কলকাতা, 22 সেপ্টেম্বর: রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে তাক লাগিয়ে দেওয়ার মতো শিল্পকর্ম ৷ যা তৈরি করে সেখানকার মানুষরা এখনও জীবিকা নির্বাহ করে থাকেন ৷ তবে সমাজ যত আধুনিক হচ্ছে, আমরা তত আধুনিক হতে গিয়ে ভুলতে বসেছি সেইসব শিল্পকে ৷ অনেকের আবার হয়ত জানায় নেই যে, কোন জেলা কী শিল্পের জন্য বিখ্যাত ৷
তবে এই বিষয়ে জানতে চাইলে, ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীনের পুজো মণ্ডপে যেতে হবে ৷ তাদের এবারের থিম 'লোকশিল্প প্রবাহ'। আর এই থিমের মাধ্যমেই জেলাভিত্তিক বিখ্যাত শিল্পকর্মগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তাঁরা ৷ এই মণ্ডপে বলাগড়ের নৌকা শিল্প যেমন থাকছে, তেমনই ফরিদপুরের পুতুল, মিষ্টির ছাঁচ, কাঠের পুতুল, ছাঁচ শিল্প, পটচিত্র, বাঁশ শিল্প, মৃৎশিল্প, নকশি কাঁথা-সহ আরও নানান লোকশিল্প থাকছে ৷
আরও পড়ুন : ক্যালকাটা থেকে কলকাতা, পুরনো তিলোত্তমাকে ফেরাচ্ছে দমদম পার্ক তরুণ দল
পুজো মণ্ডপ থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে 'গুরুসদয় মিউজিয়াম'। ব্রতচারী আন্দোলনের প্রবর্তক গুরুসদয় দত্তকে সম্মান জানাতেই এস বি পার্কের এবারের এই থিম বলে জানান পুজো উদ্যোক্তা সঞ্জয় মজুমদার । তবে, গুরুসদয় মিউজিয়ামের অনুকরণে নয় বরং শিল্পের আরেকটা সংরক্ষণশালা তৈরি করার চেষ্টা করা হয়েছে লোকশিল্প প্রবাহ নামক এই থিমের মধ্যে দিয়ে ৷
শিল্পী ও পরিকল্পনাকার পার্থ দাশগুপ্ত তাঁর নিখুঁত ভাবনায় সাজিয়ে তুলছেন মণ্ডপ । তাঁর দলে রয়েছেন ডেভিড মালাকার, শতদ্রু বন্দ্যোপাধ্যায়, সৌভিক দাস ও ছন্দক মজুমদার । লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ-সহ 'জিমনাস্টিক' মোটিফের দরজা হয়ে উঠছে 'লোকশিল্প প্রবাহে'-র প্রবেশ মাধ্যম । শিল্পী কেশব বিশ্বাস ও তিনকড়ি পোদ্দারের দৃপ্ত হাতের কারুকৃতিতে কাঠের ত্রিমাত্রিক স্পেসে বাস্তবায়িত হচ্ছে আলংকারিক দরজা দুটি ।
এহেন মণ্ডপের সঙ্গে বাজবে মানানসই থিম সং ৷ এ বছর যা বানিয়েছে 'দোহার'। গান লিখেছেন আকাশ চক্রবর্তী । প্রতিবারের মতো এবারও পুজো মণ্ডপের বাইরে থাকবে যথেষ্ট স্বেচ্ছাসেবক । থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ।
আরও পড়ুন : কলকাতা ভাসবে ! সতর্কবার্তার পোস্টারে এ কীসের ইঙ্গিত ?