ETV Bharat / state

আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে তাপমাত্রা - weather uodate

এই মুহূর্তে গভীর নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার গভীর রাতে শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে । যার প্রভাব পড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ।

মেঘমুক্ত কলকাতা, দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত
মেঘমুক্ত কলকাতা, দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত
author img

By

Published : Dec 1, 2020, 10:46 AM IST

কলকাতা, 1 ডিসেম্বর : সকাল থেকে কলকাতায় শীতের আমেজ । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । সকালে কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যায় । এদিকে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে ।

আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 29 ডিগ্রি ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ, সর্বনিম্ন 34 শতাংশ ।

বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে চলেছে আরও একটি ঘূর্ণিঝড় । মালদ্বীপে এই ঘূর্ণিঝড়ের নাম বুরেভি । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর । পরবর্তী সময়ে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে । বুরেভি বুধবার গভীর রাতে শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে । এর প্রভাব পড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলির উপর । প্রবল ঝড়-বৃষ্টিতে দক্ষিণ তামিলনাড়ু ও দক্ষিণ কেরালাসহ বেশকিছু জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে । যদিও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না ।

কলকাতা, 1 ডিসেম্বর : সকাল থেকে কলকাতায় শীতের আমেজ । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । সকালে কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যায় । এদিকে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে ।

আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 29 ডিগ্রি ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ, সর্বনিম্ন 34 শতাংশ ।

বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে চলেছে আরও একটি ঘূর্ণিঝড় । মালদ্বীপে এই ঘূর্ণিঝড়ের নাম বুরেভি । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর । পরবর্তী সময়ে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে । বুরেভি বুধবার গভীর রাতে শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে । এর প্রভাব পড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলির উপর । প্রবল ঝড়-বৃষ্টিতে দক্ষিণ তামিলনাড়ু ও দক্ষিণ কেরালাসহ বেশকিছু জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে । যদিও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.