কলকাতা, 31 অগাস্ট : রাজাবাজারে উদ্ধার 10 কেজি বিস্ফোরক । ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । কী উদ্দেশে ওই বিস্ফোরক পাচার করা হচ্ছিল তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় । কোনও নাশকতার ছক ছিল কি না তা জানার চেষ্টা করছে STF । ধৃতদের আজ আদালতে তোলা হবে ।
স্পেশাল ফোর্সের গোয়েন্দারা সূত্র মারফত খবর পায় রাজাবাজারে জড়ো করা হয়েছে প্রচুর বিস্ফোরক । সেগুলি হাতবদল করা হবে । সেই মতো রুটিন চেকিং চলাকালীন গতরাতে রাজাবাজার ট্রাম ডিপোর সামনে থেকে আটক করা হয় দু'জনকে । ফৈয়াজ আলম ও মুকিম খান নামে ওই দু'জনের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র । এরমধ্যে মুকিমের বাড়ি উত্তর 24 পরগনার কামারহাটিতে । ফৈয়াজ হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা । তাদের কাছ থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে তা কী জাতীয় তা পরীক্ষার পরই বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ ।
ধৃতদের জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা জানতে পেরেছে তারা অস্ত্র ও বিস্ফোরকচক্রের সঙ্গে জড়িত । এই চক্র হুগলি এবং উত্তর 24 পরগনায় সক্রিয় রয়েছে । ধৃতদের জঙ্গি যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি ওই বিস্ফোরক কার হাতে তুলে দেওয়া হত তাও খতিয়ে দেখা হচ্ছে ।