কলকাতা, 31 জুলাই : অগাস্টের প্রথম সপ্তাহে চালু হতে পারে বউবাজারের ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ । এখনও পর্যন্ত এমনই পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷
চলতি মাসের মাঝামাঝি বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজে কর্মরত 14 জনেরও বেশি কর্মী, ইঞ্জিনিয়ার ও সুপারভাইজ়ারের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া যায় । এর ফলে বন্ধ হয়ে যায় সুড়ঙ্গের কাজ । যদিও চলতি মাসেই আবার কাজ শুরু হওয়ার কথা ছিল । তবে সংক্রমণের আশঙ্কায় সেই কাজ শুরু করা যায়নি বলে জানায় কর্তৃপক্ষ । কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) এর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, "সমাজিক দূরত্ব ও সমস্ত সরকারি স্বাস্থ্যবিধি মেনেই আবার শুরু হতে চলেছে কাজ । তবে এবার অনেক কম সংখ্যক কর্মী নিয়ে কাজ হবে । সপ্তাহখানেকের মধ্যেই আবার কাজ শুরু হয়ে যাবে । ইতিমধ্যেই বেশ কয়েক দফায় পুরো সুড়ঙ্গটি স্যানিটাইজ় করা হয়েছে । মোট কর্মীদের ছোটো ছোটো দলে ভাগ করা হবে । সবকটি দলের কাজের দিন ভাগ করে দেওয়া হবে । "
তিনি আরও বলেন, যাঁদের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া গেছে KMRCL এর তরফে তাঁদের চিকিৎসা করানো হবে । এছাড়াও যে কর্মীদের শরীরে সংক্রমণ পাওয়া গেছে তাঁদের সঙ্গে বাকি যাঁরা কাজ করেছিলেন তাঁদেরও ব়্যাপিড টেস্ট চলছে । বাকিদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে । কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, গ্লাভস, শু-কভার পরছেন ৷ পাশাপাশি বজায় রেখেছেন বিভিন্ন সতর্কতা ৷ সম্প্রতি, সংক্রমণের আশঙ্কায় ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রধান দপ্তর বন্ধ রেখে চলে স্যানিটাইজ়েশনের কাজ । তবে এখন মনে করা হচ্ছে যে সময়ের মধ্যে বউবাজার অঞ্চলের কাজ শেষ করার কথা ছিল সেই সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না ।