ETV Bharat / state

কলকাতায় ভোটের আগে শহিদ মিনারে মোদির হাইটেক ভার্চুয়াল জনসভা - Kolkata

সপ্তম আর অষ্টম দফায় কলকাতার 10 টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে ৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে জনসভা, রোড শো করলেও কলকাতা বাকি ছিল ৷ কিন্তু ভয়াবহ কোভিড অবস্থাতেও মোদি-শাহ-মমতার জনসভা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ তাও কলকাতার শহিদ মিনারে আসছেন প্রধানমন্ত্রী মোদি, শেষ মুহূর্তে কলকাতাবাসীকে "জয় শ্রীরাম" ধ্বনিতে সম্মোহিত করতে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 21, 2021, 10:11 PM IST

কলকাতা, 21 এপ্রিল: মোদি আসছেন মমতার শহরে ৷ আগামিকাল ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ শেষ দু'দফায় 26 আর 29 এপ্রিল ভোট হবে কলকাতায় ৷ তাই সারা পশ্চিমবঙ্গ ঘোরা হলেও বাকি রয়েছে কলকাতা ৷ কিন্তু বাধ সেধেছে বাড়তে থাকা করোনাসংক্রমণ ৷ আর এই পরিস্থিতিতেও প্রচার ঘিরে কটাক্ষ করছেন প্রায় সব বিরোধী রাজনৈতিক দলের নেতারাই ৷

তাই ২৩ এপ্রিল শহিদ মিনারে হবে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা ৷

বিজেপি সূত্রে খবর, এদিন ভবানীপুরে জনসভা করার কথা থাকলেও কোভিডের কারণে তা বাতিল হয়ে যায় ৷ তার বদলে বেছে নেওয়া হয় কলকাতার শহিদ মিনারকে ৷ এখানে বিশাল জায়গায় উপস্থিত কর্মী-সমর্থকদের পক্ষে কোভিড বিধি মানা সম্ভব হবে । তবে মঞ্চে থাকবেন ৪-৫ জন ।
মোদির এই হাইটেক প্রচারে ইতিমধ্যে কলকাতার সপ্তম ও অষ্টম দফার ১০ টি বিধানসভা কেন্দ্রে এলইডি স্ক্রিন বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে । জনসভায় কলকাতার বিধানসভা কেন্দ্রগুলির ১০ জন প্রার্থীর সঙ্গে কেন্দ্রের ১০ জন মন্ত্রী উপস্থিত থাকবেন । তবে, সব জায়গাতেই কোভিড বিধি মেনে জনসভা করার পরিকল্পনা করা হয়েছে ।

আরও পড়ুন: করোনায় মৃতের দেহ পড়ে রইল প্রায় 18 ঘণ্টা, প্রশাসনিক গাফিলতির অভিযোগ সিঙ্গুরে

জনসভায় ৫০০ জন পর্যন্ত সদস্য থাকতে পারবেন । রাসবিহারী বিধানসভায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বালিগঞ্জ বিধানসভায় কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, জোড়াসাঁকো বিধানসভায় গজেন্দ্র সিং শেখওয়াত, মানিকতলা বিধানসভায় দেবশ্রী চৌধুরী থাকবেন।
এ প্রসঙ্গে বিজেপি সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "কোভিড বিধি মেনেই ১০টি বিধানসভায় ভার্চুয়াল জনসভা হবে। আর প্রতিটি বিধানসভাতেই এক জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন । আর ভবানীপুরে জনসভা না করে শহিদ মিনারে জনসভা করার একটাই কারণ, জায়গাটা বড় হওয়ায় কোভিড বিধি মানা সম্ভব হবে ৷"

তাহলে, শেষমেশ মমতার অনেকটা কাছেই চলে এলেন রামভক্ত মোদি ৷

কলকাতা, 21 এপ্রিল: মোদি আসছেন মমতার শহরে ৷ আগামিকাল ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ শেষ দু'দফায় 26 আর 29 এপ্রিল ভোট হবে কলকাতায় ৷ তাই সারা পশ্চিমবঙ্গ ঘোরা হলেও বাকি রয়েছে কলকাতা ৷ কিন্তু বাধ সেধেছে বাড়তে থাকা করোনাসংক্রমণ ৷ আর এই পরিস্থিতিতেও প্রচার ঘিরে কটাক্ষ করছেন প্রায় সব বিরোধী রাজনৈতিক দলের নেতারাই ৷

তাই ২৩ এপ্রিল শহিদ মিনারে হবে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা ৷

বিজেপি সূত্রে খবর, এদিন ভবানীপুরে জনসভা করার কথা থাকলেও কোভিডের কারণে তা বাতিল হয়ে যায় ৷ তার বদলে বেছে নেওয়া হয় কলকাতার শহিদ মিনারকে ৷ এখানে বিশাল জায়গায় উপস্থিত কর্মী-সমর্থকদের পক্ষে কোভিড বিধি মানা সম্ভব হবে । তবে মঞ্চে থাকবেন ৪-৫ জন ।
মোদির এই হাইটেক প্রচারে ইতিমধ্যে কলকাতার সপ্তম ও অষ্টম দফার ১০ টি বিধানসভা কেন্দ্রে এলইডি স্ক্রিন বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে । জনসভায় কলকাতার বিধানসভা কেন্দ্রগুলির ১০ জন প্রার্থীর সঙ্গে কেন্দ্রের ১০ জন মন্ত্রী উপস্থিত থাকবেন । তবে, সব জায়গাতেই কোভিড বিধি মেনে জনসভা করার পরিকল্পনা করা হয়েছে ।

আরও পড়ুন: করোনায় মৃতের দেহ পড়ে রইল প্রায় 18 ঘণ্টা, প্রশাসনিক গাফিলতির অভিযোগ সিঙ্গুরে

জনসভায় ৫০০ জন পর্যন্ত সদস্য থাকতে পারবেন । রাসবিহারী বিধানসভায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বালিগঞ্জ বিধানসভায় কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, জোড়াসাঁকো বিধানসভায় গজেন্দ্র সিং শেখওয়াত, মানিকতলা বিধানসভায় দেবশ্রী চৌধুরী থাকবেন।
এ প্রসঙ্গে বিজেপি সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "কোভিড বিধি মেনেই ১০টি বিধানসভায় ভার্চুয়াল জনসভা হবে। আর প্রতিটি বিধানসভাতেই এক জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন । আর ভবানীপুরে জনসভা না করে শহিদ মিনারে জনসভা করার একটাই কারণ, জায়গাটা বড় হওয়ায় কোভিড বিধি মানা সম্ভব হবে ৷"

তাহলে, শেষমেশ মমতার অনেকটা কাছেই চলে এলেন রামভক্ত মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.