কলকাতা, 3 মে : রেশন ব্যবস্থা নিয়ে ত্রুটি আছে একথা স্বীকার করে নিলেন পৌর নগর উন্নয়ন মন্ত্রী ৷ বললেন হিন্দি সিনেমার সংলাপ ৷ কলকাতা শহর ও রাজ্যে রেশন বণ্টন ব্যবস্থা নিয়ে বারবার উঠে আসছে বিভিন্ন অভিযোগ । আজ মেয়র ফিরহাদ হাকিম রেশন বণ্টন ব্যবস্থায় সমস্যা আছে একথা স্বীকার করে নেন তিনি ৷ সঙ্গে বললেন, বিখ্যাত হিন্দি সিনেমার ডায়লগ ৷ বলেন, ''বড়ি বড়ি শেহেরো মে অ্যাইসি ছোটি ছোটি চিজ় হোতি রেহতি হ্যায় সেনিওরিটা । এত মানুষকে একসঙ্গে রেশন বণ্টন করা হচ্ছে সেখানে এই ধরনের ছোটোখাট সমস্যা তো থাকবেই । 9 কোটি মানুষকে খাদ্য-শস্য বিলি করা হচ্ছে । সেখানেই হয়তো নব্বইটা মানুষের খাদ্য-শস্য পেতে সমস্যা হচ্ছে । যে পরিমাণ খাদ্যশস্য বণ্টন করা হচ্ছে তার থেকে সমস্যার পরিমাণ খুবই কম ৷''
ফিরহাদ হাকিম বলেন, " সমস্যা হলেও সংখ্যায় কম ৷ তবে 100% মানুষেরই সঠিক পরিমাণ পাওয়া উচিত ৷ সমস্যা রয়েছে তার জন্য সমাধান করা হবে ৷ তবে একদিনে সমস্যা দূর করা সম্ভব নয় ৷ আরও বেশ কিছুদিন সময় লাগবে ৷ কিছু জায়গায় মানুষ এখনও রেশন কার্ড পাননি ৷ তাই নিয়ে একটা সমস্যা হচ্ছে রেশন পেতে । তবে, মুখ্যমন্ত্রী একটি টোল ফ্রি নম্বর চালু করেছেন ৷ তাতে ফোন করে এই সমস্যার সুরাহা মিলছে । কিন্তু এই রকম পরিস্থিতির মধ্যেও বিরোধীরা রেশন নিয়ে চক্রান্ত করছেন । এই কঠিন সময়ের মধ্যে বিরোধীরা মানুষকে উসকানি দিচ্ছেন বিক্ষোভ করার জন্য । অনেকেই আছে যারা কোনওদিন রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করেননি । অনেকেই আছেন যেসব মানুষের 10 U কার্ড রয়েছে । RSKY1 ও RSKY2 কার্ডের গ্রাহকরাই শুধুমাত্র রেশন সংগ্রহ করতে পারে । 10 U কার্ডের গ্রাহকরা শুধুমাত্র তাদের পরিচয় পত্র হিসেবে রেশন কার্ডকে ব্যবহার করতে পারবেন । এই কার্ড দিয়ে কখনও রেশন দোকান থেকে চাল সংগ্রহ করা যায় না । বিরোধীরা এই কার্ড হোল্ডারদের কেও উসকে দিচ্ছে ৷ " তিনি আরও বলেন, এখন হঠাৎ করে কিছু লোক যদি বলেন আমাদেরকেও খাদ্যসামগ্রী দিতে হবে ৷ তাহলে সরকার কোথা থেকে আনবে ৷ কারণ হিসেব করেই খাদ্য-শস্য মজুদ করা আছে রাজ্য সরকারের কাছে । "
পৌর নগর উন্নয়ন মন্ত্রী বলেন, " সরকারের কাছে মানুষের নাম নথিভুক্ত করা আছে ৷ তারা সকলেই রেশনের দোকান থেকে সঠিক পরিমাণে খাদ্যশস্য পাবেন । তবে তার থেকে বেশি রেশন চাইলে সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় । বেশিরভাগ জায়গাতেই ভালোভাবে রেশন বণ্টন করা হচ্ছে । বেশিরভাগ মানুষই রেশন পাচ্ছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন বাংলার প্রতিটা মানুষই রেশন পাবেন । তবে এত বড় বণ্টন পদ্ধতি সঠিকভাবে চালু করতে গেলে কিছু সমস্যা অবশ্যই তৈরি হবে । সেই ছোটোখাট কিছু সমস্যা কাটিয়ে সকলকে সঠিক পরিমাণ রেশন দেওয়া হবে ৷ "