ETV Bharat / state

রাজাবাজারে উদ্ধার 10 কেজি বিস্ফোরক, গ্রেপ্তার 2 - Ten KG Explosive ceased in Rajabazar, two arrested

রাজাবাজারে উদ্ধার 10 কেজি বিস্ফোরক । ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ।

উদ্ধার 10 কেজি বিস্ফোরক
author img

By

Published : Aug 31, 2019, 3:09 PM IST

কলকাতা, 31 অগাস্ট : রাজাবাজারে উদ্ধার 10 কেজি বিস্ফোরক । ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । কী উদ্দেশে ওই বিস্ফোরক পাচার করা হচ্ছিল তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় । কোনও নাশকতার ছক ছিল কি না তা জানার চেষ্টা করছে STF । ধৃতদের আজ আদালতে তোলা হবে ।

স্পেশাল ফোর্সের গোয়েন্দারা সূত্র মারফত খবর পায় রাজাবাজারে জড়ো করা হয়েছে প্রচুর বিস্ফোরক । সেগুলি হাতবদল করা হবে । সেই মতো রুটিন চেকিং চলাকালীন গতরাতে রাজাবাজার ট্রাম ডিপোর সামনে থেকে আটক করা হয় দু'জনকে । ফৈয়াজ আলম ও মুকিম খান নামে ওই দু'জনের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র । এরমধ্যে মুকিমের বাড়ি উত্তর 24 পরগনার কামারহাটিতে । ফৈয়াজ হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা । তাদের কাছ থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে তা কী জাতীয় তা পরীক্ষার পরই বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ ।

ধৃতদের জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা জানতে পেরেছে তারা অস্ত্র ও বিস্ফোরকচক্রের সঙ্গে জড়িত । এই চক্র হুগলি এবং উত্তর 24 পরগনায় সক্রিয় রয়েছে । ধৃতদের জঙ্গি যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি ওই বিস্ফোরক কার হাতে তুলে দেওয়া হত তাও খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 31 অগাস্ট : রাজাবাজারে উদ্ধার 10 কেজি বিস্ফোরক । ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । কী উদ্দেশে ওই বিস্ফোরক পাচার করা হচ্ছিল তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় । কোনও নাশকতার ছক ছিল কি না তা জানার চেষ্টা করছে STF । ধৃতদের আজ আদালতে তোলা হবে ।

স্পেশাল ফোর্সের গোয়েন্দারা সূত্র মারফত খবর পায় রাজাবাজারে জড়ো করা হয়েছে প্রচুর বিস্ফোরক । সেগুলি হাতবদল করা হবে । সেই মতো রুটিন চেকিং চলাকালীন গতরাতে রাজাবাজার ট্রাম ডিপোর সামনে থেকে আটক করা হয় দু'জনকে । ফৈয়াজ আলম ও মুকিম খান নামে ওই দু'জনের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র । এরমধ্যে মুকিমের বাড়ি উত্তর 24 পরগনার কামারহাটিতে । ফৈয়াজ হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা । তাদের কাছ থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে তা কী জাতীয় তা পরীক্ষার পরই বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ ।

ধৃতদের জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা জানতে পেরেছে তারা অস্ত্র ও বিস্ফোরকচক্রের সঙ্গে জড়িত । এই চক্র হুগলি এবং উত্তর 24 পরগনায় সক্রিয় রয়েছে । ধৃতদের জঙ্গি যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি ওই বিস্ফোরক কার হাতে তুলে দেওয়া হত তাও খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:কলকাতা, 31 অগাস্ট: এবার রাজাবাজারে উদ্ধার হল প্রচুর বিস্ফোরক। কী উদ্দেশ্যে ওই বিস্ফোরক যারা করা হয়েছিল তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কোন নাশকতার ছক ছিল কিনা তা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তাদের কাছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ধৃতদের আজ আদালতে তোলা হবে।Body:STF সূত্রে খবর, সোর্স মারফত স্পেশাল ফোর্সের গোয়েন্দারা খবর পায় রাজাবাজারে জড়ো করা হয়েছে প্রচুর বিস্ফোরক। সেগুলি হাতবদল করা হবে। সেই সূত্রে সাদা পোশাকে চলছিল নজরদারি। গতরাতে রাজাবাজার ট্রাম ডিপোর সামনে আটক করা হয় দুজনকে। তাদের কাছে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র। তাদের নাম ফৈয়াজ আলম এবং মুকিম খান। এরমধ্যে মুকিমের বাড়ি উত্তর 24 পরগনা কামারহাটিতে। ফৈয়াজ হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা। তাদের কাছে উদ্ধার হয় 10 কেজি বিস্ফোরক। সেগুলো কি জাতীয় বিস্ফোরক তা অবশ্য ল্যাবরেটরীতে পরীক্ষার পরেই বোঝা যাবে। Conclusion:গোয়েন্দাদের সন্দেহ, ওই দুই ব্যক্তি অস্ত্র এবং বিস্ফোরক চক্রের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদের প্রাথমিকভাবে এমন তথ্যই মিলেছে। এই চক্র হুগলি এবং উত্তর 24 পরগনায় সক্রিয় রয়েছে। ধৃতদের জঙ্গী যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ওই বিস্ফোরক কার হাতে তুলে দেওয়া হতো তাও খতিয়ে দেখা হচ্ছে। কোন নাশকতার ছক ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।





ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.