কলকাতা, 1 অক্টোবর : চার বছর বয়সি মেয়ের খিঁচুনি হচ্ছে । চিকিৎসার জন্য তাকে নিয়ে একের পর এক হাসপাতালে ঘুরছেন তার বাবা। কিন্তু কোথাও PICU (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট)-র বেড পাওয়া যাচ্ছে না। অবশেষে, বেসরকারি একটি হাসপাতালে এই শিশুকে ভরতি করা হয়। তবে বাঁচানো যায়নি একরত্তি মেয়েটিকে । এই ঘটনায় দুটি হাসপাতালকে হলফনামা দিতে বলল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।
WBCERC অর্থাৎ, রাজ্যের এই স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চার বছর বয়সি এই শিশুকন্যা গড়িয়া অঞ্চলের বাসিন্দা ছিল। গত 28 জানুয়ারি তার খিঁচুনি শুরু হয়। তাকে নিয়ে প্রথমে যাওয়া যাদবপুরে অবস্থিত বেসরকারি একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে এই শিশুর প্রাথমিক চিকিৎসা হয়। তবে এই শিশুর চিকিৎসার জন্য PICU-র প্রয়োজন বলে জানান ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। এই শিশুকে রেফার করা হয় পার্কসার্কাসে অবস্থিত বেসরকারি একটি শিশু হাসপাতালে।
এই শিশু হাসপাতাল থেকে জানানো হয়, PICU-র সংস্কারের কাজ চলছে। তাই এখন ওই চিকিৎসা সম্ভব নয় ৷ এর পরে এই শিশুকে নিয়ে যাওয়া হয় শরৎ বোস রোডে অবস্থিত একটি হাসপাতালে। সেখানে তখন PICU-র কোনও বেড ফাঁকা ছিল না । তারপর শিশুটিকে নিয়ে যাওয়া হয় মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। সেখানে এই শিশুকে ভরতি নেওয়া হয়। একদিন পর ওই শিশুর মৃত্যু হয় ৷ এই ঘটনায় রাজ্যের এই স্বাস্থ্য কমিশনে চিকিৎসার গাফিলতির অভিযোগ দায়ের করে শিশুর পরিবার ।
কমিশন জানিয়েছে, যাদবপুরের বেসরকারি ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু PICU না থাকার কারণে সেখানে ভরতি নেওয়া সম্ভব হয়নি। তাই অভিযোগ থেকে যাদবপুরের বেসরকারি ওই মেডিকেল কলেজ ও হাসপাতালকে বাদ দেওয়া হয়েছে । তবে, পার্কসার্কাসের শিশু হাসপাতাল এবং শরৎ বোস রোডের ওই হাসপাতালকে হলফনামা দিতে বলা হয়েছে। কমিশন জানিয়েছে, PICU-তে ভরতি হবে না, এ কথা বলে দেওয়া ঠিক না ৷ কোথায় ভরতি হতে পারে, তা বলে দেওয়া যেত। ওই দুই হাসপাতালের হলফনামা পাওয়ার পরে এই মামলায় আবার শুনানি হবে বলে জানিয়েছে কমিশন।