ETV Bharat / state

বিএসএফের কপ্টারে বৃহস্পতিবার শীতলকুচি পরিদর্শনে রাজ্যপাল - জগদীপ ধনখড় ।

নতুন মন্ত্রীসভায় শপথগ্রহণের অনুষ্ঠানের দিনই ধনখড় জানিয়েছিলেন তিনি হিংসাকবলিত এলাকা পরির্দশন করবেন ৷ সেই মতো আজ তিনি টুইট করে জানালেন তাঁর হিংসাকবলিত এলাকাগুলি পরিদর্শনের পরিকল্পনা ।

জগদীপ ধনখড়
জগদীপ ধনখড়
author img

By

Published : May 12, 2021, 7:00 AM IST

কলকাতা, 12 মে : বৃহস্পতিবার কোচবিহারের শীতলকুচিতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড় । মঙ্গলবার টুইট করে নিজেই সে খবর দিয়েছেন রাজ্যপাল । শুধু শীতলকুচিই নয়, ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে তিনি জানিয়েছেন ৷

নতুন মন্ত্রীসভায় শপথগ্রহণের অনুষ্ঠানের দিনই ধনখড় জানিয়েছিলেন তিনি হিংসাকবলিত এলাকা পরির্দশন করবেন ৷ সেই মতো আজ তিনি টুইট করে জানালেন তাঁর হিংসাকবলিত এলাকাগুলি পরিদর্শনের পরিকল্পনা । টুইটারে রাজ্যপাল ধনকড় লিখেছেন, কোচবিহারে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবেন তিনি । পাশাপাশি, আক্রান্তদের সঙ্গে কথাও বলবেন বলেও তিনি জানিয়েছেন এই টুইটে ।

আরও পড়ুন : একুশের নির্বাচনে ভরাডুবি, বিজেপির সাংগঠনিক স্তরে বড় রদবদল, সরছেন কৈলাস বিজয়বর্গীয়

সূত্রের খবর, কোচবিহার সফরের জন্য রাজ্যের কাছে একটি হেলিকপ্টার চেয়েছিলেন রাজ্যপাল । কিন্তু তা তিনি পাননি । পরে বিএসএফের কপ্টারে কোচবিহার যাবার সিদ্ধান্ত নেন তিনি । প্রসঙ্গত, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর ঘটনার তদন্তে শুরু করেছে সিআইডি । সোমবার সিআইডির নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিয়েছেন মাথাভাঙা থানার আইসি । বেশ কিছুক্ষণ ধরে চলে তাঁর জেরাপর্ব ।

কলকাতা, 12 মে : বৃহস্পতিবার কোচবিহারের শীতলকুচিতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড় । মঙ্গলবার টুইট করে নিজেই সে খবর দিয়েছেন রাজ্যপাল । শুধু শীতলকুচিই নয়, ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে তিনি জানিয়েছেন ৷

নতুন মন্ত্রীসভায় শপথগ্রহণের অনুষ্ঠানের দিনই ধনখড় জানিয়েছিলেন তিনি হিংসাকবলিত এলাকা পরির্দশন করবেন ৷ সেই মতো আজ তিনি টুইট করে জানালেন তাঁর হিংসাকবলিত এলাকাগুলি পরিদর্শনের পরিকল্পনা । টুইটারে রাজ্যপাল ধনকড় লিখেছেন, কোচবিহারে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবেন তিনি । পাশাপাশি, আক্রান্তদের সঙ্গে কথাও বলবেন বলেও তিনি জানিয়েছেন এই টুইটে ।

আরও পড়ুন : একুশের নির্বাচনে ভরাডুবি, বিজেপির সাংগঠনিক স্তরে বড় রদবদল, সরছেন কৈলাস বিজয়বর্গীয়

সূত্রের খবর, কোচবিহার সফরের জন্য রাজ্যের কাছে একটি হেলিকপ্টার চেয়েছিলেন রাজ্যপাল । কিন্তু তা তিনি পাননি । পরে বিএসএফের কপ্টারে কোচবিহার যাবার সিদ্ধান্ত নেন তিনি । প্রসঙ্গত, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর ঘটনার তদন্তে শুরু করেছে সিআইডি । সোমবার সিআইডির নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিয়েছেন মাথাভাঙা থানার আইসি । বেশ কিছুক্ষণ ধরে চলে তাঁর জেরাপর্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.