ETV Bharat / state

পাগড়ি খোলা ইশুতে এবার মুখ্যসচিবকে চিঠি মাইনরিটি কমিশনের - পাগড়ি খোলা ইশুতে এবার মুখ্যসচিবকে চিঠি মাইনরিটি কমিশনের

BJP - র নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য প্রিয়াংশু পান্ডের দেহরক্ষীর পাগড়ি খুলে যায় । তার কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র ।

the-minority-commission-has-sent-a-letter-to-the-chief-secretary-on-the-issue-of-opening-balwinder-singhs-turban
পাগড়ি খোলা ইশুতে এবার মুখ্যসচিবকে চিঠি মাইনরিটি কমিশনের
author img

By

Published : Oct 12, 2020, 7:45 PM IST

কলকাতা, 12 অক্টোবর : বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা ইশুতে এবার সক্রিয় হল দিল্লি । বিষয়টি নিয়ে জাতীয় মাইনরিটি কমিশনে জমা পড়েছে অভিযোগ । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবকে চিঠি দিলেন মাইনোরিটি কমিশনের যুগ্ম সচিব ডি ই রিচার্ডস । তিনি 15 দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট চেয়েছেন রাজ্য সরকারের কাছে ।

BJP - র নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য প্রিয়াংশু পান্ডের দেহরক্ষীর পাগড়ি খুলে যায় । তার কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র । অভিযোগ ওঠে জোর করে পাগড়ি টেনে খুলে দিয়েছে পুলিশ । বিষয়টি নিয়ে রীতিমতো জাতীয় স্তরে প্রতিবাদ দেখা যায় । বলা হয়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে । যদিও পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এই বিষয়ে সাফাই দেওয়া হয়েছে । বলা হয়েছে, ধস্তাধস্তির সময় ওই পাগড়ি খুলে যায় । পুলিশ ইচ্ছাকৃতভাবে টেনে পাগড়ি খুলে দেয়নি । কোনও ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপ করা পশ্চিমবঙ্গ পুলিশের উদ্দেশ্য নয় । বিষয়টি নিয়ে রাজনীতির জল বহুদূর গড়াচ্ছে । গতকাল রাজ্যে আসে একটি শিখদের প্রতিনিধিদল । তারা রাজভবনে গিয়ে রাজ্যপালের দেখা করেন । প্রতিনিধি দলে ছিলেন দিল্লির গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা । তারা রাজ্যপালের হাতে দু'পাতার অভিযোগপত্র তুলে দেন । দাবি তোলেন অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ।

nmc letter to cs
মুখ্যসচিবকে চিঠি মাইনরিটি কমিশনের

বিষয়টি নিয়ে এবার দেশের মাইনোরিটি কমিশন 15 দিনের মধ্যে রিপোর্ট চাইল রাজ্য সরকারের কাছে । যদিও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে । স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি বিশেষ রাজনৈতিক দল পুরো বিষয়টি নিয়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করছে । পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে । বেআইনিভাবে অস্ত্র নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছিলেন অভিযুক্ত ।

কলকাতা, 12 অক্টোবর : বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা ইশুতে এবার সক্রিয় হল দিল্লি । বিষয়টি নিয়ে জাতীয় মাইনরিটি কমিশনে জমা পড়েছে অভিযোগ । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবকে চিঠি দিলেন মাইনোরিটি কমিশনের যুগ্ম সচিব ডি ই রিচার্ডস । তিনি 15 দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট চেয়েছেন রাজ্য সরকারের কাছে ।

BJP - র নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য প্রিয়াংশু পান্ডের দেহরক্ষীর পাগড়ি খুলে যায় । তার কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র । অভিযোগ ওঠে জোর করে পাগড়ি টেনে খুলে দিয়েছে পুলিশ । বিষয়টি নিয়ে রীতিমতো জাতীয় স্তরে প্রতিবাদ দেখা যায় । বলা হয়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে । যদিও পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এই বিষয়ে সাফাই দেওয়া হয়েছে । বলা হয়েছে, ধস্তাধস্তির সময় ওই পাগড়ি খুলে যায় । পুলিশ ইচ্ছাকৃতভাবে টেনে পাগড়ি খুলে দেয়নি । কোনও ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপ করা পশ্চিমবঙ্গ পুলিশের উদ্দেশ্য নয় । বিষয়টি নিয়ে রাজনীতির জল বহুদূর গড়াচ্ছে । গতকাল রাজ্যে আসে একটি শিখদের প্রতিনিধিদল । তারা রাজভবনে গিয়ে রাজ্যপালের দেখা করেন । প্রতিনিধি দলে ছিলেন দিল্লির গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা । তারা রাজ্যপালের হাতে দু'পাতার অভিযোগপত্র তুলে দেন । দাবি তোলেন অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ।

nmc letter to cs
মুখ্যসচিবকে চিঠি মাইনরিটি কমিশনের

বিষয়টি নিয়ে এবার দেশের মাইনোরিটি কমিশন 15 দিনের মধ্যে রিপোর্ট চাইল রাজ্য সরকারের কাছে । যদিও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে । স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি বিশেষ রাজনৈতিক দল পুরো বিষয়টি নিয়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করছে । পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে । বেআইনিভাবে অস্ত্র নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছিলেন অভিযুক্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.