কলকাতা, 24 অক্টোবর: দীপাবলি মানে আলোর উৎসব (Kali Puja)। তিলোত্তমা আজ সেজে উঠেছে বিভিন্ন আলোর রোশনায় । তবে সারা রাজ্যে আলো পৌঁছলেও সেই আলো ঢোকেনি ধর্মতলার ধরনা মঞ্চে (TET Agitation) । দুর্গাপুজোর মতো আলোর এই উৎসবেও তাঁদের কাটছে আঁধারেই । কবে হবে তাঁদের নিয়োগ ? ধৈর্য্যের পরীক্ষা শেষ হচ্ছে না চাকরি প্রার্থীদের ।
উৎসব আবার কী ? তাঁদের কাছে বর্তমানে বছরের সব দিনই চোখের জলের দিন । কবে মিলবে নিয়োগ, তা এখনও জানা নেই চাকরি প্রার্থীদের। তাই যখন গোটা কলকাতা আলোর উৎসব নিয়ে মেতে উঠেছে তখনও অন্ধকারে রয়েছেন তাঁরা । সুমিতা মাইতি নামে 2014 সালের টেট পাশ একজন চাকরি প্রার্থী বলেন," আমাদের কাছে উৎসবটা আলোহীন হয়ে গিয়েছে । সেদিন করুণাময়ীতে আমাদের টেনে হিঁচড়ে অন্ধকারের জগতে ঠেলে দিয়েছে । আমরা দীপের আলোর নীচেই থেকে গিয়েছি । দীপাবলিতে সারা বাংলা জেগে উঠেছে কিন্তু আমরা এখানেই পড়ে আছি । আমাদের বাড়ির দীপ জ্বলছে না । আমাদের দীপাবলি কাটাতে হবে এই প্রদীপের আলোতে ।"
আরও পড়ুন: ধরনার বিরোধিতায় এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ
অন্যদিকে, নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীরা । প্রায় 588 দিন ধরে তাঁরা চাকরির দাবি নিয়ে রাস্তায় । কী হবে তাঁদের ? সুজাতারানি ঘোড়ুই নামে আরও এক চাকরি প্রার্থী উৎসব মরশুমে চোখে জলে নিয়ে বলেন, "আমাদের জীবনে উৎসব বলে কিছু হয় নেই । বহুদিন আগে থেকেই উৎসব চলে গিয়েছে । আমরা দেখছি সব জায়গায় উৎসবে মানুষ আনন্দ করছে । কিন্তু ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত । এর আগেও আমরা দুর্নীতির শিকার ছিলাম ৷ আর এখনও । ভেবেছিলাম এ বছর হয়তো পুজোর পর একটু আনন্দ করতে পারব । কিন্ত তা আর হল না ।"