ETV Bharat / state

BSF Jurisdiction : বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ - West Bengal Assembly

এদিন বিধানসভার শীতকালীন অধিবেশনে পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্য়ায় বিএসএফের ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা সেই প্রস্তাবের সমর্থন করলেও পালটা বিজেপির তরফে দাবি করা হয়, দেশের সুরক্ষার খাতিরে বিএসএফের ক্ষমতা বাড়ানো উচিত।

BSF Jurisdiction
বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ
author img

By

Published : Nov 16, 2021, 4:16 PM IST

Updated : Nov 16, 2021, 7:07 PM IST

কলকাতা, 16 নভেম্বর : সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা শুরু থেকেই ৷ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এব্যাপারে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ একইসঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাব পাশ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন ৷

সেইমতো মঙ্গলবার বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ হল ৷ পঞ্জাবের পর দ্বিতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হল এই সংক্রান্ত প্রস্তাব ৷ এদিন বিধানসভার শীতকালীন অধিবেশনে পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্য়ায় বিএসএফের ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা সেই প্রস্তাবের সমর্থন করলেও পালটা বিজেপির তরফে দাবি করা হয়, দেশের সুরক্ষার খাতিরেও বিএসএফের ক্ষমতা বাড়ানো উচিত। সেকারণেই আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফের কাজের পরিধি বাড়িয়েছে কেন্দ্র।

আরও পড়ুন : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

সবমিলিয়ে যুক্তি, পাল্টা-যুক্তির মধ্য়েই বিরুদ্ধে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ হয়ে যায়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১২টি। বিপক্ষে পড়ে ৬৩টি ভোট ৷ পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি কেন্দ্রের এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী। সিদ্ধান্ত গ্রহণের আগে কোনও রাজ্যের অনুমতি নেয়নি কেন্দ্র।

কলকাতা, 16 নভেম্বর : সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা শুরু থেকেই ৷ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এব্যাপারে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ একইসঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাব পাশ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন ৷

সেইমতো মঙ্গলবার বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ হল ৷ পঞ্জাবের পর দ্বিতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হল এই সংক্রান্ত প্রস্তাব ৷ এদিন বিধানসভার শীতকালীন অধিবেশনে পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্য়ায় বিএসএফের ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা সেই প্রস্তাবের সমর্থন করলেও পালটা বিজেপির তরফে দাবি করা হয়, দেশের সুরক্ষার খাতিরেও বিএসএফের ক্ষমতা বাড়ানো উচিত। সেকারণেই আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফের কাজের পরিধি বাড়িয়েছে কেন্দ্র।

আরও পড়ুন : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

সবমিলিয়ে যুক্তি, পাল্টা-যুক্তির মধ্য়েই বিরুদ্ধে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ হয়ে যায়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১২টি। বিপক্ষে পড়ে ৬৩টি ভোট ৷ পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি কেন্দ্রের এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী। সিদ্ধান্ত গ্রহণের আগে কোনও রাজ্যের অনুমতি নেয়নি কেন্দ্র।

Last Updated : Nov 16, 2021, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.