কলকাতা, 3 ডিসেম্বর : নজিরবিহীন ঘটনা বিধানসভায় । শীতকালীন অধিবেশন চলতে চলতে হঠাৎ করে কার্যবিবরণী না থাকায় স্থগিত হয়ে গেল আগামী দু'দিনের অধিবেশন । বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন বসবে না । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালের কাছে বেশ কিছু বিল গেছে, যে বিলগুলিতে এখনও পর্যন্ত রাজ্যপালের অনুমোদন পাওয়া যায়নি । এমন কী বিলগুলোতে স্বাক্ষরও করেননি রাজ্যপাল। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলেও, তিনি মুখ খুলতে নারাজ ।
এবার রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত চলে এল বিধানসভার অধিবেশনও । বিরোধীরা হতবাক গোটা ঘটনায়। শাসকদলের বিধায়করা স্তম্ভিত । অতীতে এমন ঘটনা ঘটেনি বলেই জানাচ্ছে বিধানসভার সংবিধান ।
এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বিরোধী দলগুলোর নেতারা । বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, কার্যবিবরণী না নিয়ে কেন অধিবেশন ডাকা হল তা জানেন না তাঁরাও । অথচ অধ্যক্ষ সিনিয়র নেতাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, নজিরবিহীন এই ঘটনা অতীতে কখনও ঘটেনি বিধানসভায় । কাল এবং পরশু কী বিধানসভায় সরকারি ছুটি, প্রশ্ন সুজন চক্রবর্তীর ।
এদিকে, বিধানসভার সংবিধানের 185 ধারা মেনে ডেঙ্গি নিয়ে আলোচনা হচ্ছে না । অথচ বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির বৈঠকে অধ্যক্ষ বলেছিলেন, 185 ধারা মেনে ডেঙ্গি নিয়ে দেড় ঘণ্টা আলোচনা হবে বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধে । 194 ধারায় ডেঙ্গি নিয়ে আলোচনা শুরু হয় অধিবেশনের দ্বিতীয় অর্ধে । উল্লিখিত ধারায় কোনওরকম সংশোধনী বা ভোটাভুটি গ্রাহ্য হয় না । বিরোধীদের অভিযোগ, শাসকপক্ষ দ্বিচারিতা করে 185 ধারার বদলে 194 ধারায় ডেঙ্গি নিয়ে আলোচনা করছে । যাতে বিরোধী দলের বিধায়করা কোনওরকম সংশোধনী আনতে না পারে । তাহলে এই আলোচনায় থেকে লাভ কী, প্রশ্ন বাম এবং কংগ্রেস বিধায়কদের । ডেঙ্গি নিয়ে আলোচনার সময় যখন বাম এবং কংগ্রেস বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করছেন, তখন অধ্যক্ষ তাঁর আসন থেকে সমগ্র ঘটনার নিন্দা করেন ।
রাজ্য সরকার তথ্য গোপন করছে বলে অধিবেশন কক্ষে হই হট্টগোল করেন বিরোধী দলের বিধায়করা । রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নিজের কাজ করতে পারেনি । শুধুমাত্র আধিকারিক বদল করে ডেঙ্গি মোকাবিলা করা যাবে না , ডেঙ্গি নিয়ে আলোচনায় বললেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । ডেঙ্গি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে । সচেতনতার অভাবে রাজ্য সরকারের পদক্ষেপ চোখে পড়ছে না । জানান কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত । কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র নিজে বলছেন স্বাস্থ্য দপ্তর সফল হয়নি ডেঙ্গি মোকাবিলায়, অভিযোগ তোলেন CPI(M) বিধায়ক অশোক ভট্টাচার্য । এরপরই যৌথভাবে ওয়াকআউট করেন তাঁরা।