ETV Bharat / state

চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে উত্তেজনা - বিক্ষোভ

এর আগেও মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন এসএসসি চাকরিপ্রার্থীরা । সল্টলেকে দীর্ঘদিন ধরে তাঁদের অবস্থান-অনশন চলছে । কিন্তু, তাতে লাভ না হওয়ায় আজ আবার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন তাঁরা । এদিন 10 মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলার পর পুলিশ বাহিনী আসে। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের আটক করে তোলা হয় পুলিশের গাড়িতে ।

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসএসসি চাকরিপ্রার্থীদের  বিক্ষোভ
মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
author img

By

Published : Mar 23, 2021, 7:18 PM IST

কলকাতা, 23 মার্চ: অতর্কিতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা । তাঁরা প্রত্যেকেই নবম থেকে দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকের ওয়েটিং লিস্টে রয়েছেন । রাস্তাতেই বসে-শুয়ে পথ অবরোধ করে স্লোগান তুলে বিক্ষোভ দেখান তাঁরা । যদিও 10 মিনিট রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ চলার পরেই পুলিশ এসে তাঁদের আটক করে গাড়িতে তুলে নিয়ে চলে যায় । কেউ নিজে থেকে উঠতে না চাইলে তাঁদের জোর করে তুলতেও দেখা যায় পুলিশকে । কাউকে টেনে হিঁচড়ে, কাউকে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় পুলিশ । ফলে উত্তেজনা ছড়ায় মুখ্যমন্ত্রীর বাড়ির সাামনে ৷

পরিকল্পনা আগে থেকেই ছিল । কিন্তু, ঘুণাক্ষরেও তা জানতে দেননি তাঁরা পুলিশকে । সেই পরিকল্পনা অনুযায়ী এদিন বিকেল চারটের সময় হঠাৎ কেওড়াতলা শ্মশানের দিক থেকে মুখ‍্যমন্ত্রীর বাড়ির দিকে ধেয়ে আসেন এসএসসি চাকরিপ্রার্থীরা । উপস্থিত থাকা পুলিশরা সঙ্গে সঙ্গে বাধা দেয় বিক্ষোভকারীদের । বাধা পেয়ে মুখ‍্যমন্ত্রীর বাড়ি অব্দি পৌঁছাতে না পেরে মুখ‍্যমন্ত্রীর বাড়ির কাছের মেন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন হবু শিক্ষক-শিক্ষিকারা । দাবি লেখা প্ল‍্যাকার্ড ও থালা হাতে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা ৷

নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী তৃণা হালদার বলেন, "মুখ‍্যমন্ত্রী বারংবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন । কিন্তু, তিনি তাঁর দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছেন না । তাঁর দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আবার তাঁর দুয়ারে এসেছি । আমাদের একটাই দাবি, নবম থেকে দ্বাদশের সকল ওয়েটিংদের চাকরি সুনিশ্চিত করতে হবে ।"

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

আরও পড়ুন : রাজনৈতিক নেতাদের কটাক্ষ করে দেওয়াল লিখন কলকাতায়

এর আগেও মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন এই এসএসসি চাকরিপ্রার্থীরা । সল্টলেকে দীর্ঘদিন ধরে তাঁদের অবস্থান-অনশন চলছে । কিন্তু, তাতে লাভ না হওয়ায় আজ আবার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন তাঁরা । এদিন পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময়ে রাস্তা আঁকড়ে ধরে চাকরিপ্রার্থীদের করুণ আর্তি, "দিদি আমাদের বাঁচান", আমরা চাকরি চাই ৷"

আরও পড়ুন : করোনাবিধি না মেনে বড় বড় জনসভা, জনস্বার্থ মামলা হাইকোর্টে
পুলিশের জোরাজুরি সত্ত্বেও রাস্তা ছাড়তে রাজি ছিলেন না দীপিকা বিশ্বাস । তিনি বলেন, "আমরা মেধা তালিকার প‍্যানেলে থাকা সত্ত্বেও চাকরি পাইনি । প্রচুর দুর্নীতি হয়েছে । দিদি সেকথা জানেন । তাই 2019 সালে আমরা 29 দিন প্রেস ক্লাবের সামনে অনশন করি । দিদি সেখানে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন সকল ওয়েটিংকে নিয়োগ দেবেন । কিন্তু, আজও আমরা নিয়োগ পাইনি । তাই আমরা রাস্তায় । দিদি আমাদের চাকরি দিন । আমাদের বাঁচান।" পুলিশের তরফে জানা গিয়েছে, এদিনের বিক্ষোভ কর্মসূচির কথা আগে থেকে জানা ছিল না । তাই অতর্কিতে হওয়া এই বিক্ষোভে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তাঁরা ।

