ETV Bharat / state

নাচে গানে ছন্দে চিকিৎসা অটিজ়ম, ডাউন সিনড্রোমের রোগীদের - down syndrome

বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের ডাঃ অদিতি বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি । বিদেশে থাকাকালীন তিনি বিভিন্ন ধরনের শিশু রোগ নিয়ে পড়াশুনো করেন । তখন তিনি এই ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপির বিষয়ে জানতে পারেন । দেশে ফিরেই তিনি DMT-র মাধ্যমে এইসব ছেলে মেয়েদের এই থেরাপি দেওয়া শুরু করেন ।

d
author img

By

Published : Apr 24, 2019, 11:51 PM IST

Updated : May 8, 2019, 3:53 PM IST

কলকাতা, 24 এপ্রিল : আর পাঁচটা মানুষের মতো তারা তাদের অনুভূতি সবার সঙ্গে ভাগ করে নিতে পারে না । পারিপার্শ্বিক পরিস্থিতি তাদের সেভাবে ভাবায় না । আনন্দ, দুঃখগুলো তাদের হাতের মুঠোতেই বন্দী । এই শক্ত মুঠো খুলে তাদের জীবন হাসিতে ভরিয়ে দিতেই পাশে এসে দাঁড়িয়েছেন ডাঃ অদিতি বন্দ্যোপাধ্যায় । তিনি এইসব বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে মেয়েদের দিচ্ছেন ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি ।

অদিতি বন্দ্যোপাধ্যায় পেশায় সরকারি চিকিৎসক । বিদেশে থাকাকালীন তিনি বিভিন্ন ধরনের শিশু রোগ নিয়ে পড়াশুনো করেন । তখন তিনি এই ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপির বিষয়ে জানতে পারেন । দেশে ফিরেই তিনি DMT-র মাধ্যমে এইসব ছেলেমেয়েদের এই থেরাপি দেওয়া শুরু করেন । এইসব ছেলেমেয়ের মধ্যে কারও আছে অটিজ়ম, কেউ বা ডাউন সিনড্রোম যুক্ত, আবার কারও বা আছে অবসিসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (OCD)।

DMT কী ?

DMT একটি সাইকোথেরাপিউটিক পদ্ধতি। এই বিশেষ ধরনের নাচের সাহায্যে একজন তার হাঁটাচলা, স্বাভাবিক বুদ্ধির বিকাশ এবং নিজের আবেগগুলি বুঝতে ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ।

ভিডিয়োয় শুনুন অদিতি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

ডাঃ অদিতি বন্দ্যোপাধ্যায় বলেন, "এই থেরাপির মাধ্যমে তাদের সচেতনতা বাড়ানো হয় । তাদের নিজেদের শরীরের উপরে কন্ট্রোল আনতে সাহায্য করে ।" একজন অভিভাবক গৌর মুখোপাধ্যায় বলেন, "আমার ছেলের যখন বয়স দু'বছর তখন জানতে পারি যে ওর অটিজ়ম আছে । আমার ছেলে এখানে DMT শিখছে প্রায় এক বছর হল । ইতিমধ্যেই ওর অনেকটা উন্নতি হয়েছে । আগে আমার ছেলের ওর নিজের শরীরের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না তবে এখন ও নিজের শরীরকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে ।"

অটিজ়ম, ডাউন সিনড্রোম, OCD কী ?

অটিজ়ম স্পেকট্রাম ডিসঅর্ডার হল এক ধরনের মানসিক বিকাশ ঘটিত সমস্যা । স্নায়ুতন্ত্রের পরিপূর্ণ বিকাশ না হলে এই ধরনের রোগ দেখা যায় । শিশু বয়সেই এই রোগ প্রকাশ পায় । এর ফলে শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না ।

ডাউন সিনড্রোম হল একটি ক্রোমোজ়োমের ডিসঅর্ডার । এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় । OCD একটি সাধারণ স্নায়বিক সমস্যা । একধরনের মানসিক রোগ এটি । অনেকের মধ্যেই এই রোগ দেখা যায় । বিভিন্নরকম অস্বাভাবিক চিন্তা করে এইসব রোগীরা ।

