কলকাতা, 28 ডিসেম্বর: হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পুনরায় চালু করতে চলেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন । আগামী 4 জানুয়ারি থেকে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে প্রার্থীদের নথি যাচাই শুরু করবে কমিশন । আজ এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে । নথি যাচাই প্রক্রিয়া পুরোপুরি অনলাইন মাধ্যমে হবে ।
2016 সাল থেকে চলে আসা আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে পুনরায় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । সেই নির্দেশে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ শুরু ও শেষ করার জন্য সময়সীমাও নির্ধারণ করা হয়েছে । সেইমতো 4 জানুয়ারি থেকেই আপারের নথি যাচাইয়ের সিদ্ধান্ত আগেই নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন । পাশাপাশি, কোরোনা পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে নয়, অনলাইনে নথি যাচাই করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এবার সেই প্রক্রিয়া চালু করতে চলেছে কমিশন ।
আজ কমিশনের তরফে নথি যাচাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 11 ডিসেম্বর হাইকোর্টের দেওয়া নির্দেশ মেনে আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য অনলাইন মাধ্যমে নথি যাচাই প্রক্রিয়া 2021 সালের 4 জানুয়ারি থেকে শুরু হবে । সহকারী শিক্ষক পদের জন্য আবেদনকারী সকল প্রার্থীকে প্রয়োজনীয় নথি কমিশনের ওয়েবসাইট www westbengalssc.com -এ পিডিএফ ফরম্যাটে আপলোড করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে । প্রার্থীরা 4 থেকে 20 জানুয়ারি সন্ধে 6টা পর্যন্ত নথি আপলোড করতে পারবেন । যদি কোনও প্রার্থী সংশ্লিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় সব নথি আপলোড না করেন তাহলে তাঁকে অনুপস্থিত বলে ধরে নেওয়া হবে ।
আরও পড়ুন :- আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে
প্রয়োজনীয় নথির তালিকা:
- ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড/পাসপোর্ট/আধার কার্ড
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- মাধ্যমিকের মার্কশিট
- উচ্চমাধ্যমিকের মার্কশিট
- স্নাতকের সব মার্কশিট
- প্রফেশনাল কোয়ালিফিকেশনের সব মার্কশিট
- কাস্ট সার্টিফিকেট, যদি থাকে
- একটি সাম্প্রতিক সময়ের স্ট্যাম্প সাইজের রঙিন ছবি