কলকাতা, 17 মে : কোনও মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে বিধানসভার অধ্যক্ষের একটা অনুমোদন প্রয়োজন ৷ হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমার থেকে কোনওরকম অনুমোদন নেওয়া হয়নি, বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷
তিনি আরও বলেন, "এই বিষয়ে আমরা মহামান্য আদালতকে জানিয়েছি ৷ সেই প্রেক্ষাপটে রাজ্যপাল কীভাবে অনুমোদন দিলেন এটাও বিস্মিত হয়েছি ৷ কারণ বিধানসভার চেয়ারে আমি সেদিন ছিলাম যেদিন উনি অনুমোদন দিলেন ৷ আমার মনে হয় রাজ্যপাল যেভাবে এই অনুমোদন দিয়েছেন সেটা আইনসম্মতভাবে সিদ্ধ নয় ৷ আইনজীবীরা লড়াই করবেন এর বিরুদ্ধে ৷ এর পরিপ্রক্ষিতে গ্রেফতার এটাও সঠিক হয়নি ৷"
প্রসঙ্গত, আজ সকালে নারদ কাণ্ডে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম সহ পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্রকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা ৷ যার জেরে ইতিমধ্যেই জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ ৷
আরও পড়ুন : চেতলায় বিক্ষোভ ফিরহাদের অনুগামীদের