এইসব রোগীরা নিজেদের বুঝতে পারে, আরও মানুষের সঙ্গে মিশতে পারে এই DMT-র মাধ্যমে । শুধুমাত্র নাচ বা গান নয়। যোগব্যায়াম, ধ্যান, ছড়া, গল্প ও খেলার মাধ্যমে এই থেরাপি চলে । ধীরে ধীরে তারা নিজেদের মনের ভাব প্রকাশ করতে অনেকটা সক্ষম হয় । পাশাপাশি চলে অন্যান্য চিকিৎসাও ।

কলকাতা, 24 এপ্রিল : আর পাঁচটা মানুষের মতো তারা তাদের অনুভূতি সবার সঙ্গে ভাগ করে নিতে পারে না । পারিপার্শ্বিক পরিস্থিতি তাদের সেভাবে ভাবায় না । আনন্দ, দুঃখগুলো তাদের হাতের মুঠোতেই বন্দী । এই শক্ত মুঠো খুলে তাদের জীবন হাসিতে ভরিয়ে দিতেই পাশে এসে দাঁড়িয়েছেন ডাঃ অদিতি বন্দ্যোপাধ্যায় । তিনি এইসব বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে মেয়েদের দিচ্ছেন ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি ।

অদিতি বন্দ্যোপাধ্যায় পেশায় সরকারি চিকিৎসক । বিদেশে থাকাকালীন তিনি বিভিন্ন ধরনের শিশু রোগ নিয়ে পড়াশুনো করেন । তখন তিনি এই ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপির বিষয়ে জানতে পারেন । দেশে ফিরেই তিনি DMT-র মাধ্যমে এইসব ছেলেমেয়েদের এই থেরাপি দেওয়া শুরু করেন । এইসব ছেলেমেয়ের মধ্যে কারও আছে অটিজ়ম, কেউ বা ডাউন সিনড্রোম যুক্ত, আবার কারও বা আছে অবসিসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (OCD)।

DMT কী ?

DMT একটি সাইকোথেরাপিউটিক পদ্ধতি। এই বিশেষ ধরনের নাচের সাহায্যে একজন তার হাঁটাচলা, স্বাভাবিক বুদ্ধির বিকাশ এবং নিজের আবেগগুলি বুঝতে ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ।

ভিডিয়োয় শুনুন অদিতি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

ডাঃ অদিতি বন্দ্যোপাধ্যায় বলেন, "এই থেরাপির মাধ্যমে তাদের সচেতনতা বাড়ানো হয় । তাদের নিজেদের শরীরের উপরে কন্ট্রোল আনতে সাহায্য করে ।" একজন অভিভাবক গৌর মুখোপাধ্যায় বলেন, "আমার ছেলের যখন বয়স দু'বছর তখন জানতে পারি যে ওর অটিজ়ম আছে । আমার ছেলে এখানে DMT শিখছে প্রায় এক বছর হল । ইতিমধ্যেই ওর অনেকটা উন্নতি হয়েছে । আগে আমার ছেলের ওর নিজের শরীরের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না তবে এখন ও নিজের শরীরকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে ।"

অটিজ়ম, ডাউন সিনড্রোম, OCD কী ?

অটিজ়ম স্পেকট্রাম ডিসঅর্ডার হল এক ধরনের মানসিক বিকাশ ঘটিত সমস্যা । স্নায়ুতন্ত্রের পরিপূর্ণ বিকাশ না হলে এই ধরনের রোগ দেখা যায় । শিশু বয়সেই এই রোগ প্রকাশ পায় । এর ফলে শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না ।

ডাউন সিনড্রোম হল একটি ক্রোমোজ়োমের ডিসঅর্ডার । এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় । OCD একটি সাধারণ স্নায়বিক সমস্যা । একধরনের মানসিক রোগ এটি । অনেকের মধ্যেই এই রোগ দেখা যায় । বিভিন্নরকম অস্বাভাবিক চিন্তা করে এইসব রোগীরা ।

এইসব রোগীরা নিজেদের বুঝতে পারে, আরও মানুষের সঙ্গে মিশতে পারে এই DMT-র মাধ্যমে । শুধুমাত্র নাচ বা গান নয়। যোগব্যায়াম, ধ্যান, ছড়া, গল্প ও খেলার মাধ্যমে এই থেরাপি চলে । ধীরে ধীরে তারা নিজেদের মনের ভাব প্রকাশ করতে অনেকটা সক্ষম হয় । পাশাপাশি চলে অন্যান্য চিকিৎসাও ।

