ETV Bharat / state

বেআইনি বাইক-ট্যাক্সি রুখতে সক্রিয় হচ্ছে পুলিশ - কলকাতা

শহরজুড়ে এখন দু-একটি আপ ক্যাব সংস্থা বাইক-ট্যাক্সি পরিষেবা চালু করেছে । হাতে গোনা কয়েকটি বাইক ছাড়া হাজার হাজার বাইক-ট্যাক্সি বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়ার কোনও রকম আইনগত কাগজ পত্র নেই ।

bike taxi
বেআইনি বাইক ট্যাক্সি
author img

By

Published : Feb 11, 2020, 11:19 AM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : এবার বেআইনি বাইক-ট্যাক্সি রুখতে পদক্ষেপ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর । আগেই পুলিশ-প্রশাসন বাইক-ট্যাক্সিগুলির পারমিট যাচাইয়ে তৎপর হয়েছিল । অভিযোগ, পুলিশ-প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি এইসব বাইক-ট্যাক্সি রমরমিয়ে ব্যবসা করে চলেছে শহরে ।

শহরজুড়ে এখন দু-একটি আপ ক্যাব সংস্থা বাইক-ট্যাক্সি পরিষেবা চালু করেছে । হাতে গোনা কয়েকটি বাইক ছাড়া হাজার হাজার বাইক-ট্যাক্সি বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়ার কোনও রকম আইনগত কাগজ পত্র নেই । বেশিরভাগ সময়ই কিছু বাড়তি টাকার জন্য কলেজের ছাত্ররা ব্যক্তিগত স্কুটি বা মোটরবাইকে এই কাজের জন্য ব্যবহার করে থাকেন । এই বিষয় বেঙ্গল ট্যাক্সি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, "শহর কলকাতায় হাজার হাজার বাইক-ট্যাক্সি রয়েছে ৷ যার মধ্যে শুধু 30 থেকে 40টির প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ পারমিট ও অফার লেটার রয়েছে । বাকিগুলি সবই বেআইনি ।"

তিনি আরও জানান, শুধুমাত্র আইনের বিষয়টাই নয় ৷ বেআইনি বাইকে চেপে যে যাত্রী যাচ্ছেন, তাঁরা যদি কোনও দুর্ঘটনায় পড়েন, সেক্ষেত্রে কোনও রকম বিমার সুবিধা পাবেন না । পরিবহন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ধরণের পরিষেবা দিতে গেলে বাণিজ্যিক হলুদ নম্বর প্লেট ও পারমিট থাকতে হবে । যেসব বাইক চালকদের কাছে তা থাকবে না তাঁদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে ।" পাশাপাশি তিনি বলেন, "বাইক ট্যাক্সি চালাতে গেলে নিয়ম মেনে বাণিজ্যিক পারমিটের জন্য আবেদন করতে হবে ৷ লাইসেন্স করতে হবে ।"

কলকাতা, 11 ফেব্রুয়ারি : এবার বেআইনি বাইক-ট্যাক্সি রুখতে পদক্ষেপ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর । আগেই পুলিশ-প্রশাসন বাইক-ট্যাক্সিগুলির পারমিট যাচাইয়ে তৎপর হয়েছিল । অভিযোগ, পুলিশ-প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি এইসব বাইক-ট্যাক্সি রমরমিয়ে ব্যবসা করে চলেছে শহরে ।

শহরজুড়ে এখন দু-একটি আপ ক্যাব সংস্থা বাইক-ট্যাক্সি পরিষেবা চালু করেছে । হাতে গোনা কয়েকটি বাইক ছাড়া হাজার হাজার বাইক-ট্যাক্সি বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়ার কোনও রকম আইনগত কাগজ পত্র নেই । বেশিরভাগ সময়ই কিছু বাড়তি টাকার জন্য কলেজের ছাত্ররা ব্যক্তিগত স্কুটি বা মোটরবাইকে এই কাজের জন্য ব্যবহার করে থাকেন । এই বিষয় বেঙ্গল ট্যাক্সি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, "শহর কলকাতায় হাজার হাজার বাইক-ট্যাক্সি রয়েছে ৷ যার মধ্যে শুধু 30 থেকে 40টির প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ পারমিট ও অফার লেটার রয়েছে । বাকিগুলি সবই বেআইনি ।"

তিনি আরও জানান, শুধুমাত্র আইনের বিষয়টাই নয় ৷ বেআইনি বাইকে চেপে যে যাত্রী যাচ্ছেন, তাঁরা যদি কোনও দুর্ঘটনায় পড়েন, সেক্ষেত্রে কোনও রকম বিমার সুবিধা পাবেন না । পরিবহন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ধরণের পরিষেবা দিতে গেলে বাণিজ্যিক হলুদ নম্বর প্লেট ও পারমিট থাকতে হবে । যেসব বাইক চালকদের কাছে তা থাকবে না তাঁদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে ।" পাশাপাশি তিনি বলেন, "বাইক ট্যাক্সি চালাতে গেলে নিয়ম মেনে বাণিজ্যিক পারমিটের জন্য আবেদন করতে হবে ৷ লাইসেন্স করতে হবে ।"

Intro:এবার বেআইনি বাইক ট্যাক্সি রুখতে পদক্ষেপ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। যদিও এর আগেও পুলিশ-প্রশাসন বাইক ট্যাক্সিগুলির পারমিট যাচাইয়ে তৎপর হয়েছে। তবে পুলিশ-প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি এইসব বাইক ট্যাক্সি রমরমা করে ব্যবসা করে চলেছে শহর জুরে।


Body:শহর জুড়ে এখন দুএকটি আপ ক্যাব সংস্থা বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে। হাতে গোনা কয়েকটি বাইক ছাড়া হাজার হাজার বাইকট্যাক্সির বাণিজ্যিকভাবে পরিষেবা প্রদান করার কোনও রকম আইনী কাগজ পত্র থাকে না। বেশিরভাগ সময়ই কিছু বাড়তি টাকার জন্য কলেজের ছাত্র থেকে শুরু করে বহু মানুষ ব্যক্তিগত স্কুটি বা মোটরবাইকে এই কাজের জন্য ব্যবহার করে থাকেন।

এই বিষয় বেঙ্গল ট্যাক্সি এসোসিয়েশনের সাধসরণ সম্পাদক বিমল গুহ বলেন, "শহর কলকাতায় হাজার হাজার বাইক ট্যাক্সি রয়েছে যার মধ্যে শুধু 30 থেকে 40টির প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ পারমিট ও অফার লেটার রয়েছে। বাকিগুলি যেগুলি রয়েছে সেগুলি সবই বেআইনি।"

তিনি আরও বলেন যে শুধুমাত্র আইনের বিষয়টাই নয় এই বাইকে চেপে যে যাত্রী যাচ্ছেন যদি তিনি কোনও পথদুর্ঘটনার শিকার হন তাহলে সেক্ষেত্রে তিনি কোনও রকম ইন্সুরেন্স পাবেন না।


Conclusion:পরিবহন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন যে এই ধরণের পরিষেবা দিতে গেলে বাণিজ্যিক হলুদ নম্বর প্লেট ও পারমিট থাকতে হবে। যেসব বাইক চালকদের কাছে তা থাকবে না তাঁদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্ঠা নেওয়া হবে।" পাশাপাশি তিনি বলেন যে বাইক ট্যাক্সি চালাতে গেলে নিয়ম মেনে বাণিজ্যিক পারমিটের জন্য আবেদন করতে হবে ও লাইসেন্স সংগ্রহ করতে হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.