর নামে নানা অভিযোগ জমা পড়েছিল দলীয় নেতৃত্বের কাছে । পৌরসভার চেয়ারম্যান পারিষদ অমিতাভ চৌধুরি বলেন, "এই সিদ্ধান্তের ফলে পৌরসভা আরও ভালো কাজ করে করতে পারবে । মানুষ আরও ভালো পরিষেবা পাবে । এটি পৌরপ্রধানের ও দলীয় সিদ্ধান্ত ।" দল ভালো বুঝেছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি ৷

ভিডিয়োয় শুনুন অমিতাভবাবু বক্তব্য

শান্তা সরকার বলেন, "এইরকম কোনও সার্কুলার আমি পাইনি । তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না ।" তবে পৌরসভা সূত্রে জানা গেছে, এই সার্কুলার পরে তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ।

সোনারপুর, 22 জুন : সরকারি প্রকল্পের কাটমানি ইশুতে এখন রাজ্যজুড়ে শাসক দলের নেতাদের ঘিরে ক্ষোভ বিক্ষোভ চলছে । কাটমানি ফেরৎ পেতে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা সামনে আসছে । এই পরিস্থিতিতে কাটমানি নেওয়ার অভিযোগে পদ হারালেন রাজপুর সোনারপুর পৌরসভার ভাইস চেয়ারপার্সন । আজ এক সার্কুলার জারি করে ভাইস চেয়ারপার্সন শান্তা সরকারকে সরিয়ে দেন চেয়ারম্যান পল্লবকান্তি দাস ।

তৃণমূল সূত্রে খবর, শান্তা সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়া থেকে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা সহ একাধিক অভিযোগ উঠেছিল । লোকসভা নির্বাচনের আগেই তাঁর নামে নানা অভিযোগ জমা পড়েছিল দলীয় নেতৃত্বের কাছে । পৌরসভার চেয়ারম্যান পারিষদ অমিতাভ চৌধুরি বলেন, "এই সিদ্ধান্তের ফলে পৌরসভা আরও ভালো কাজ করে করতে পারবে । মানুষ আরও ভালো পরিষেবা পাবে । এটি পৌরপ্রধানের ও দলীয় সিদ্ধান্ত ।" দল ভালো বুঝেছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি ৷

ভিডিয়োয় শুনুন অমিতাভবাবু বক্তব্য

শান্তা সরকার বলেন, "এইরকম কোনও সার্কুলার আমি পাইনি । তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না ।" তবে পৌরসভা সূত্রে জানা গেছে, এই সার্কুলার পরে তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ।


Mumbai, June 22 (ANI): Ahead of assembly elections in Maharasthra, Chief Minister Devendra Fadnavis held a meeting with district and state level party office bearers. Union Minister Raosaheb Danve was also present in the meeting. Elections will be held in Maharashtra later this year.
Last Updated : Jun 22, 2019, 11:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.