ETV Bharat / state

রাজ্যপালের কাছে 'আটকে' বিল, কার্যবিবরণী না থাকায় 2 দিন স্থগিত বিধানসভা - বিধানসভার অধিবেশন স্থগিত

বিধানসভার শীতকালীন অধিবেশন চলতে চলতে হঠাৎ করে কার্যবিবরণী না থাকায় স্থগিত হয়ে গেল আগামী দু'দিনের অধিবেশন । বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন বসবে না । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালের কাছে বেশ কিছু বিল গেছে, যে বিলগুলিতে এখনও পর্যন্ত রাজ্যপালের অনুমোদন পাওয়া যায়নি ।

assembly
বিধানসভা
author img

By

Published : Dec 3, 2019, 9:06 PM IST

Updated : Dec 4, 2019, 8:28 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : নজিরবিহীন ঘটনা বিধানসভায় । শীতকালীন অধিবেশন চলতে চলতে হঠাৎ করে কার্যবিবরণী না থাকায় স্থগিত হয়ে গেল আগামী দু'দিনের অধিবেশন । বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন বসবে না । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালের কাছে বেশ কিছু বিল গেছে, যে বিলগুলিতে এখনও পর্যন্ত রাজ্যপালের অনুমোদন পাওয়া যায়নি । এমন কী বিলগুলোতে স্বাক্ষরও করেননি রাজ্যপাল। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলেও, তিনি মুখ খুলতে নারাজ ।


এবার রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত চলে এল বিধানসভার অধিবেশনও । বিরোধীরা হতবাক গোটা ঘটনায়। শাসকদলের বিধায়করা স্তম্ভিত । অতীতে এমন ঘটনা ঘটেনি বলেই জানাচ্ছে বিধানসভার সংবিধান ।

এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বিরোধী দলগুলোর নেতারা । বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, কার্যবিবরণী না নিয়ে কেন অধিবেশন ডাকা হল তা জানেন না তাঁরাও । অথচ অধ্যক্ষ সিনিয়র নেতাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, নজিরবিহীন এই ঘটনা অতীতে কখনও ঘটেনি বিধানসভায় । কাল এবং পরশু কী বিধানসভায় সরকারি ছুটি, প্রশ্ন সুজন চক্রবর্তীর ।

নজিরবিহীন ভাবে স্থগিত বিধানসভার অধিবেশন৷ দেখুন ভিডিযয়ো

এদিকে, বিধানসভার সংবিধানের 185 ধারা মেনে ডেঙ্গি নিয়ে আলোচনা হচ্ছে না । অথচ বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির বৈঠকে অধ্যক্ষ বলেছিলেন, 185 ধারা মেনে ডেঙ্গি নিয়ে দেড় ঘণ্টা আলোচনা হবে বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধে । 194 ধারায় ডেঙ্গি নিয়ে আলোচনা শুরু হয় অধিবেশনের দ্বিতীয় অর্ধে । উল্লিখিত ধারায় কোনওরকম সংশোধনী বা ভোটাভুটি গ্রাহ্য হয় না । বিরোধীদের অভিযোগ, শাসকপক্ষ দ্বিচারিতা করে 185 ধারার বদলে 194 ধারায় ডেঙ্গি নিয়ে আলোচনা করছে । যাতে বিরোধী দলের বিধায়করা কোনওরকম সংশোধনী আনতে না পারে । তাহলে এই আলোচনায় থেকে লাভ কী, প্রশ্ন বাম এবং কংগ্রেস বিধায়কদের । ডেঙ্গি নিয়ে আলোচনার সময় যখন বাম এবং কংগ্রেস বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করছেন, তখন অধ্যক্ষ তাঁর আসন থেকে সমগ্র ঘটনার নিন্দা করেন ।

রাজ্য সরকার তথ্য গোপন করছে বলে অধিবেশন কক্ষে হই হট্টগোল করেন বিরোধী দলের বিধায়করা । রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নিজের কাজ করতে পারেনি । শুধুমাত্র আধিকারিক বদল করে ডেঙ্গি মোকাবিলা করা যাবে না , ডেঙ্গি নিয়ে আলোচনায় বললেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । ডেঙ্গি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে । সচেতনতার অভাবে রাজ্য সরকারের পদক্ষেপ চোখে পড়ছে না । জানান কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত । কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র নিজে বলছেন স্বাস্থ্য দপ্তর সফল হয়নি ডেঙ্গি মোকাবিলায়, অভিযোগ তোলেন CPI(M) বিধায়ক অশোক ভট্টাচার্য । এরপরই যৌথভাবে ওয়াকআউট করেন তাঁরা।

কলকাতা, 3 ডিসেম্বর : নজিরবিহীন ঘটনা বিধানসভায় । শীতকালীন অধিবেশন চলতে চলতে হঠাৎ করে কার্যবিবরণী না থাকায় স্থগিত হয়ে গেল আগামী দু'দিনের অধিবেশন । বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন বসবে না । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালের কাছে বেশ কিছু বিল গেছে, যে বিলগুলিতে এখনও পর্যন্ত রাজ্যপালের অনুমোদন পাওয়া যায়নি । এমন কী বিলগুলোতে স্বাক্ষরও করেননি রাজ্যপাল। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলেও, তিনি মুখ খুলতে নারাজ ।


এবার রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত চলে এল বিধানসভার অধিবেশনও । বিরোধীরা হতবাক গোটা ঘটনায়। শাসকদলের বিধায়করা স্তম্ভিত । অতীতে এমন ঘটনা ঘটেনি বলেই জানাচ্ছে বিধানসভার সংবিধান ।

এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বিরোধী দলগুলোর নেতারা । বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, কার্যবিবরণী না নিয়ে কেন অধিবেশন ডাকা হল তা জানেন না তাঁরাও । অথচ অধ্যক্ষ সিনিয়র নেতাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, নজিরবিহীন এই ঘটনা অতীতে কখনও ঘটেনি বিধানসভায় । কাল এবং পরশু কী বিধানসভায় সরকারি ছুটি, প্রশ্ন সুজন চক্রবর্তীর ।

নজিরবিহীন ভাবে স্থগিত বিধানসভার অধিবেশন৷ দেখুন ভিডিযয়ো

এদিকে, বিধানসভার সংবিধানের 185 ধারা মেনে ডেঙ্গি নিয়ে আলোচনা হচ্ছে না । অথচ বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির বৈঠকে অধ্যক্ষ বলেছিলেন, 185 ধারা মেনে ডেঙ্গি নিয়ে দেড় ঘণ্টা আলোচনা হবে বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধে । 194 ধারায় ডেঙ্গি নিয়ে আলোচনা শুরু হয় অধিবেশনের দ্বিতীয় অর্ধে । উল্লিখিত ধারায় কোনওরকম সংশোধনী বা ভোটাভুটি গ্রাহ্য হয় না । বিরোধীদের অভিযোগ, শাসকপক্ষ দ্বিচারিতা করে 185 ধারার বদলে 194 ধারায় ডেঙ্গি নিয়ে আলোচনা করছে । যাতে বিরোধী দলের বিধায়করা কোনওরকম সংশোধনী আনতে না পারে । তাহলে এই আলোচনায় থেকে লাভ কী, প্রশ্ন বাম এবং কংগ্রেস বিধায়কদের । ডেঙ্গি নিয়ে আলোচনার সময় যখন বাম এবং কংগ্রেস বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করছেন, তখন অধ্যক্ষ তাঁর আসন থেকে সমগ্র ঘটনার নিন্দা করেন ।

রাজ্য সরকার তথ্য গোপন করছে বলে অধিবেশন কক্ষে হই হট্টগোল করেন বিরোধী দলের বিধায়করা । রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নিজের কাজ করতে পারেনি । শুধুমাত্র আধিকারিক বদল করে ডেঙ্গি মোকাবিলা করা যাবে না , ডেঙ্গি নিয়ে আলোচনায় বললেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । ডেঙ্গি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে । সচেতনতার অভাবে রাজ্য সরকারের পদক্ষেপ চোখে পড়ছে না । জানান কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত । কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র নিজে বলছেন স্বাস্থ্য দপ্তর সফল হয়নি ডেঙ্গি মোকাবিলায়, অভিযোগ তোলেন CPI(M) বিধায়ক অশোক ভট্টাচার্য । এরপরই যৌথভাবে ওয়াকআউট করেন তাঁরা।

Intro:বিধানসভার সংবিধানের ১৮৫ ধারা মেনে ডেঙ্গু নিয়ে আলোচনা হচ্ছে না। অথচ বিজনেস এডভাইজারী কমিটির বৈঠকে অধ্যক্ষ বলেছিলেন ১৮৫ ধারা মেনে ডেঙ্গুর ওপর দেড় ঘণ্টা আলোচনা হবে বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধে। আজ এই অভিযোগে ডেঙ্গু নিয়ে আলোচনার মধ্য পর্যায় অধিবেশন কক্ষ ত্যাগ করেন বাম এবং কংগ্রেস বিধায়করা।


Body:১৯৪ ধারায় ডেঙ্গু নিয়ে আলোচনা শুরু হয় অধিবেশনের দ্বিতীয় অর্ধে। উল্লিখিত ধারায় কোনরকম সংশোধনী, বা ভোটাভুটি গ্রাহ্য হয় না। অভিযোগ, শাসক পক্ষ দ্বিচারিতা করে ১৮৫ ধারার বদলে ১৯৪ ধারাকে অবলম্বন করে ডেঙ্গু নিয়ে আলোচনা করছে। যেখানে বিরোধী দলের বিধায়করা কোনরকম সংশোধনী আনতে না পারে। তাহলে এই আলোচনায় থেকে লাভ কি, প্রশ্ন বাম এবং কংগ্রেস বিধায়কদের। ডেঙ্গু নিয়ে আলোচনার সময় যখন বাম এবং কংগ্রেস বিধায়ক রা ওয়াকআউট করছেন, তখন অধ্যক্ষ তার আসন থেকে সমগ্র ঘটনার নিন্দা জানাচ্ছেন।
রাজ্য সরকার তথ্য গোপন করছে বলে অধিবেশন কক্ষে হৈ হট্টগোল করেন বিরোধী দলের বিধায়করা। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নিজের কাজ করতে পারেনি। শুধুমাত্র আধিকারিক বদল করে ডেঙ্গু মোকাবিলা করা যাবে না। ডেঙ্গু নিয়ে আলোচনায় বললেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র অশোক ভট্টাচার্য। ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। সচেতনতার অভাবে রাজ্য সরকারের পদক্ষেপ চোখে পড়ছে না। বললেন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র নিজে বলছেন স্বাস্থ্য দপ্তর সফল হয়নি ডেঙ্গু মোকাবিলায়। অভিযোগ করে আজ অধিবেশন কক্ষে জানালেন সিপিআইএম বিধায়ক অশোক ভট্টাচার্য। এর পরেই যৌথভাবে ওয়াকআউট করেন তারা।


Conclusion:
Last Updated : Dec 4, 2019, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.