ETV Bharat / state

Durga Puja 2023: পুজোর থিমে শ্রমজীবী মহিলাদের জীবনকথা, তেলেঙ্গাবাগানের ভাবনায় 'প্রান্তজনের আত্মকথা' - তেলেঙ্গাবাগানের পুজো থিম

গ্রাম ও শহরের মহিলাদের উদয়-অস্ত পরিশ্রমের কথা এবার ফুটে উঠবে তেলেঙ্গাবাগানের পুজোয় ৷ মণ্ডপ তৈরি হচ্ছে টুসু উৎসবের আদলে ৷

Etv Bharat
তেলেঙ্গাবাগানের পুজো
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 9:04 PM IST

তেলেঙ্গাবাগানের ভাবনায় 'প্রান্তজনের আত্মকথা'

কলকাতা, 27 সেপ্টেম্বর: থিমের আধিক্য কলকাতার পুজোর বড় বৈশিষ্ট্য ৷ বিভিন্ন পুজো উদ্যোক্তারা প্যান্ডেলের মধ্যে দিয়ে থিম বৈচিত্র্য তুলে ধরেন ৷ বাংলার বিভিন্ন প্রান্তে যেসব মহিলারা বছরভর উদয় অস্ত হার ভাঙা পরিশ্রম করেন সেই গ্রাম ও শহরের শ্রমজীবী মহিলাদের আত্মকথাই ফুটে উঠবে এবার থিমের মাধ্যমে ৷ উলটোডাঙায় তেলেঙ্গাবাগানের পুজোর এবারের বিষয় ভাবনা 'প্রান্তজনের আত্মকথা' । মণ্ডপ তৈরি হয়েছে টুসু উৎসবের আদলে । থাকছে ছোট বড় নানা রঙের বিভিন্ন নকশার শত শত চৌদল বা চতুর্দোলা ।

গ্রাম থেকে নগরে শ্রমজীবী মহিলাদের টিকে থাকার লড়াই, অদম্য জেদ প্রভৃতি বিষয় ভাবনায় ফুটিয়ে তুলছেন শিল্পী গোপাল পোদ্দার । প্রতিমা তৈরি করছেন শিল্পী প্রদীপ রুদ্র পাল । দুর্গার মতই টুসু যেন রাঢ় বাংলার ঘরের মেয়ে । যার বিসর্জনে সম্মিলিত কণ্ঠের গান বিষাদের সুর বহন করে । আবার উদয় অস্ত খেটে এসে এই টুসু পার্বণে মহিলারা আনন্দে গা ভাসান । মূলত কুমারী মেয়েরাই বেশিরভাগ টুসুর ব্রত রাখেন । এই উৎসব চলে মাসখানেক । গানে, নাচে, চৌদলের লড়াইয়ে রঙিন হয়ে ওঠে গোটা তল্লাট । সাময়িক রং লাগে আলোকহীন জীবনে । গ্রাম বাংলার শ্রমজীবী মহিলাদের আত্মকথা শোনাবে তেলেঙ্গাবাগান ৷ একইসঙ্গে শহরের প্রান্তিক পরিবারের ঠোঙা তৈরির সঙ্গে যুক্ত মহিলাদের জীবনযুদ্ধের কথাও বলবে এই পুজো মণ্ডপ ।

থিম শিল্পী গোপাল পোদ্দারের কথায়, "শ্রমজীবী মহিলারা সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পরে সন্ধ্যায় একটা উৎসব পালন করেন । মানভূম এলাকার মূল উৎসব টুসু । লোক পার্বণও বলা হয় একে । শেষ দিনে টুসু দেবীকে চৌদল করে নিয়ে যায় বিসর্জনে । আমরাও দুর্গাপুজো অনেকটা একইভাবে করি । সেই মঞ্চেই লোক পার্বণ তুলে ধরছি । পাশাপাশি কলকাতাতে বিভিন্ন বস্তি এলাকার একশ্রেণির মহিলা ঠোঙা বানান । দিস্তে প্রতি 5-6 টাকা পান । সেই দিয়েই কেউ ঘরের জিনিস বানান । কেউ ছেলের পড়ার খরচ চালান । কেউ স্বামীর চিকিৎসা করেন । চৌদলের সঙ্গেই সেই ঠোঙা দিয়ে সাজানো হবে মণ্ডপের একাংশ ।"

পুজো কমিটির সদস্য অমৃত সাউ বলেন, "গ্রাম শহরের খেটে খাওয়া মানুষের আত্মকথাই তুলে ধরা হবে । এবছরের আমাদের বিষয় ভাবনায় মণ্ডপ তৈরি হচ্ছে টুসু উৎসবের আদলে । কারণ টুসু উৎসবের আনন্দ ও বিসর্জনের বিষাদের সঙ্গে অনেকটাই মিল আছে আমাদের দুর্গাপুজোর আনন্দ ও বিসর্জনের বিষাদের ।"

