ETV Bharat / state

কোরোনা-বিধি মেনেই প্রতিমা নিরঞ্জন, পর্যবেক্ষণে কলকাতা পৌরনিগম - The idol immersion is going on according to the Corona rules, situation is under observation by Kolkata Municipal Corporation

গতকালই কলকাতার 50% প্রতিমার নিরঞ্জন হয়েছে বিভিন্ন ঘাটগুলিতে । বাজা কদমতলা ঘাটে মধ্যরাত পর্যন্ত প্রায় সাড়ে 600 প্রতিমা নিরঞ্জন হয়েছে । আজ দিনভর প্রতিমা নিরঞ্জন চলবে । দ্রুত প্রতিমা নিরঞ্জন করে ঘাটগুলি থেকে কাঠামো সাফাই করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

The idol immersion is going on according to the Corona rules, situation is under observation by Kolkata Municipal Corporation
কোরোনা বিধি মেনেই প্রতিমা নিরঞ্জন, পর্যবেক্ষণে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Oct 27, 2020, 2:31 PM IST

কলকাতা, 27 অক্টোবর : আজ সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনের পালা শুরু হয়েছে । একে একে প্রতিমা আসছে ঘাটগুলিতে । বাজা কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্যবেক্ষণ করতে আজ সকালে এসেছিলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও উদ্যান বিভাগের প্রধান দেবাশিস কুমার ।

তিনি জানান , " গতকালই কলকাতার 50% প্রতিমার নিরঞ্জন হয়েছে বিভিন্ন ঘাটে । বাজা কদমতলা ঘাটে মধ্যরাত পর্যন্ত প্রায় সাড়ে 600 প্রতিমা নিরঞ্জন হয়েছে । আজ দিনভর প্রতিমা নিরঞ্জন চলবে । দ্রুত প্রতিমা নিরঞ্জন করে ঘাটগুলি থেকে কাঠামো সাফাই করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রতিমা গঙ্গায় নিরঞ্জন করার সঙ্গে সঙ্গেই পৌরনিগমের ক্রেনের সাহায্যে সঙ্গে সঙ্গে কাঠামোগুলিকে তুলে ফেলা হচ্ছে । জল থেকে তুলে ঘাটের ধারে রাখা হচ্ছে । সেই সঙ্গেই পুজোর সামগ্রী ফুল বেলপাতা ঘাটের ধারে রাখা হচ্ছে । কলকাতা পৌরনিগমের গাড়ি কাঠামো ও ফুল বেলপাতাগুলিকে সরিয়ে ধাপায় নিয়ে যাচ্ছে । অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘাট সাফাইয়ের কাজ করা হচ্ছে ৷ পাশাপাশি, 1 ঘণ্টা অন্তর বাবুঘাট ও তার পার্শ্ববর্তী ঘাটগুলিকে জীবাণুমুক্তকরণের কাজ চলছে । যারা প্রতিমা নিরঞ্জন করতে আসছেন প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে হচ্ছে ৷ বজার রাখতে হচ্ছে সামাজিক দূরত্ব । প্রতিমার সঙ্গে পাঁচ থেকে ছয় জনের বেশি যাতে ঘাটে না আসে , সেজন্য বাড়তি নজর রাখা হচ্ছে । "

কোরোনা বিধি মেনেই প্রতিমা নিরঞ্জন, পর্যবেক্ষণে কলকাতা পৌরনিগম

আজ সকাল থেকে ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে । প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সাফাইয়ের কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হচ্ছে । নির্দেশ অনুযায়ী, আজ ও আগামীকাল প্রতিমা নিরঞ্জন করা যাবে । গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন প্রতিমা নিরঞ্জন পর্যবেক্ষণ করতে । কোরোনা বিধি মেনেই যাতে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন হয় সেই বিষয়ে তৎপর কলকাতা পৌরনিগম । এই কাজের জন্য অতিরিক্ত পৌরকর্মী মোতায়েন করা হয়েছে । এছাড়াও পুলিশ, ডুবুরি, ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা উপস্থিত রয়েছেন ঘাটগুলিতে ৷ যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে গঙ্গার ঘাটগুলিতে চালানো হচ্ছে কড়া নজরদারি ।

কলকাতা, 27 অক্টোবর : আজ সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনের পালা শুরু হয়েছে । একে একে প্রতিমা আসছে ঘাটগুলিতে । বাজা কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্যবেক্ষণ করতে আজ সকালে এসেছিলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও উদ্যান বিভাগের প্রধান দেবাশিস কুমার ।

তিনি জানান , " গতকালই কলকাতার 50% প্রতিমার নিরঞ্জন হয়েছে বিভিন্ন ঘাটে । বাজা কদমতলা ঘাটে মধ্যরাত পর্যন্ত প্রায় সাড়ে 600 প্রতিমা নিরঞ্জন হয়েছে । আজ দিনভর প্রতিমা নিরঞ্জন চলবে । দ্রুত প্রতিমা নিরঞ্জন করে ঘাটগুলি থেকে কাঠামো সাফাই করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রতিমা গঙ্গায় নিরঞ্জন করার সঙ্গে সঙ্গেই পৌরনিগমের ক্রেনের সাহায্যে সঙ্গে সঙ্গে কাঠামোগুলিকে তুলে ফেলা হচ্ছে । জল থেকে তুলে ঘাটের ধারে রাখা হচ্ছে । সেই সঙ্গেই পুজোর সামগ্রী ফুল বেলপাতা ঘাটের ধারে রাখা হচ্ছে । কলকাতা পৌরনিগমের গাড়ি কাঠামো ও ফুল বেলপাতাগুলিকে সরিয়ে ধাপায় নিয়ে যাচ্ছে । অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘাট সাফাইয়ের কাজ করা হচ্ছে ৷ পাশাপাশি, 1 ঘণ্টা অন্তর বাবুঘাট ও তার পার্শ্ববর্তী ঘাটগুলিকে জীবাণুমুক্তকরণের কাজ চলছে । যারা প্রতিমা নিরঞ্জন করতে আসছেন প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে হচ্ছে ৷ বজার রাখতে হচ্ছে সামাজিক দূরত্ব । প্রতিমার সঙ্গে পাঁচ থেকে ছয় জনের বেশি যাতে ঘাটে না আসে , সেজন্য বাড়তি নজর রাখা হচ্ছে । "

কোরোনা বিধি মেনেই প্রতিমা নিরঞ্জন, পর্যবেক্ষণে কলকাতা পৌরনিগম

আজ সকাল থেকে ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে । প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সাফাইয়ের কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হচ্ছে । নির্দেশ অনুযায়ী, আজ ও আগামীকাল প্রতিমা নিরঞ্জন করা যাবে । গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন প্রতিমা নিরঞ্জন পর্যবেক্ষণ করতে । কোরোনা বিধি মেনেই যাতে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন হয় সেই বিষয়ে তৎপর কলকাতা পৌরনিগম । এই কাজের জন্য অতিরিক্ত পৌরকর্মী মোতায়েন করা হয়েছে । এছাড়াও পুলিশ, ডুবুরি, ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা উপস্থিত রয়েছেন ঘাটগুলিতে ৷ যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে গঙ্গার ঘাটগুলিতে চালানো হচ্ছে কড়া নজরদারি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.