ETV Bharat / state

কলকাতায় কিছুটা বাড়ল তাপমাত্রা, 6 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা - তাপমাত্রার পারদ বাড়লেও জাঁকিয়ে শীত

গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আজ তাপমাত্রা বেড়ে 12.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ।

weather
weather
author img

By

Published : Dec 22, 2020, 11:27 AM IST

Updated : Dec 22, 2020, 11:51 AM IST

কলকাতা,22 ডিসেম্বর : কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা । তবে তাপমাত্রা বাড়লেও এখনই শীত বিদায় নিচ্ছে না । জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে গোটা ডিসেম্বর মাস পর্যন্ত ।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 6টি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে । পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রির থেকে কম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা কম থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়ায় ।

কলকাতায় তাপমাত্রার পারদ সামান্য বৃদ্ধি পেয়েছে । গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আজ তাপমাত্রা বেড়ে 12.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম।

আগামী 24 ঘণ্টায় সকালে ও সন্ধ্যায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আরও পড়ুন : আইপিএস ডেপুটেশন ইশুতে মমতার পাশে এনসিপি, রাজ্যে আসতে পারেন পাওয়ার

উত্তরপ্রদেশ ও বিহারে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে। ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে । আগামীকাল দিল্লি,পঞ্জাব,হরিয়ানা,চণ্ডীগড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম ভবন । জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবার নাগাদ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে । ফল এই সপ্তাহ শেষে জম্মু-কাশ্মীর উপত্যকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতা,22 ডিসেম্বর : কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা । তবে তাপমাত্রা বাড়লেও এখনই শীত বিদায় নিচ্ছে না । জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে গোটা ডিসেম্বর মাস পর্যন্ত ।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 6টি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে । পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রির থেকে কম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা কম থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়ায় ।

কলকাতায় তাপমাত্রার পারদ সামান্য বৃদ্ধি পেয়েছে । গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আজ তাপমাত্রা বেড়ে 12.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম।

আগামী 24 ঘণ্টায় সকালে ও সন্ধ্যায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আরও পড়ুন : আইপিএস ডেপুটেশন ইশুতে মমতার পাশে এনসিপি, রাজ্যে আসতে পারেন পাওয়ার

উত্তরপ্রদেশ ও বিহারে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে। ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে । আগামীকাল দিল্লি,পঞ্জাব,হরিয়ানা,চণ্ডীগড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম ভবন । জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবার নাগাদ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে । ফল এই সপ্তাহ শেষে জম্মু-কাশ্মীর উপত্যকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Last Updated : Dec 22, 2020, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.