আরও পড়ুন : কুমোরটুলিতে সীসাযুক্ত রঙে তৈরি হচ্ছে প্রতিমা, পরিবেশ বিজ্ঞানীদের নিশানায় দূষণ পর্ষদ

তেলেঙ্গাবাগানের ভাবনায় 'প্রান্তজনের আত্মকথা'

কলকাতা, 27 সেপ্টেম্বর: থিমের আধিক্য কলকাতার পুজোর বড় বৈশিষ্ট্য ৷ বিভিন্ন পুজো উদ্যোক্তারা প্যান্ডেলের মধ্যে দিয়ে থিম বৈচিত্র্য তুলে ধরেন ৷ বাংলার বিভিন্ন প্রান্তে যেসব মহিলারা বছরভর উদয় অস্ত হার ভাঙা পরিশ্রম করেন সেই গ্রাম ও শহরের শ্রমজীবী মহিলাদের আত্মকথাই ফুটে উঠবে এবার থিমের মাধ্যমে ৷ উলটোডাঙায় তেলেঙ্গাবাগানের পুজোর এবারের বিষয় ভাবনা 'প্রান্তজনের আত্মকথা' । মণ্ডপ তৈরি হয়েছে টুসু উৎসবের আদলে । থাকছে ছোট বড় নানা রঙের বিভিন্ন নকশার শত শত চৌদল বা চতুর্দোলা ।

গ্রাম থেকে নগরে শ্রমজীবী মহিলাদের টিকে থাকার লড়াই, অদম্য জেদ প্রভৃতি বিষয় ভাবনায় ফুটিয়ে তুলছেন শিল্পী গোপাল পোদ্দার । প্রতিমা তৈরি করছেন শিল্পী প্রদীপ রুদ্র পাল । দুর্গার মতই টুসু যেন রাঢ় বাংলার ঘরের মেয়ে । যার বিসর্জনে সম্মিলিত কণ্ঠের গান বিষাদের সুর বহন করে । আবার উদয় অস্ত খেটে এসে এই টুসু পার্বণে মহিলারা আনন্দে গা ভাসান । মূলত কুমারী মেয়েরাই বেশিরভাগ টুসুর ব্রত রাখেন । এই উৎসব চলে মাসখানেক । গানে, নাচে, চৌদলের লড়াইয়ে রঙিন হয়ে ওঠে গোটা তল্লাট । সাময়িক রং লাগে আলোকহীন জীবনে । গ্রাম বাংলার শ্রমজীবী মহিলাদের আত্মকথা শোনাবে তেলেঙ্গাবাগান ৷ একইসঙ্গে শহরের প্রান্তিক পরিবারের ঠোঙা তৈরির সঙ্গে যুক্ত মহিলাদের জীবনযুদ্ধের কথাও বলবে এই পুজো মণ্ডপ ।

থিম শিল্পী গোপাল পোদ্দারের কথায়, "শ্রমজীবী মহিলারা সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পরে সন্ধ্যায় একটা উৎসব পালন করেন । মানভূম এলাকার মূল উৎসব টুসু । লোক পার্বণও বলা হয় একে । শেষ দিনে টুসু দেবীকে চৌদল করে নিয়ে যায় বিসর্জনে । আমরাও দুর্গাপুজো অনেকটা একইভাবে করি । সেই মঞ্চেই লোক পার্বণ তুলে ধরছি । পাশাপাশি কলকাতাতে বিভিন্ন বস্তি এলাকার একশ্রেণির মহিলা ঠোঙা বানান । দিস্তে প্রতি 5-6 টাকা পান । সেই দিয়েই কেউ ঘরের জিনিস বানান । কেউ ছেলের পড়ার খরচ চালান । কেউ স্বামীর চিকিৎসা করেন । চৌদলের সঙ্গেই সেই ঠোঙা দিয়ে সাজানো হবে মণ্ডপের একাংশ ।"

পুজো কমিটির সদস্য অমৃত সাউ বলেন, "গ্রাম শহরের খেটে খাওয়া মানুষের আত্মকথাই তুলে ধরা হবে । এবছরের আমাদের বিষয় ভাবনায় মণ্ডপ তৈরি হচ্ছে টুসু উৎসবের আদলে । কারণ টুসু উৎসবের আনন্দ ও বিসর্জনের বিষাদের সঙ্গে অনেকটাই মিল আছে আমাদের দুর্গাপুজোর আনন্দ ও বিসর্জনের বিষাদের ।"

আরও পড়ুন : কুমোরটুলিতে সীসাযুক্ত রঙে তৈরি হচ্ছে প্রতিমা, পরিবেশ বিজ্ঞানীদের নিশানায় দূষণ পর্ষদ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.