কলকাতা, 21 অক্টোবর: সল্টলেকে চাকরিপ্রার্থীদের আন্দোলনে বিচারপতি লাপিতা বন্দোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করল টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা । 2014 সালে টেট উত্তীর্ণ এই চাকরিপ্রার্থীদের আন্দোলন সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অনুমতি সাপেক্ষে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে । আগামী 28 অক্টোবর বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে (TET Candidates appeal in Calcutta High Court Division Bench) ৷
বৃহস্পতিবার গভীর রাতে করুণাময়ীতে পুলিশ অভিযান চালায় ৷ মাত্র 15 মিনিটে টেট উত্তীর্ণদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় ৷ প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার, 17 অক্টোবর থেকে করুণাময়ীতে এপিসি ভবনের সামনে আমরণ অনশনে বসেন চাকরিপ্রার্থীরা ৷ তাঁরা 2014 সালে টেট পরীক্ষায় পাশ করেছিলেন ৷ এখনও চাকরি না পেয়ে এই বিক্ষোভ অবস্থানে বসেন ৷
আরও পড়ুন: সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বরে 144 ধারা জারির নির্দেশ হাইকোর্টের
এতে পর্ষদের কর্মীদের যাতায়াতের অসুবিধে হচ্ছে জানিয়ে আন্দোলনকারীদের উঠে যেতে বলা হয় ৷ নিরাপত্তা চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ বৃহস্পতিবারই আদালত ওই চত্বরে 144 ধারা জারির নির্দেশ দেয় এবং তা 4 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানানো হয় ৷ পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারকে আদালত জানায়, প্রয়োজনে পুলিশ নিয়ে কর্মীদের যাতায়াতের বন্দোবস্ত করতে হবে ৷
এই ধারা জাইরির পর আন্দোলনকারী চাকরিপ্রার্থীরাও নিজেদের কৌশল বদলে ফেলেন ৷ তাঁরা 5 জন করে দলে দলে ভাগ হয়ে যান ৷ তারপরেও মহিলা-পুরুষ নির্বিশেষে পুলিশ প্রশাসন তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিউটাউন থানায় নিয়ে যায় ৷ রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা ৷ এখনও বিশাল পুলিশবাহিনী সেখানে মোতায়েন রয়েছে ৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁদের সাংবিধানিক অধিকার খর্ব করা হয়েছে ।আন্দোলনকারীদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না । পাশাপাশি তাঁদের প্রশ্ন, চাকরিপ্রার্থীদের বক্তব্য না শুনে সিঙ্গল বেঞ্চ একতরফা নির্দেশ দিয়েছে ৷ এই প্রশ্ন তুলেই দায়ের হল মামলা ।
আরও পড়ুন: রাতভর 'নিখোঁজ' থাকার পর সন্ধান মিলল তিন চাকরিপ্রার্থীর