ETV Bharat / state

3 মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে সোশাল মিডিয়ায় সরব হতে চলেছে BJP-র যুব মোর্চা

3 মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে সোশাল মিডিয়ায় জনমত তৈরি করে সরব হতে চলেছে BJP-র যুব মোর্চা । ইতিমধ্যে সমস্ত প্রস্তুতিও শুরু হয়েছে ।

author img

By

Published : May 4, 2020, 12:32 PM IST

BJP on Social Media
সোশাল মিডিয়ায় বিজেপি

কলকাতা, 4 মে : লকডাউনের ফলে সকলের সংসারেই কম-বেশি আর্থিক সমস্যা দেখা দিয়েছে । তাই এই পরিস্থিতিতে 3 মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে সোশাল মিডিয়ায় জনমত তৈরি করে সরব হতে চলেছে BJP-র যুব মোর্চা । ইতিমধ্যে সমস্ত প্রস্তুতিও শুরু হয়েছে ।

বিদ্যুতের বিল মকুবের আবেদন জানিয়ে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছিল BJP-র তরফে । কিন্তু সেই চিঠির উত্তর দেননি মুখ্যমন্ত্রী । তাই এই ইশু নিয়ে এবার সোশাল মিডিয়ায় সরব হতে চাইছে BJP-র যুব মোর্চা । তাছাড়া, কোরোনা সংক্রমণ রুখতে কোনওরকমের জমায়েত থেকে বিরত থাকতে বলেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার । ফলে BJP-র এই কর্মসূচিতে বাড়িতে বসেই শামিল হতে পারবে মানুষ ।

BJP যুব মোর্চা এই কর্মসূচির জন্য সোশাল মিডিয়ায় বিশেষ পেজ তৈরির কাজও শুরু করে দিয়েছে । আর এই কাজের জন্য IT সেলের সহযোগিতা নিচ্ছে যুব মোর্চা । BJP-র 39 টি সাংগঠনিক জেলার জন্য পৃথক পেজ তৈরি করা হবে । জেলার নামেই পেজগুলি তৈরি হবে । CESC ও WBSECL এই দুই বিদ্যুৎ সংস্থার গ্রাহকদের বিল মকুবের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বলেন, "সোশাল মিডিয়ায় পেজ তৈরি করে রাজ্য সরকারের উপর আরও চাপ তৈরি করতে চাইছি । এটা বোঝাতে চাইছি, বিদ্যুতের বিল মকুবের ইশুতে রাজ্যের মানুষ আমাদের পাশে আছে । তাঁদের সমর্থনকে হাতিয়ার করতে চাইছি । লকডাউন চলায় আমরা কোনও জমায়েত করতে চাইছি না । কিন্তু এই ইশুতে রাজ্য সরকার যতদিন না তাদের মতামত স্পষ্ট করবে ততদিন এই আন্দোলন আমরা চালিয়ে যাব ।"

কলকাতা, 4 মে : লকডাউনের ফলে সকলের সংসারেই কম-বেশি আর্থিক সমস্যা দেখা দিয়েছে । তাই এই পরিস্থিতিতে 3 মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে সোশাল মিডিয়ায় জনমত তৈরি করে সরব হতে চলেছে BJP-র যুব মোর্চা । ইতিমধ্যে সমস্ত প্রস্তুতিও শুরু হয়েছে ।

বিদ্যুতের বিল মকুবের আবেদন জানিয়ে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছিল BJP-র তরফে । কিন্তু সেই চিঠির উত্তর দেননি মুখ্যমন্ত্রী । তাই এই ইশু নিয়ে এবার সোশাল মিডিয়ায় সরব হতে চাইছে BJP-র যুব মোর্চা । তাছাড়া, কোরোনা সংক্রমণ রুখতে কোনওরকমের জমায়েত থেকে বিরত থাকতে বলেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার । ফলে BJP-র এই কর্মসূচিতে বাড়িতে বসেই শামিল হতে পারবে মানুষ ।

BJP যুব মোর্চা এই কর্মসূচির জন্য সোশাল মিডিয়ায় বিশেষ পেজ তৈরির কাজও শুরু করে দিয়েছে । আর এই কাজের জন্য IT সেলের সহযোগিতা নিচ্ছে যুব মোর্চা । BJP-র 39 টি সাংগঠনিক জেলার জন্য পৃথক পেজ তৈরি করা হবে । জেলার নামেই পেজগুলি তৈরি হবে । CESC ও WBSECL এই দুই বিদ্যুৎ সংস্থার গ্রাহকদের বিল মকুবের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বলেন, "সোশাল মিডিয়ায় পেজ তৈরি করে রাজ্য সরকারের উপর আরও চাপ তৈরি করতে চাইছি । এটা বোঝাতে চাইছি, বিদ্যুতের বিল মকুবের ইশুতে রাজ্যের মানুষ আমাদের পাশে আছে । তাঁদের সমর্থনকে হাতিয়ার করতে চাইছি । লকডাউন চলায় আমরা কোনও জমায়েত করতে চাইছি না । কিন্তু এই ইশুতে রাজ্য সরকার যতদিন না তাদের মতামত স্পষ্ট করবে ততদিন এই আন্দোলন আমরা চালিয়ে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.