ETV Bharat / state

কাল থেকে বাড়বে তাপমাত্রা, বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে । বুধবার যা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে । আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পাবে । 1 জানুয়ারি ও 2 জানুয়ারি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

author img

By

Published : Dec 29, 2019, 6:52 PM IST

Image
ছবি

কলকাতা, 29 ডিসেম্বর : শীতে কাঁপছে গোটা রাজ্য । কলকাতা থেকে বাঁকুড়া ছবিটা সর্বত্রই এক । গতকাল মরশুমের শীতলতম দিন ছিল কলকাতায় । আজও শীতের দাপট কম নয় । শৈত্যপ্রবাহও রয়েছে রাজ্যের বেশকিছু এলাকায় । তবে, আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার অর্থাৎ আগামীকাল থেকে ধাপে-ধাপে তাপমাত্রা বাড়বে । বুধবার যা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে । কিন্তু তাপমাত্রা বাড়লেই শীত বিদায় নিচ্ছে না রাজ্য থেকে । আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পাবে । 1 জানুয়ারি ও 2 জানুয়ারি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । আজ 11.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর- পশ্চিম দিকে ঠান্ডা বাতাস ভালো পরিমাণেই ঢুকছে রাজ্যে ৷ যার জন্য রাজ্যের সব জেলাতেই আজ তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে । তবে আগামীকাল থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাধা পাবে উত্তর-পশ্চিমে ঠান্ডা হাওয়া । সেইসঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে পূবালী হাওয়া প্রবেশ করবে । এই দুয়ের প্রভাবেই বছরের শুরুতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ।

আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 20.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন 61 শতাংশ এবং সর্বোচ্চ 92 শতাংশ থাকবে ।

কলকাতা, 29 ডিসেম্বর : শীতে কাঁপছে গোটা রাজ্য । কলকাতা থেকে বাঁকুড়া ছবিটা সর্বত্রই এক । গতকাল মরশুমের শীতলতম দিন ছিল কলকাতায় । আজও শীতের দাপট কম নয় । শৈত্যপ্রবাহও রয়েছে রাজ্যের বেশকিছু এলাকায় । তবে, আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার অর্থাৎ আগামীকাল থেকে ধাপে-ধাপে তাপমাত্রা বাড়বে । বুধবার যা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে । কিন্তু তাপমাত্রা বাড়লেই শীত বিদায় নিচ্ছে না রাজ্য থেকে । আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পাবে । 1 জানুয়ারি ও 2 জানুয়ারি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । আজ 11.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর- পশ্চিম দিকে ঠান্ডা বাতাস ভালো পরিমাণেই ঢুকছে রাজ্যে ৷ যার জন্য রাজ্যের সব জেলাতেই আজ তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে । তবে আগামীকাল থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাধা পাবে উত্তর-পশ্চিমে ঠান্ডা হাওয়া । সেইসঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে পূবালী হাওয়া প্রবেশ করবে । এই দুয়ের প্রভাবেই বছরের শুরুতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ।

আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 20.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন 61 শতাংশ এবং সর্বোচ্চ 92 শতাংশ থাকবে ।

Intro:গতকাল আর আজ জাকিয়ে ঠান্ডা চলছে রাজ্যজুড়ে। এই জাকিয়ে ঠান্ডা ফের বাধা পেতে চলেছে ।আগামীকাল থেকে তাপমাত্রার পারদ ক্রমশ বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কাল থেকেই ধাপে-ধাপে তাপমাত্রা বাড়বে। বুধবার তাপমাত্রার পারদ বেড়ে 15-16 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তাপমাত্রা বাড়লে শীত বিদায় নিচ্ছে না রাজ্য থেকে। তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের আমেজ বহাল থাকবে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পাবে। পহেলা জানুয়ারি ও 2 জানুয়ারি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Body:গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 দশমিক 1 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা 11 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। উত্তর-পশ্চিম দিকে ঠান্ডা বাতাস বেশ ভালো পরিমাণে প্রবেশ করছে আমাদের রাজ্যে । এরফলেই রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে। তাই গতকাল আর আজ জাকিয়ে ঠাণ্ডা রাজ্যের সর্বত্র। তবে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাধা পাবে উত্তর-পশ্চিমে ঠান্ডা হাওয়া। সেইসঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে পূবালী হাওয়া প্রবেশ করবে আমাদের রাজ্যে। এই দুয়ের প্রভাবেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া অফিস সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন পয়লা জানুয়ারি বৃষ্টি হবে মূলত পশ্চিমের জেলাগুলোতে। পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 ও 3 জানুয়ারী কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হবে।


Conclusion:আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 20 দশমিক 1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম। আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 12 ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বনিম্ন 61% এবং সর্বোচ্চ 92%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.