কলকাতা, 23 মার্চ: অতর্কিতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা । তাঁরা প্রত্যেকেই নবম থেকে দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকের ওয়েটিং লিস্টে রয়েছেন । রাস্তাতেই বসে-শুয়ে পথ অবরোধ করে স্লোগান তুলে বিক্ষোভ দেখান তাঁরা । যদিও 10 মিনিট রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ চলার পরেই পুলিশ এসে তাঁদের আটক করে গাড়িতে তুলে নিয়ে চলে যায় । কেউ নিজে থেকে উঠতে না চাইলে তাঁদের জোর করে তুলতেও দেখা যায় পুলিশকে । কাউকে টেনে হিঁচড়ে, কাউকে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় পুলিশ । ফলে উত্তেজনা ছড়ায় মুখ্যমন্ত্রীর বাড়ির সাামনে ৷

পরিকল্পনা আগে থেকেই ছিল । কিন্তু, ঘুণাক্ষরেও তা জানতে দেননি তাঁরা পুলিশকে । সেই পরিকল্পনা অনুযায়ী এদিন বিকেল চারটের সময় হঠাৎ কেওড়াতলা শ্মশানের দিক থেকে মুখ‍্যমন্ত্রীর বাড়ির দিকে ধেয়ে আসেন এসএসসি চাকরিপ্রার্থীরা । উপস্থিত থাকা পুলিশরা সঙ্গে সঙ্গে বাধা দেয় বিক্ষোভকারীদের । বাধা পেয়ে মুখ‍্যমন্ত্রীর বাড়ি অব্দি পৌঁছাতে না পেরে মুখ‍্যমন্ত্রীর বাড়ির কাছের মেন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন হবু শিক্ষক-শিক্ষিকারা । দাবি লেখা প্ল‍্যাকার্ড ও থালা হাতে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা ৷

নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী তৃণা হালদার বলেন, "মুখ‍্যমন্ত্রী বারংবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন । কিন্তু, তিনি তাঁর দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছেন না । তাঁর দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আবার তাঁর দুয়ারে এসেছি । আমাদের একটাই দাবি, নবম থেকে দ্বাদশের সকল ওয়েটিংদের চাকরি সুনিশ্চিত করতে হবে ।"

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

আরও পড়ুন : রাজনৈতিক নেতাদের কটাক্ষ করে দেওয়াল লিখন কলকাতায়

এর আগেও মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন এই এসএসসি চাকরিপ্রার্থীরা । সল্টলেকে দীর্ঘদিন ধরে তাঁদের অবস্থান-অনশন চলছে । কিন্তু, তাতে লাভ না হওয়ায় আজ আবার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন তাঁরা । এদিন পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময়ে রাস্তা আঁকড়ে ধরে চাকরিপ্রার্থীদের করুণ আর্তি, "দিদি আমাদের বাঁচান", আমরা চাকরি চাই ৷"

আরও পড়ুন : করোনাবিধি না মেনে বড় বড় জনসভা, জনস্বার্থ মামলা হাইকোর্টে
পুলিশের জোরাজুরি সত্ত্বেও রাস্তা ছাড়তে রাজি ছিলেন না দীপিকা বিশ্বাস । তিনি বলেন, "আমরা মেধা তালিকার প‍্যানেলে থাকা সত্ত্বেও চাকরি পাইনি । প্রচুর দুর্নীতি হয়েছে । দিদি সেকথা জানেন । তাই 2019 সালে আমরা 29 দিন প্রেস ক্লাবের সামনে অনশন করি । দিদি সেখানে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন সকল ওয়েটিংকে নিয়োগ দেবেন । কিন্তু, আজও আমরা নিয়োগ পাইনি । তাই আমরা রাস্তায় । দিদি আমাদের চাকরি দিন । আমাদের বাঁচান।" পুলিশের তরফে জানা গিয়েছে, এদিনের বিক্ষোভ কর্মসূচির কথা আগে থেকে জানা ছিল না । তাই অতর্কিতে হওয়া এই বিক্ষোভে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.