ETV Bharat / state

বাড়িহীন লাহা পরিবার, বাঘের চামড়ায় বাঁচিয়ে রাখল 300 বছরের ইতিহাস !

author img

By

Published : Sep 10, 2019, 3:52 AM IST

Updated : Sep 12, 2019, 3:29 AM IST

মেট্রোর কাজের জন্য ছাড়তে হয়েছে বাড়ি । বিপজ্জনক হিসেবে চিহ্নিত হওয়ায় শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ । তার আগে বাড়ি থেকে 300 বছরের পুরোনো চিতাবাঘের চামড়া উদ্ধার করে নিয়ে এলেন দিলীপ লাহা ।

বাঘের ছাল

কলকাতা, 10 সেপ্টেম্বর : 11/1 দুর্গা পিতুরি লেন । এই লেনেই একটি বাড়িতে কয়েক শতক ধরে আছে লাহা পরিবার । শনিবার (31 অগাস্ট) প্রথম এই বাড়িতেই ফাটল ধরা পড়ে । তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে বলে মেট্রো কর্তৃপক্ষ । প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে চলে যান সদস্যরা । কয়েক পুরুষ ধরে সংরক্ষিত মূল্যবান জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি । আজ মেট্রো কর্তৃপক্ষ অনুমতি দিলে বাড়িতে যান লাহা পরিবারের সদস্য দিলীপ লাহা । সবটা না পারলেও বংশ পরম্পরায় সংরক্ষিত একটি 300 বছরের পুরোনো চিতাবাঘের চামড়া উদ্ধার করে নিয়ে আসেন । তবে, এখনও অনেক মূল্যবান জিনিস বাড়ির মধ্যেই আছে । কলকাতা পৌরনিগম বাড়ি ভেঙে দেওয়ার পর মূল্যবান জিনিসগুলি আর পাবে না ভেবেই ভেঙে পড়েছে লাহা পরিবার ।

চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ । তার জেরে ধস নামে বউবাজারের কয়েকটি বাড়িতে । শনিবার বউবাজারের দুর্গা পিতুরি লেনে দিলীপ লাহার বাড়িতে প্রথম ফাটল দেখা যায় । এরপর স্যাঁকরাপাড়া লেনের কয়েকটি বাড়িতেও ফাটল দেখা যায় । ওইদিন রাত থেকে বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় । তৎক্ষণাৎ বাড়িগুলি খালি করতে বলা হয় মেট্রোর তরফে । নির্দেশ অনুযায়ী আর পাঁচজন বাসিন্দার মতো বাড়ি খালি করে দেন দুর্গা পিতুরি লেনের দিলীপ লাহা ও তাঁর পরিবার ।

Dilip Laha
300 বছরের পুরোনো বাঘের চামড়া আগলে দিলীপ লাহা

গতকাল KMRCL-এর তত্ত্বাবধানে দুর্গা পিতুরি লেনে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার কাজ শুরু হয় । সংশ্লিষ্ট বাড়ির মালিকরা ইতিমধ্যেই নো অবজেকশন (NOC) কাগজে সই করে দিয়েছেন । ১১/১ দুর্গা পিতুরি লেনের লাহা বাড়ি দিয়েই শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ । এরপর বাকি বাড়িগুলিও ভাঙা হবে । বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার আগে ম্যান লিফটারের মাধ্যমে বাড়িতে ঢুকে কিছু জিনিস নিয়ে আসেন দিলীপ লাহা । এর মধ্যেই ছিল একটি আনুমানিক 300 বছরের পুরোনো চিতাবাঘের চামড়া ।

দেখুন ভিডিয়ো...

দিলীপবাবু জানিয়েছেন, রংপুরের রাজার সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল । সেই রাজ পরিবারের তরফে বহু মূল্যবান জিনিস উপহার স্বরূপ পেয়েছেন তাঁর পূর্বপুরুষরা । যার মধ্যে চিতাবাঘের চামড়াটিও রয়েছে । এছাড়াও রয়েছে, বেলজিয়াম গ্লাস সেট থেকে শুরু করে বড় বড় আয়না সহ বহু অ্যান্টিক । দিলীপ লাহা বলেন, "বংশ পরম্পরায় এতদিন যা যা যত্ন করে রেখেছিলাম তা কিছুই আর রাখতে পারলাম না । সর্বস্বান্ত হয়ে গেছি । কোনওমতে বাঘের চামড়া, কয়েকটি রুপোর বাসন ও কিছু নথিপত্র বের করে আনতে পেরেছি ।"

কলকাতা, 10 সেপ্টেম্বর : 11/1 দুর্গা পিতুরি লেন । এই লেনেই একটি বাড়িতে কয়েক শতক ধরে আছে লাহা পরিবার । শনিবার (31 অগাস্ট) প্রথম এই বাড়িতেই ফাটল ধরা পড়ে । তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে বলে মেট্রো কর্তৃপক্ষ । প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে চলে যান সদস্যরা । কয়েক পুরুষ ধরে সংরক্ষিত মূল্যবান জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি । আজ মেট্রো কর্তৃপক্ষ অনুমতি দিলে বাড়িতে যান লাহা পরিবারের সদস্য দিলীপ লাহা । সবটা না পারলেও বংশ পরম্পরায় সংরক্ষিত একটি 300 বছরের পুরোনো চিতাবাঘের চামড়া উদ্ধার করে নিয়ে আসেন । তবে, এখনও অনেক মূল্যবান জিনিস বাড়ির মধ্যেই আছে । কলকাতা পৌরনিগম বাড়ি ভেঙে দেওয়ার পর মূল্যবান জিনিসগুলি আর পাবে না ভেবেই ভেঙে পড়েছে লাহা পরিবার ।

চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ । তার জেরে ধস নামে বউবাজারের কয়েকটি বাড়িতে । শনিবার বউবাজারের দুর্গা পিতুরি লেনে দিলীপ লাহার বাড়িতে প্রথম ফাটল দেখা যায় । এরপর স্যাঁকরাপাড়া লেনের কয়েকটি বাড়িতেও ফাটল দেখা যায় । ওইদিন রাত থেকে বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় । তৎক্ষণাৎ বাড়িগুলি খালি করতে বলা হয় মেট্রোর তরফে । নির্দেশ অনুযায়ী আর পাঁচজন বাসিন্দার মতো বাড়ি খালি করে দেন দুর্গা পিতুরি লেনের দিলীপ লাহা ও তাঁর পরিবার ।

Dilip Laha
300 বছরের পুরোনো বাঘের চামড়া আগলে দিলীপ লাহা

গতকাল KMRCL-এর তত্ত্বাবধানে দুর্গা পিতুরি লেনে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার কাজ শুরু হয় । সংশ্লিষ্ট বাড়ির মালিকরা ইতিমধ্যেই নো অবজেকশন (NOC) কাগজে সই করে দিয়েছেন । ১১/১ দুর্গা পিতুরি লেনের লাহা বাড়ি দিয়েই শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ । এরপর বাকি বাড়িগুলিও ভাঙা হবে । বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার আগে ম্যান লিফটারের মাধ্যমে বাড়িতে ঢুকে কিছু জিনিস নিয়ে আসেন দিলীপ লাহা । এর মধ্যেই ছিল একটি আনুমানিক 300 বছরের পুরোনো চিতাবাঘের চামড়া ।

দেখুন ভিডিয়ো...

দিলীপবাবু জানিয়েছেন, রংপুরের রাজার সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল । সেই রাজ পরিবারের তরফে বহু মূল্যবান জিনিস উপহার স্বরূপ পেয়েছেন তাঁর পূর্বপুরুষরা । যার মধ্যে চিতাবাঘের চামড়াটিও রয়েছে । এছাড়াও রয়েছে, বেলজিয়াম গ্লাস সেট থেকে শুরু করে বড় বড় আয়না সহ বহু অ্যান্টিক । দিলীপ লাহা বলেন, "বংশ পরম্পরায় এতদিন যা যা যত্ন করে রেখেছিলাম তা কিছুই আর রাখতে পারলাম না । সর্বস্বান্ত হয়ে গেছি । কোনওমতে বাঘের চামড়া, কয়েকটি রুপোর বাসন ও কিছু নথিপত্র বের করে আনতে পেরেছি ।"

Intro:300 বছরের পুরনো চিতাবাঘের পূর্ণ বয়স্ক বাঘের ছাল উদ্ধার করলেন দিলীপ লাহা। 11/1 দুর্গা পাতুরি লেনে কয় এক শতক ধরে আছেন লাহা পরিবার। শনিবার সন্ধ্যা সাতটা দশ নাগাদ প্রথম এই বাড়িতেই ফাটল ধরা পড়ে। তৎক্ষণাৎ মেট্রল কর্তৃপক্ষ উনাদের বাড়ি ছাড়তে বলেন। রাত সাড়ে নটা নাগাদ পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। বিষয়-আশয় সম্বল টুকু নিয়ে যেতে পারেননি। কোনমতে প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন দিলীপ পরিবার।


Body:আজ পুরো নিগমের পক্ষ থেকে বিপদজনক বাড়িগুলি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়। এই বাড়িটিকে বিপদজনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভেঙে ফেলার আগে ম্যান লিফটার দিয়ে বাড়ির ভেতরে গিয়ে পরিদর্শন করে শেষবারের মতো যেটুকু সামগ্রী উদ্ধার করা যায় সেই প্রক্রিয়া শুরু হয়। দিলিপ লাহারিয়া করে কোনমতে তিনতলার বারান্দায় দরজা দিয়ে নিজের ঘরে প্রবেশ করেন। এই বাড়িতে তিনশো বছরের পুরনো চিতাবাঘের মাথা ছাল বংশপরম্পরায় রয়েছে। দিলিপ লাহারিয়া নিয়েছেন কোনমতে তাদের এই বংশপরম্পরায় থাকা বাঘের ছাল টি ও কয়েকটি রুপোর বাসন সামান্য কিছু নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছেন।


Conclusion:তিনি জানিয়েছেন রংপুরে রাজার সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক ছিল। সেই রাজ পরিবার থেকেই উপহারস্বরুপ তারা এগুলি পেয়েছে। বংশ-পরম্পরা ভরে এগুলি তাদের সঙ্গে রয়েছে। আনুমানিক 300 বছরের বেশি বলে জানিয়েছেন তিনি। কিন্তু অনেক মূল্যবান সামগ্রী ও আসবাবপত্র রয়ে গেছে বাড়ির ভেতরে সেগুলো তিনি পার করতে পারেননি। বেলজিয়াম গ্লাস সেট বড় বড় আয়না যেগুলি অ্যান্টিক মূল্য অনেক উদ্ধার করতে পারেননি দিলীপ লাহা। সর্বস্বান্ত হয়ে গেছি আর কিছুই রইল না। পারিবারিক বংশপরম্পরায় ধরে যা আমরা এতদিন যত্ন করে রেখেছিলাম সেইসব বংশ-পরম্পরা আর কিছুই রইল না। সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি আমরা বললেন দিলীপ লাহা।
Last Updated : Sep 12, 2019, 3:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.