কলকাতা, 24 এপ্রিল : আর পাঁচটা মানুষের মতো তারা তাদের অনুভূতি সবার সঙ্গে ভাগ করে নিতে পারে না । পারিপার্শ্বিক পরিস্থিতি তাদের সেভাবে ভাবায় না । আনন্দ, দুঃখগুলো তাদের হাতের মুঠোতেই বন্দী । এই শক্ত মুঠো খুলে তাদের জীবন হাসিতে ভরিয়ে দিতেই পাশে এসে দাঁড়িয়েছেন ডাঃ অদিতি বন্দ্যোপাধ্যায় । তিনি এইসব বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে মেয়েদের দিচ্ছেন ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি ।
অদিতি বন্দ্যোপাধ্যায় পেশায় সরকারি চিকিৎসক । বিদেশে থাকাকালীন তিনি বিভিন্ন ধরনের শিশু রোগ নিয়ে পড়াশুনো করেন । তখন তিনি এই ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপির বিষয়ে জানতে পারেন । দেশে ফিরেই তিনি DMT-র মাধ্যমে এইসব ছেলেমেয়েদের এই থেরাপি দেওয়া শুরু করেন । এইসব ছেলেমেয়ের মধ্যে কারও আছে অটিজ়ম, কেউ বা ডাউন সিনড্রোম যুক্ত, আবার কারও বা আছে অবসিসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (OCD)।
DMT কী ?
DMT একটি সাইকোথেরাপিউটিক পদ্ধতি। এই বিশেষ ধরনের নাচের সাহায্যে একজন তার হাঁটাচলা, স্বাভাবিক বুদ্ধির বিকাশ এবং নিজের আবেগগুলি বুঝতে ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ।
ডাঃ অদিতি বন্দ্যোপাধ্যায় বলেন, "এই থেরাপির মাধ্যমে তাদের সচেতনতা বাড়ানো হয় । তাদের নিজেদের শরীরের উপরে কন্ট্রোল আনতে সাহায্য করে ।" একজন অভিভাবক গৌর মুখোপাধ্যায় বলেন, "আমার ছেলের যখন বয়স দু'বছর তখন জানতে পারি যে ওর অটিজ়ম আছে । আমার ছেলে এখানে DMT শিখছে প্রায় এক বছর হল । ইতিমধ্যেই ওর অনেকটা উন্নতি হয়েছে । আগে আমার ছেলের ওর নিজের শরীরের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না তবে এখন ও নিজের শরীরকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে ।"
অটিজ়ম, ডাউন সিনড্রোম, OCD কী ?
অটিজ়ম স্পেকট্রাম ডিসঅর্ডার হল এক ধরনের মানসিক বিকাশ ঘটিত সমস্যা । স্নায়ুতন্ত্রের পরিপূর্ণ বিকাশ না হলে এই ধরনের রোগ দেখা যায় । শিশু বয়সেই এই রোগ প্রকাশ পায় । এর ফলে শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না ।
ডাউন সিনড্রোম হল একটি ক্রোমোজ়োমের ডিসঅর্ডার । এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় । OCD একটি সাধারণ স্নায়বিক সমস্যা । একধরনের মানসিক রোগ এটি । অনেকের মধ্যেই এই রোগ দেখা যায় । বিভিন্নরকম অস্বাভাবিক চিন্তা করে এইসব রোগীরা ।
এইসব রোগীরা নিজেদের বুঝতে পারে, আরও মানুষের সঙ্গে মিশতে পারে এই DMT-র মাধ্যমে । শুধুমাত্র নাচ বা গান নয়। যোগব্যায়াম, ধ্যান, ছড়া, গল্প ও খেলার মাধ্যমে এই থেরাপি চলে । ধীরে ধীরে তারা নিজেদের মনের ভাব প্রকাশ করতে অনেকটা সক্ষম হয় । পাশাপাশি চলে অন্যান্য চিকিৎসাও ।