ETV Bharat / state

রাজ্যে শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা - পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ । রবিবারের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে । জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্জা কাটতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । তাই আগামী সপ্তাহে শুরুতেই তাপমাত্রা কিছুটা কমতে পারে ।

temperatures will drop
কমবে তাপমাত্রা
author img

By

Published : Dec 13, 2019, 2:44 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর : শীত এখনও অধরা । নতুন করে সৃষ্টি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা শীত আসতে বাধা দিচ্ছে । শীতের জন্য এখনও অপেক্ষা করতে হবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমতে শুরু করবে । কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না কাটার ফলে শীতের আশা আর একটু পিছিয়ে গেল ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ । রবিবারের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে । জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্জা কাটতে আরো বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।


তাই আগামী সপ্তাহে শুরুতেই তাপমাত্রা কিছুটা কমতে পারে । যদিও এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গেরগুলোতে আকাশ মূলত মেঘলা থাকবে । তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ।


শীতের শত্রু পশ্চিমী ঝঞ্ঝা যত ঘনঘন তৈরি হবে ততই বাধাপ্রাপ্ত হবে উত্তরে ঠান্ডা বাতাস । তবে পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা পারদ নামার সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে । আগামী দু-এক দিন তাপমাত্রা এক রকম থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিলে সর্বোচ্চ তাপমাত্রা 28 সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টা কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 64 শতাংশ ৷

কলকাতা, 13 ডিসেম্বর : শীত এখনও অধরা । নতুন করে সৃষ্টি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা শীত আসতে বাধা দিচ্ছে । শীতের জন্য এখনও অপেক্ষা করতে হবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমতে শুরু করবে । কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না কাটার ফলে শীতের আশা আর একটু পিছিয়ে গেল ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ । রবিবারের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে । জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্জা কাটতে আরো বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।


তাই আগামী সপ্তাহে শুরুতেই তাপমাত্রা কিছুটা কমতে পারে । যদিও এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গেরগুলোতে আকাশ মূলত মেঘলা থাকবে । তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ।


শীতের শত্রু পশ্চিমী ঝঞ্ঝা যত ঘনঘন তৈরি হবে ততই বাধাপ্রাপ্ত হবে উত্তরে ঠান্ডা বাতাস । তবে পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা পারদ নামার সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে । আগামী দু-এক দিন তাপমাত্রা এক রকম থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিলে সর্বোচ্চ তাপমাত্রা 28 সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টা কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 64 শতাংশ ৷

Intro:শীতে ফের বাধা পশ্চিমী ঝঞ্ঝার। শীতের জন্য আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল শনিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমতে শুরু করবে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না কাটার ফলে শীতের আশা আর একটু পিছিয়ে গেল। রবিবারের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে। জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্জা কাটতে আরো বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কম আর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আগামী সপ্তাহে শুরুতেই তাপমাত্রা কিছুটা কমতে পারে। যদিও এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের গুলোতে আকাশ মূলত মেঘলা থাকবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।


Body:পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা কমতে আরো আরো কিছুদিন দেরি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। এই পশ্চিমী ঝঞ্জা কেটে গেলে ও ফের আবারো একটি নতুন করে পশ্চিমী ঝঞ্জা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শীতের শত্রু পশ্চিমী ঝঞ্জা যত ঘনঘন তৈরি হবে ততোই বাধাপ্রাপ্ত হবে উত্তর ঠান্ডা বাতাস। তবে পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে শুরু থেকেই তাপমাত্রা পারদ নামার সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামী দু-এক দিন তাপমাত্রা এক রকম থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।


Conclusion:আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিলে সর্বোচ্চ তাপমাত্রা 28 সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টা কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী বেশি। গত 24 ঘন্টায় কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% ও সর্বনিম্ন 64 শতাংশ। গত 24 ঘন্টা কলকাতা হয়নি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.