কলকাতা, 8 নভেম্বর: নিয়োগের দাবিতে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন 2009 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা (tet candidates left agitation stage in kolkata) ৷ মঙ্গলবার ছিল তাদের ধরনার 37 দিন ৷ কিন্তু এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে ইতিবাচক আলাপ-আলোচনার পরে ধরনা মঞ্চ ছাড়লেন বিক্ষোভরত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ তবে গান্ধি মূর্তির পাদদেশে ধরনা মঞ্চ ছাড়লেও চাকরি না-পাওয়া পর্যন্ত বিপিএস অফিসের সামনে ধরনা চালিয়ে যাবেন বলেও জানান তাঁরা। বৃহস্পতিবার থেকে দক্ষিণ 24 পরগনার বিপিএস অফিসের সামনে তাঁরা ধরনায় বসবেন ৷
2009 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগ হয়নি ৷ এই অভিযোগে ধরনায় বসেছিলেন দক্ষিণ 24 পরগনার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের প্যানেল এখনও প্রকাশিত হয়নি। প্রায় 13 বছর ধরে তাঁরা নিয়োগের দাবি জানিয়ে আসছেন। অবশেষে চলতি বছরের অক্টোবর মাস থেকে তাঁরা নিয়োগের দাবিতে গান্ধিমূর্তির পাদদেশ ধরনায় বসেন। সেখান থেকে কখনও লালবাজার অভিযান কখনও বা বিকাশ ভবন অভিযান করেন।
আরও পড়ুন: মাদ্রাসার চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ থেকে রাজ্য সরকারকে কটাক্ষ শমীকের
তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের পর, তাঁর আশ্বাসের গান্ধিমূর্তি পাদদেশের ধরনা মঞ্চ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। এই প্রসঙ্গেই চাকরিপ্রার্থী দেবাশিস বিশ্বাস বলেন, "আমরা কথা বলেছিলাম কুণাল ঘোষের সঙ্গে। সেখানে একটা ইতিবাচক কথা হয় দু‘পক্ষের সঙ্গে। তাই পুলিশের সঙ্গে সহযোগিতা করে আজ 37 দিনে গান্ধিমূর্তির পাদদেশের ধরনা মঞ্চ ছাড়ছি। তবে আমাদের আন্দোলন চলবে এবার বালিগঞ্জে ডিপিএস অফিসের সামনে। ওখানে ধরনায় বসব। যতদিন না নিয়োগপত্র হাতে পাচ্ছি।"