কলকাতা, 24 জুলাই : আজ 12 দিনে পড়ল উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রাথমিক শিক্ষকদের অনশন । গত সপ্তাহে (শনিবার) শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রাথমিক শিক্ষকরা । কিন্তু, সেখানেও জট না কাটায় অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা । এখন প্রশ্ন উঠছে, 12 দিন হয়ে গেল । আর কতদিন? অনশনকারীরা জানাচ্ছেন, তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন । পাশাপাশি, এবার তাঁরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি তুলেছেন ।
উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ বলেন, "অনশনকারীদের শরীরের অবস্থা যত খারাপের দিকে এগোচ্ছে তত শিক্ষকদের মনে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে । আমরা এর পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই । কারণ, শিক্ষামন্ত্রী শনিবার ডাকলেন । তারপর থেকে কোনও খবর নেই । এভাবে তো চলতে পারে না । একটা সভ্য সমাজের শিক্ষক-শিক্ষিকারা রাস্তায় পড়ে থাকবেন । দাবি তো দুটো । একটা 14 জনকে ফেরানোর । আর একটা স্কেল নির্ধারণের । স্কেল বিষয়টায় উনি বলছেন টাকা নেই । মেনে নিলাম টাকা নেই । কিন্তু, সেখানে 14 জনের অনৈতিক বদলি বাতিলের দাবি করা হয়েছে সেই ব্যাপারে হস্তক্ষেপ করছেন না কেন? সেটা তো একদিনের ব্যাপার । শিক্ষামন্ত্রী চাইলে একদিনে ওই ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারেন । যতবারই আমরা যাচ্ছি প্রত্যেকবারই বলছেন হয়ে যাবে । কিন্তু, হয়ে যাবে বলে কতদিন দেখব আমরা?"
তিনি আরও বলেন, "অনশনরত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে দু-একজনের শারীরিক অবস্থা খুবই খারাপ । তাঁদের আমরা হাসপাতালে ভরতি করার চেষ্টা করছি । কিন্তু, তাঁরা বলছেন এই রাজ্য সরকারের অমানবিক মুখ আমরা গোটা রাজ্যকে দেখাতে চাই । মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ করুন । কারণ, সমাজের সবস্তরের লোক ধিক্কার জানাতে শুরু করেছে ।"
12 দিন অনশন, 13 দিন অবস্থান । আর কতদিন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে । তবে, অনশনকারী প্রাথমিক শিক্ষকদের কাছে প্রশ্নের উত্তরটা খুব সহজ । অনশনরত তন্ময় ঘড়ুই বলেন, "আমরা তো প্রথম থেকেই বলে এসেছি আমরণ অনশন করব । এটা আমাদের সম্মানের লড়াই । ন্যায্য সম্মান না পাওয়া পর্যন্ত অনশন চলবে ।"
অপর এক অনশনকারী শিক্ষক রাজীব মণ্ডল বলেন, "এই লড়াইটা সরকার যেদিন চাইবে সেদিনই শেষ হয়ে যেতে পারে । আমাদের ন্যায্য সম্মান দেবে, যেদিন সরকার আমাদের দাবি মতো 14 জন শিক্ষককে ফিরিয়ে দেবে সেদিনই অনশন তুলে নেওয়া হবে । মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিলে একদিনেই অনশন উঠে যেতে পারে ।"