দিল্লি, 17 অগাস্ট : 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ্য BJPকে 200 আসনের টার্গেট বেধে দিলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠক জেপি আড্ডা এই নির্দেশ দিয়েছেন দিলীপ ঘোযকে । সেই সঙ্গে রাজ্য BJPকে নির্বাচনকে পাখির চোখ করে কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা ।
2019 সালের লোক সভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 2 থেকে 18-এ পৌঁছে যায় গেরুয়া শিবির । এর পর থেকেই রাজ্যে পদ্ম ফোঁটাতে কোমর বেধে ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা । বিভিন্ন ইশুতে রাজ্য় সরকারের ব্যর্থতা তুলে প্রচারের ঝাঁঝ বাড়িয়েছে বঙ্গ BJP। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প পশ্চিমবঙ্গে অনুমতি পায়নি । রাজ্য BJP-কে সেই সমব প্রকল্পের খতিয়ান তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে নির্দেশ দিয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা ।
এদিকে সম্প্রতি একাধিক বিতর্কিত মন্তব্য করায় দিলীপ ঘোষের উপর ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব । সম্প্রতি, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন," দিলীপ ঘোষ যদি পদত্যাগ করতে চাইত তাহলে এতদিন পদে থাকত না। আমি বুকে পা তুলে রাজনীতি করি। যে সামনে আসবে তার বুকের উপর দাঁড়িয়ে রাজনীতি করি। দিলীপ ঘোষ একাই বাংলার পরিবর্তন করতে পারে। যার আত্মবিশ্বাস নেই, দলের উপর বিশ্বাস নেই, সে বাড়িতে বসে থাক আমাদের মুখ্যমন্ত্রী হলে যেন মিষ্টি খেতে আসে । "
বৈঠকে দিলীপ ঘোষকে সতর্ক করেছেন জেপি নাড্ডা । আগামী দিনে বক্তব্য রাখার সময় খেলায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি । তাঁর কড়া বার্তা কোনোও নেতার কোনও মন্তব্যের জন্য দলের ভাবমূর্তী যাতে খারাপ না হয় । এছাড়াও রাজ্য BJP-র অন্দরে নেতাদের মনোমালিন্য নিয়েও ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব । 21-অর নির্বাচনের আদে অন্দরের সমস্যা মিটিয়ে এক সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন জে পি নাড্ডা ।