তৃণমূল কংগ্রেস তাদের রেসের ঘোড়া ছেড়েছে, এক সুন্দরী রমনীকে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে বৈতরণী পার করার চেষ্টা করছে। আজকে তৃণমূলের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করুন,ওরা আপনার ভিডিও ভাইরাল করছে। রাত্রে বেলায় আপনি রঙিন জল সেবন করেন যা ভারতীয় নারীরা বরদাশ্ত করে না। নদীয়া দক্ষিণের বিজেপি সভাপতি মহাদেব সরকারের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্য ঘিরে সরগরম জেলা রাজনীতি। গতকাল নদীয়ার কৃষ্ণনগর গভমেন্ট কলেজ এর ময়দানে বিজেপির ডাকে অমিত শাহর একটি নির্বাচনী জনসভা ছিল। আর সেই প্রকাশ্য মঞ্চ থেকেই বক্তিতা দিতে গিয়ে এই মন্তব্য করেন, নদীয়ার বিজেপির উত্তরের সভাপতি মহাদেব সরকার। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সুন্দরী রমণী কে দাঁড় করিয়ে তারা বৈতরণী পার করার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেসের এই পরিকল্পনা সফল হবে না। তিনি নিজেই বলেন তিনি নাকি বিরাট শিক্ষিত, তার সমকক্ষ প্রতিদ্বন্দ্বি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নাকি একজনও নেই। নিজের ঢাক কে নিজেই পেটাই বলুন তো। আজকে আমি উনার কাছে বলতে চাই, আপনি একজন মহিলা, এটা বলতে চাই এটা ভারত বর্ষ, এটা বাংলা। আপনি বিদেশে পড়াশোনা করেছেন, তাই ভারতের সংস্কৃতি ভুলে গেছেন। আপনার জানা উচিত ভারতবর্ষে নারীর ভূষণ লজ্জা। আর সেই জিনিসটা আপনার মত অবশিষ্ট আছে কিনা ? আজকের তৃণমূলের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করুন, ওরা আপনার ভিডিও ভাইরাল করছে। রাতের বেলায় আপনি রঙিন জল সেবন করেন, যা ভারতীয় নারীরা এটা বরদাস্ত করে না। আমাদের মা বোনেরা এটা মেনে নিতে পারে না। এটা সীতা সাবিত্রী দেশ, এটা দময়ন্তীর দেশ, এটা বিষ্ণুপ্রিয়ার দেশ, এই দেশের মেয়েদের গোটা পৃথিবীর স্যালুট করে। আর আপনি তাদেরকে অসম্মান করছেন। করুন এটা আপনাদের পরম্পরা। তাপস পাল বলেন, বিরোধীদের ঘরে মা বোনেদের, ছেলে ঢুকিয়ে তাদের সম্মান হরণ করবেন। আর আপনি এর যোগ্য উত্তরসূরী। যদিও বিজেপি সভাপতি মহাদেব সরকারের তোলা এই কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরীশংকর দত্ত। তিনি বলেন, নরেন্দ্র মোদী তিনি নিজের স্ত্রী এবং মাকে সম্মান করেন না। তার দলের একজনের কাছ থেকে মেয়েদের সম্পর্কে এর থেকে বেশি আশা করা যায় কি। কোন উন্মাদ ছাড়া কোন সুস্থ রুচিসম্পন্ন মানুষ কোন মহিলার নামে এই ধরনের কথা বলতে পারেন না। তবে একটি অসুস্থ হলে সুস্থ রুচির লোক খুঁজে পাওয়া দুষ্কর। তাই ওদের কাছে এই ধরনের মন্তব্য প্রত্যাশিত। যদিও তার এই মন্তব্যে এখনো অনড় রয়েছে বিজেপির জেলা সভাপতি মহাদেব সরকার। তিনি গৌরীশঙ্কর দত্তর উদ্দেশ্যে বলেন, বিজেপি কখনো প্রমাণ ছাড়া কিছু বলে না। এ বিষয়ে নির্দিষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। এ কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি তিনি একবারও ফোন রিসিভ করেননি। বিরোধী রাজনৈতিক দলের ব্যাখ্যা, তার আসল পরিচয় মানুষের মধ্যে ফাঁস হয়ে গেছে যে নেই আর ভয়ে ফোন তুলছেন না।
Last Updated : May 8, 2019, 3:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.