কলকাতা, 13 ডিসেম্বর : শীত এখনও অধরা । নতুন করে সৃষ্টি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা শীত আসতে বাধা দিচ্ছে । শীতের জন্য এখনও অপেক্ষা করতে হবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমতে শুরু করবে । কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না কাটার ফলে শীতের আশা আর একটু পিছিয়ে গেল ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ । রবিবারের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে । জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্জা কাটতে আরো বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
তাই আগামী সপ্তাহে শুরুতেই তাপমাত্রা কিছুটা কমতে পারে । যদিও এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গেরগুলোতে আকাশ মূলত মেঘলা থাকবে । তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ।
শীতের শত্রু পশ্চিমী ঝঞ্ঝা যত ঘনঘন তৈরি হবে ততই বাধাপ্রাপ্ত হবে উত্তরে ঠান্ডা বাতাস । তবে পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা পারদ নামার সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে । আগামী দু-এক দিন তাপমাত্রা এক রকম থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।
আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিলে সর্বোচ্চ তাপমাত্রা 28 সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টা কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 64 শতাংশ ৷