কলকাতা, 17 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে একাধিক জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । দেশের একাধিক জায়গায় থার্মাল স্ক্রিনিং টেস্ট শুরু হয়েছে ৷ কলকাতা হাইকোর্টের সব গেটেই এই থার্মাল স্ক্রিনিংয়ের কাজ শুরু হল আজ থেকে ।
সকাল থেকেই সাধারণ মামলাকারী থেকে শুরু করে আইনজীবী, বিচারপতি, আদালতের কর্মী সহ যাঁরাই আদালত কক্ষে ঢুকছেন তাঁদের থার্মাল টেস্ট করা হচ্ছে ।
গতকাল বার কাউন্সিলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয় ৷ তাতে জানানো হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে 21 মার্চ পর্যন্ত রাজ্যের কোনও আদালতে আইনজীবীরা কাজে যোগ দেবেন না । যার ফলে আজ কলকাতা হাইকোর্ট চত্বর অন্যদিনের তুলনায় ফাঁকা ছিল । এজলাসগুলিতে বিচারপতিরা থাকলেও চলছে শুধুমাত্র জরুরি মামলার শুনানি । সেক্ষেত্রে মামলাকারী বা আবেদনকারী নিজেই তাঁদের বক্তব্য জানাচ্ছেন বিচারপতিকে ।
হাইকোর্ট সূত্রে খবর, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত চলবে থার্মাল স্ক্রিনিং । অন্যদিকে, হাইকোর্ট বার কাউন্সিলের সদস্যরা 20 মার্চ বিকেলে বৈঠক করবেন । সব দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।