কলকাতা, 3 অক্টোবর : পূর্ত দপ্তরের অধীনস্থ স্বাস্থ্য দপ্তরের প্রকল্পগুলি পরিদর্শন করার জন্য দু'টি কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । দুই দপ্তরের মধ্যে মেলবন্ধন ঘটাবে নতুন এই কমিটি । পাশাপাশি সংস্কার কাজে ত্রুটি হলে কর্তৃপক্ষকে জানাবেন কমিটির সদস্যরা । সেইমতো ব্যবস্থা গ্রহণ করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ।
রাজ্যের পূর্ত দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয় স্বাস্থ্য দপ্তরের বহু প্রকল্প । দুই দপ্তরের মধ্যে সমন্বয় তৈরি করে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার জন্য দু'টি পৃথক কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । জেলা ও কলকাতার জন্যই পৃথক পৃথক কমিটি । জানা গিয়েছে, জেলার ক্ষেত্রে এই কমিটিতে থাকবেন জেলাশাসকের প্রতিনিধি ও উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ চারজন আধিকারিক । কলকাতার জন্য কমিটিতে থাকবেন মোট তিনজন ।
নতুন দুই কমিটির উপর অনেকটাই নির্ভরশীল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । স্বাস্থ্য দপ্তরের প্রকল্পগুলি যাতে কোনওপ্রকার সমস্যায় না পড়ে তার দেখভাল করবে এই কমিটিগুলি । কোনও গাফিলতি বা সমস্যা নজরে পড়লে ছবি ও তথ্যসহ ইমেইলের মাধ্যমে কর্তৃপক্ষকে তা জানাবেন কমিটির সদস্যরা । নতুন এই কমিটি গঠনের ফলে স্বাস্থ্য দপ্তরের প্রকল্পগুলির কাজ বিলম্ব হবে না । পূর্ত দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে আটকে থাকা কাজগুলি ত্বরান্বিত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।