কলকাতা, ৭ মার্চ : তিনি একাধারে PWD (পার্সন উইথ ডিস্যাবিলিটিস)। আবার নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের আইকন। তিনি জিজা ঘোষ। এ রাজ্যের ভোট-সন্ত্রাস দাগ কেটেছে তাঁর মনেও। আর তাই তিনি ETV ভারতকে বললেন, "রাজনৈতিক দলগুলো যদি জুলুমবাজি করে, সেটা তাদের আদর্শ।"
আসলে সাহসটা দেখিয়ে ফেলেছিলেন জিজা। হেলেন কেলারের মতই। শারীরিক প্রতিবন্ধকতাকে পাত্তা না দিয়ে আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো মাথা উঁচু করে বাঁচার ধনুক ভাঙা পণ। জিজার কথা বলতে সমস্যা। হাঁটাচলাও স্বাভাবিক নয়। লা মার্টিনিয়ার স্কুল এবং পরে সেরিব্রাল পালসি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন। সমাজতত্ত্ব বিষয়ে অনার্স করেছেন প্রেসিডেন্সি থেকে। পরে পেয়েছেন দিল্লি স্কুল অফ সোশাল ওয়ার্কের ডিগ্রি। ২০০৬ সালে ইউনাইটেড কিংডমের ইউনিভার্সিটি থেকে পার্সন উইথ ডিস্যাবিলিটিস নিয়ে দ্বিতীয় মাস্টারস ডিগ্রি। এখন ইনস্টিটিউট অফ সেরিব্রাল পালসিতে পড়ান। তাঁকে নিয়ে তৈরি তথ্যচিত্র 'আই অ্যাম জিজা' পেয়েছে জাতীয় পুরস্কার।
সেই জিজার মনে দাগ কেটেছে এরাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির ঘনঘটা। তিনি চান না নির্বাচনকে কেন্দ্র করে রক্তপাত। বলেন, "আমি আবেদন জানাচ্ছি সাধারণ মানুষকে ভোট দিতে দিন। ওটা মানুষের গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করুন। আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে।"
এরাজ্যে নির্বাচনে হিংসার কথা বারবার উঠে এসেছে। এ প্রসঙ্গে জিজা বলেন, "এটা রাজনৈতিক দলগুলোর নৈতিকতার বিষয়। তারা যদি জুলুম করে, সেটা তাদের ফিলোজ়ফি এবং ইডিওলজি। আমি চাই, নির্বাচন হোক শান্তিপূর্ণ।"