কলকাতা, 21 এপ্রিল : সেকেন্ড ওয়েভে কোভিড-19-এর সংক্রমণ এ রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে । যদিও, প্রয়োজনীয় সংখ্যক টেস্ট করানো হলে সংক্রমণের এই সংখ্যা আরও অন্তত 10 গুণ বেশি দেখা যেত । এমন দাবি করছে সার্ভিস ডক্টরস ফোরাম ৷ অবিলম্বে বেড বাড়ানোর আবেদন করা হয়েছে তাঁদের তরফ থেকে ৷ তাঁদের কথায় যে রকম পরিস্থিতি হয়ে গিয়েছে, তাতে গত বছরের তুলনায় তিন গুণ বেশি বেড প্রয়োজন এ বছর ।
এ রাজ্যের সরকারী চিকিৎসকদের ওই সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "সেকেন্ড ওয়েভে কোভিড-19-এর সংক্রমণ এ রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে । গোটা দেশে দৈনিক সংক্রমণ তিন লাখে পৌঁছে গিয়েছে । যদিও, প্রয়োজনীয় সংখ্যক টেস্ট করানো হলে এই সংক্রমণের সংখ্যা আরও 10 গুণ বেশি হতো ।" তিনি বলেন আরও বলেন, "গত বছর করোনার জন্য স্বাস্থ্য দফতর যত সংখ্যক বেড চালু করেছিল, এ বছর এখনও পর্যন্ত তার অর্ধেক বেড-ও চালু করা হয়নি । ফলে, ইতিমধ্যেই বেড না পাওয়ার কারণে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছেন । এ বছর করোনায় আক্রান্তের সংখ্যা বহুগুণ বেড়ে গিয়েছে । ফলে, এ বছর বেডের সংখ্যা গত বছরের তুলনায় কমপক্ষে তিন গুণ বাড়ানো দরকার । পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবিলম্বে এই বেড বৃদ্ধি করা প্রয়োজন ।"
বুধবার স্বাস্থ্য দফতরের এই বেড বৃদ্ধি করার দাবি পেশ করেছে সার্ভিস ডক্টরস ফোরাম । এর পাশাপাশি এদিন স্বাস্থ্য দফতরে সার্ভিস ডক্টরস ফোরামের তরফে দাবি জানানো হয়েছে, বাঁকুড়ার মতো প্রত্যন্ত জেলায় লেভেল-4 কোভিড ওয়ার্ড নেই । গুরুতর করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা এই মুহূর্তে এই জেলায় নেই । এক্ষেত্রে রোগীকে কলকাতায় রেফার করা হলে পরিস্থিতি কী রকম হবে ? কলকাতাতেও তো বেডের অভাবে অনেকে ভর্তি হতে পারছেন না । এর ফলে, অবিলম্বে বাঁকুড়া মেডিকেল কলেজে কোভিড-19 রোগীদের জন্য 200 বেডের লেভেল-4 ওয়ার্ড চালু করতে হবে ।
তবে শুধুমাত্র সার্ভিস ডক্টরস ফোরাম নয় । এ রাজ্যের সরকারী চিকিৎসকদের অন্য একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং চিকিৎসকদের আরও একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে করোনা রোগীদের জন্য বেড বাড়ানোর দাবি স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে । অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "মহকুমা স্তরের হাসপাতাল থেকে শুরু করে স্টেট জেনারেল হাসপাতাল পর্যন্ত সব সরকারি হাসপাতালে কোভিড ওয়ার্ড খুলতে হবে । সব বেসরকারী হাসপাতালে 50 শতাংশ বেড করোনা রোগীদের চিকিৎসার জন্য রাখতে হবে।"
আরও পড়ুন: মাস্ক না ব্যবহারে শাস্তি-সহ একাধিক ব্যবস্থার দাবি চিকিৎসক সংগঠনের