ETV Bharat / state

রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, টিকিয়াপাড়া প্রসঙ্গে জয়প্রকাশ - BJP

রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে । তাই দিদির লুঙ্গিবাহিনী এখন দিদির পুলিশকে মারধর করছে । টিকিয়াপাড়া প্রসঙ্গে বললেন জয়প্রকাশ মজুমদার ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 29, 2020, 4:06 PM IST

কলকাতা, 29 এপ্রিল : টিকিয়াপাড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ BJP নেতা জয়প্রকাশ মজুমদারের । লকডাউন মানার ব্যাপারে রাজ্যে দু'রকম নীতি চলছে বলে অভিযোগ তোলেন তিনি । বলেন, "রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে । তাই দিদির লুঙ্গি বাহিনী এখন দিদির পুলিশকে মারধর করছে ।"

গতকাল বিকেলে টিকিয়াপাড়া বাজার এলাকায় অযথা ঘোরাঘুরি করছিল বেশ কয়েকজন । পুলিশ তাদের বাড়ি যেতে বললে পুলিশের সঙ্গে বচসা বেধে যায় ওই যুবকদের । পরে হাতাহাতি শুরু হয় । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । উত্তেজিত কয়েকজন ভাঙচুর চালায় পুলিশের গাড়িতে । পরে পরিস্থিতির সামাল দিতে এলাকায় RAF নামানো হয় । ইতিমধ্যেই এনিয়ে সরব হয়েছে বিরোধী শিবির ।

আজ এবিষয়ে রাজ্য BJP-র সহ- সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "লকডাউনে বিধি মানার ব্যাপারে দু'রকম নীতি চলছে । লকডাউনের সময় দিদিমণিকে ছুটে যেতে হল রাজাবাজার, খিদিরপুর, পার্কসার্কাসে । সেখানে মাইকিং করতে হল তাঁকে । মুখ্যমন্ত্রীকে কেন এইসব বিশেষ বিশেষ জায়গায় যেতে হল । অন্যদিকে পয়লা বৈশাখে দক্ষিণেশ্বর মন্দির ও কালীঘাট বন্ধ । কিন্তু রমজান মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় অন্য ছবি দেখা যাচ্ছে ।"

জয়প্রকাশ আরও বলেন, "পুলিশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য কাজ করছে । আর তাদেরই সুরক্ষা দিতে পারছে না এই রাজ্যের সরকার । যার ফলে পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে ।" মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, কিছু দুষ্কৃতীর জন্য এই রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে দেবেন না । লকডাউন ব্যাহত হতে দেবেন না । পুলিশের মনোবল বাড়ান । যাতে রাজ্যে লকডাউন মজবুত থাকে ।

কলকাতা, 29 এপ্রিল : টিকিয়াপাড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ BJP নেতা জয়প্রকাশ মজুমদারের । লকডাউন মানার ব্যাপারে রাজ্যে দু'রকম নীতি চলছে বলে অভিযোগ তোলেন তিনি । বলেন, "রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে । তাই দিদির লুঙ্গি বাহিনী এখন দিদির পুলিশকে মারধর করছে ।"

গতকাল বিকেলে টিকিয়াপাড়া বাজার এলাকায় অযথা ঘোরাঘুরি করছিল বেশ কয়েকজন । পুলিশ তাদের বাড়ি যেতে বললে পুলিশের সঙ্গে বচসা বেধে যায় ওই যুবকদের । পরে হাতাহাতি শুরু হয় । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । উত্তেজিত কয়েকজন ভাঙচুর চালায় পুলিশের গাড়িতে । পরে পরিস্থিতির সামাল দিতে এলাকায় RAF নামানো হয় । ইতিমধ্যেই এনিয়ে সরব হয়েছে বিরোধী শিবির ।

আজ এবিষয়ে রাজ্য BJP-র সহ- সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "লকডাউনে বিধি মানার ব্যাপারে দু'রকম নীতি চলছে । লকডাউনের সময় দিদিমণিকে ছুটে যেতে হল রাজাবাজার, খিদিরপুর, পার্কসার্কাসে । সেখানে মাইকিং করতে হল তাঁকে । মুখ্যমন্ত্রীকে কেন এইসব বিশেষ বিশেষ জায়গায় যেতে হল । অন্যদিকে পয়লা বৈশাখে দক্ষিণেশ্বর মন্দির ও কালীঘাট বন্ধ । কিন্তু রমজান মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় অন্য ছবি দেখা যাচ্ছে ।"

জয়প্রকাশ আরও বলেন, "পুলিশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য কাজ করছে । আর তাদেরই সুরক্ষা দিতে পারছে না এই রাজ্যের সরকার । যার ফলে পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে ।" মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, কিছু দুষ্কৃতীর জন্য এই রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে দেবেন না । লকডাউন ব্যাহত হতে দেবেন না । পুলিশের মনোবল বাড়ান । যাতে রাজ্যে লকডাউন মজবুত থাকে ।

For All Latest Updates

TAGGED:

coronaBJP
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.