কলকাতা , 4 জানুয়ারি : একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে থমকে উত্তরের শীতল বাতাস । ফলে কলকাতায় ফের বাড়ল তাপমাত্রা । নতুন বছরের শুরুতেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে তাপমাত্রা ।
তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কমছে জাঁকিয়ে শীতের অনুভূতি । রাতে শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমবে শীতের অনুভূতি । দিনের বেলায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে । তবে এখনই শীত বিদায় নিচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়াও জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে আজ ও আগামীকাল তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন । উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে । উত্তরের হাওয়া ও পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাসের সংঘাতে পঞ্জাব ও জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হবে আগামী 48 ঘণ্টায় ।
আরও পড়ুন, "কাদের বলবেন ভিতরের লোক", বহিরাগত প্রশ্নে পালটা অনুরাগের
গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 42 শতাংশ ।